দেশ

কৃষকদের অভিযানে বিপর্যস্ত দিল্লি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী শুক্রবার ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন পাঞ্জাব-হরিয়ানার আন্দোলনকারী কৃষকরা। তারই যেন ‘মহড়া’ চলল সোমবার। এদিন কিছুটা আচমকাই দিল্লি অভিমুখে রওনা দেন উত্তরপ্রদেশের কৃষকদের একাংশ। তাঁদের আটকাতে রীতিমতো কালঘাম ছুটে যায় পুলিসের। ব্যাপক যানজট সৃষ্টি হয় দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা লাগোয়া এলাকাগুলিতে। সারা ভারত কিষান সভার নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, দিল্লি-নয়ডা সীমানায় আন্দোলনে বসলেও রাস্তা আটকে রাখা হয়নি। গাড়ি চলাচলের পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে।
এদিন নিজেদের দাবি-দাওয়া নিয়ে দিল্লির যন্তরমন্তরে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চান আন্দোলনকারী কৃষকরা। যদিও তাতে কর্ণপাত করেনি পুলিস। প্রতিবাদে দিল্লি-নয়ডার সীমানাতেই অবস্থানে বসেছেন তাঁরা। আন্দোলনকারীদের স্পষ্ট কথা, প্রশাসনের শীর্ষকর্তারা এসে কথা না বলা পর্যন্ত তাঁরা রাস্তাতেই বসে থাকবেন।
আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ সহ বিভিন্ন ইস্যুতে দিনের পর দিন তাঁরা যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু যোগী সরকার কোনও গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা দিল্লি অভিযানে বেরিয়েছেন। 
অন্যদিকে, পাঞ্জাব-হরিয়ানা সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে চেয়ে বার্তা দিয়েছে হরিয়ানা সরকার। তবে শম্ভু ও খানাউরি সীমানার আন্দোলনকারী কৃষকরা স্পষ্ট জানিয়েছেন, ৬ ডিসেম্বর থেকে দিল্লি চলো অভিযান শুরু হচ্ছেই। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পথ হাঁটবেন কৃষকরা। রাতে বিশ্রাম নেবেন তাঁরা। তবে চলতি পথে পুলিস যেখানে বাধা দেবে, সেখানেই ধর্না-অবস্থান শুরু করে দেওয়া হবে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা