কলকাতা

কালীপুজো ঘিরে সোদপুরে সাজ সাজ রব

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: দুর্গাপুজোর মতোই আড়ম্বরের সঙ্গে কালীপুজোর প্রস্তুতি চলছে সোদপুরে। বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটির সঙ্গে পাল্লা দিয়ে সোদপুরও কালীপুজোয় সেজে উঠছে। সাবেকি প্রতিমার পাশাপাশি নজরকাড়া থিমের পুজো হচ্ছে এবার। একে অপরকে টেক্কা দিতে পুজো উদ্যোক্তাদের মধ্যে শুরু হয়েছে  প্রতিযোগিতা। থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে কালীপুজোকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব সোদপুর, ঘোলা, নাটাগড়, পানশিলা প্রভৃতি এলাকায়। 
পানিহাটির ঘোলা বিদ্যাসাগর পল্লি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজোর থিম এবার ‘সৃষ্টি থেকে মুক্তি’। মণ্ডপ তৈরি হচ্ছে ফোম, প্লাই, পিতলের কলসি, পাটকাঠি ইত্যাদি দিয়ে। বাদুড়িয়ার শিল্পী আকাশ দেবনাথ তৈরি করছেন। মণ্ডপে থাকবে কালীর দুটি রূপ। কৃষ্ণনগরের শিল্পী লক্ষণ পাল প্রতিমা তৈরি করছেন। পুজোর কর্মকর্তা অরিন্দম বিশ্বাস বলেন, প্রতিটি প্রাণী জীবন যাপনে বাঁধাধরা গণ্ডিতে আবদ্ধ থাকেন। তার থেকে মুক্তি প্রাপ্তির বিষয়টি তুলে ধরবে আমাদের থিম। এবার আমাদের পুজো ২৬ বছরে পড়ল। আমাদের মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আমাদের বিশ্বাস।
সোদপুর নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো এবার ৬৩ বছরে পড়ল। পুজোর কর্মকর্তা সুজিত দে বলেন, এ বার কাল্পনিক একটি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। থাকছে তাক লাগানো আলোকসজ্জা। প্রতিমাতেও থাকছে অভিনবত্ব।  মুড়াগাছা চড়কতলার আমরা ক’জন ক্লাবের পুজো এবার নজর কাড়তে চলেছে। তাদের পুজো এবছর ৩৬ বছরে পড়ল। পুজোকর্তা সুপ্রিয়া ঘোষ বলেন, পুজোর থিম ‘পরিত্রাণ’। জন্ম থেকে কর্মজীবন হয়ে শেষে মৃত্যুতে পরিত্রাণ, এটিকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মণ্ডপসজ্জার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। থিম তুলে ধরতে প্যান্ডেলে একাধিক মডেল থাকবে। সোদপুর নাটাগড় জগৎজ্যোতি সঙ্ঘের পুজো এবার ৩৯ বছরে পড়ল। পুজোর কর্মকর্তা প্রদীপ বড়ুয়া বলেন, পুজোর থিম ‘নারী শক্তি’। যে নারীরা দেশের নাম উজ্জ্বল করেছেন তাঁদের ছবি থাকবে মণ্ডপে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। সোদপুরের শান্তি সম্মিলনীর পুজো এবার ৭৪ বছরে পড়ল। পুজোর কর্মকর্তা তাপস দে বলেন, জৈন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দেখার মত হবে আলোকসজ্জা। দেশবন্ধুনগর মিলন সঙ্ঘের পুজোর এবারের থিম, ‘৮২ ফুটের সুর সঙ্গম’। গিটারের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। পুজো কমিটির একজন বলেন, থিমের সঙ্গে তালমিলিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। সোদপুরের কালীপুজোর ঐতিহ্য ১৩ কালী। মুক্তি সংঘের এই পুজো বহু পুরনো। সোদপুর স্টার ক্লাবের পুজোয় এবারের থিম, ‘স্বপ্ন’। পুজোর কর্মকর্তা রাজু দে বলেন, আমরা স্বপ্ন দেখি সর্বত্র শান্তির পরিবেশ থাক। সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ক্লাব সদস্যদের চাঁদাতেই পুজো হয়। সাধুর মোড় দূর্বাদলের পুজোর থিম, ‘একাকী মা’। বৃদ্ধা অবস্থায় যে মায়েরা একা থাকেন, তাঁদের কাহিনী তুলে ধরা হয়েছে পূজো মণ্ডপে। পুজোর কর্তা মানিক সরকার বলেন, আমাদের থিম ইতিমধ্যে মানুষের মধ্যে দাগ কেটেছে। পুজোর মানচিত্রে একটি অন্য জায়গা করে নিয়েছে দূর্বাদল। সুভাষ নগরের বন্ধুমহল অনন্য সুন্দর মণ্ডপ বানিয়েছে। তা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে পুজো কমিটির কর্তা সজল বোস জানিয়েছেন। মতিনগর সুভাষ স্মৃতি ব্যায়াম সমিতির পুজোর থিম, ‘এবারে ৭২’। বেত, ঝুড়ি দিয়ে তৈরি মণ্ডপে বাংলার কুটির শিল্পকে তুলে ধরা হয়েছে।
13Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা