বারুইপুর: শ্রীনাথ বহুরুপীর সৃষ্টি কে বাঁচাতে নাটক, সিনেমায় অভিনয় ছেড়ে বহুরপীর পেশাকে বেছে নিয়েছেন অভিজিৎ। বয়স ৬০ এর দোড়গোরায় হলেও মানুষের কাছে তাঁর পরিচিতি কুমার অভিজিৎ বহুরূপী নামে। একদা মহানায়ক উত্তম কুমার, নট্ট সম্রাট স্বপন কুমার, রাখাল সিং, পান্না চক্রবর্তীর সঙ্গে এক মঞ্চে অভিনয় করা অভিজিৎ কখনও মধুসূদন দত্ত, কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও বা রামায়নের ভীম, অর্জুন সেজে এখন পথে ঘাটে ঘুরে বেড়িয়ে মানুষের মনোরঞ্জন করছেন। অভিজিৎ এর বক্তব্য, বহুরপী পেশা বাংলার ইতিহ্য। এই পেশাকে বাঁচাতে আমি যেমন এগিয়ে এসেছি। তেমনই রাজ্য সরকার এই শিল্প কে বাঁচাতে এগিয়ে আসুক।
জয়নগরের দক্ষিন বারাসাতের হরিনারায়নপুর পঞ্চায়েতের পাঁচঘড়া বুড়ি গঙ্গা এলাকার বাসিন্দা অভিজিৎ নস্কর। নাটক, সিনেমায় অভিনয় করতে করতেই বহুরুপী পেশার দিকে ঝুঁকে পড়েছিল অভিজিৎ। শুধু জয়নগর, বারুইপুর, সোনারপুর, লক্ষীকান্তপুরের অলিগলি ঘুরে বেড়ানো নয়। বহুরুপীর নানা চরিত্রে সেজে আসাম, দিল্লি, বিহার, মুম্বাই, কাশ্মীর ঘুরে এসেছেন অভিজিৎ নস্কর। শুধু রাস্তায় নয়, শিয়ালদহ দক্ষিন শাখার লক্ষীকান্তপুর, ডায়মণ্ডহারবার ট্রেনে উঠলেও দেখা মিলবে কথা শিল্পি শরৎ চন্দ্রের সৃষ্টি এই ছিনাথ বহুরুপী অভিজিৎের। কৃষ্ণের অবতার থেকে শুরু করে পবন পুত্র হনুমান, বিদ্যাসাগর সব চিত্রই বহুরুপীর সাজে সেজে ওঠে। অভিজিৎ নস্কর বলেন, ২৮ বছর ধরে এই বহুরুপীর পেশায় আছি। বহুরুপী পেশা লুপ্তের পথে। ২১৪টি সিনেমা, যাত্রায় অভিনয় করেছি আমি। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে হারানো সুর, অমানুষ সিনেমায় ছিলাম। এছাড়া শান্তিগোপাল, নট্ট সম্রাট স্বপন কুমারের সঙ্গে চাঁপা ডাঙার বৌ, মোহন চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছি। উত্তম কুমার মারা যাওয়ার পথ সিনেমায় অভিনয় ছেড়ে দিই। যাত্রা, সিনেমার পথ ছেড়ে বহুরূপীর পথ বেছে নিই। কারুর কাছে কোনও প্রথাগত শিক্ষা নয়, বিশিষ্ট মানুষজনের কাছে অভিনয় করতে করতে বিভিন্ন চরিত্রে কেমন সাজ তা শিখে নিয়েছিলাম। অভিজিৎ আরও বলেন, বাম দলের বিধায়ক লক্ষন শেঠের আমন্ত্রণে একবার হলদিয়ায় হেমা মালিনী এসেছিলেন। একটা অভিনয়ের জন্য আমাকে তিনি ১০ হাজার টাকা উপহার দিয়েছিলেন। সকাল থেকে কাজে বেরিয়ে পড়ি। যেতে হয় অনেক দূরে। ছেলে বাড়িতে টিউশান করে, মেয়ে বিবাহিত। আমি শুধু পয়সা অর্জন করার জন্য নয়, মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়াই। কেউ কোনও সাহায্য করলে আমার চলে যায়।