বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অষ্টম শ্রেণির পাঠ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া ঠেকানোর শিক্ষা

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে পতঙ্গবাহিত রোগ একটি বড় সমস্যা। বিশেষ করে বাংলার আর্দ্র আবহাওয়া মশা-মাছির বাড়বাড়ন্তের পথ প্রশস্ত করে। তাই স্কুল পাঠ্যের মাধ্যমে আরও বেশি করে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ বিষয়ে সচেতনতা প্রসারে উদ্যোগী সরকার। সেই নীতি অনুযায়ী, অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে ঢুকল পৃথক অধ্যায়।
সিলেবাসের সঙ্গে যুক্ত শিক্ষক দ্বীপেন বসু বলেন, ‘অন্যান্য ক্লাসে এই বিষয়ক অধ্যায় রয়েছে। তবে, উচ্চ প্রাথমিক স্তরে তা ছিল না। এই সংক্রান্ত একটি বৈঠকের পরে মুখ্যসচিবের নির্দেশেই অষ্টম শ্রেণিতে এই অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ অধ্যায়টির বিশেষত্ব হল রোগবহনকারী মশা, সেগুলির লার্ভার পৃথক স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। পরিষ্কারভাবে বোঝার জন্য ব্যবহার করা হয়েছে আসল ছবিও। এডিস মশার লার্ভা টর্চের আলো ফেললে নড়াচড়া করে, অ্যানোফিলিসের লার্ভা টর্চের আলোয় বিচলিত না হলেও ‘জিগজ্যাগ’ পদ্ধতিতে পিছনে সরে যায়, এমন সব মজার অথচ গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া হয়েছে। ফলে, এ ধরনের লার্ভা দেখলে সহজেই চিনে ছাত্রছাত্রীরা নষ্ট করতে পারবে। এড়ানো যাবে রোগের সম্ভাবনা।
রাজ্যের বহু ছাত্রছাত্রীই স্কুলে প্রথম প্রজন্মের পড়ুয়া। তাই এসব রোগ সম্পর্কে তাদের আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করেছেন সিলেবাস বিশেষজ্ঞরা। ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার প্রাথমিক লক্ষণগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিজের বা চেনা কারও এই লক্ষণ দেখা দিলে, কী করণীয় তাও স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তবে, পরিস্থিতি ঘোরালো হলে অবশ্যই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিতে যাতে দেরি না হয়, সেই সাবধানবাণীও দেওয়া হয়েছে।
এক শিক্ষক বলেন, কোথাও জল জমতে না দেওয়া, জমা জল ফেলে দেওয়া বা নিয়মিত পাল্টানো, মশারি টাঙিয়ে শোয়া, মশানিরোধক ক্রিম মাখা, দক্ষ কারিগর দিয়ে দেওয়ালে ক্রিয়োজোটের প্রলেপ দেওয়া প্রভৃতি মশাকে দূরে রাখে। সেগুলি ছাত্রছাত্রীদের মাথায় বসে যাওয়া দরকার। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সচেতনতা থাকলে এই রোগগুলি ঠেকিয়ে দেওয়া সম্ভব। স্রেফ পুরসভা, সরকারের উপর দায় ঠেলে জনসাধারণ অনেক সময়ই নিজেদের দায়িত্ব ভুলে যায়। সেই কারণে স্কুলস্তর থেকেই সচেতনতা, নিজেদের দায়িত্ব, কর্তব্যগুলি বুঝিয়ে দেওয়া প্রয়োজন। 
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা