বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ঝুঁকির পারাপার, স্টেশন লাগোয়া রেল লাইন টপকে অবাধ যাতায়াত!

বিশ্বজিৎ মাইতি, বরানগর: সামনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। কিংবা ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। তাতেও হুঁশ নেই সাধারণ মানুষের। ট্রেনের সামনে দিয়ে দিব্য চলছে যাতায়াত। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটলেও উত্তর দমদম পুরসভা এলাকার বিশরপাড়া-কোদালিয়া স্টেশনের নিরাপত্তা নিয়ে কোনও হেলদোল নেই রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। এলাকাবাসীর দাবি, যেকোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে নিরাপত্তা কর্মী মোতায়েন করা উচিত।
স্থানীয় সূত্রে জনা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ রেল লাইনে বিরাটি স্টেশনের পরই বিশরপাড়া-কোদালিয়া স্টেশন। ট্রেন লাইনের দুই দিকে রেলের জায়গায় সারি দিয়ে ঝুপড়ি বাড়ি ও দোকান। রেল লাইনের উপরে বসে আড্ডা দেওয়া, রেল লাইনের মাঝের ফাঁকা অংশে কাপড় -জামা মেলে শোকানোর চিত্র আকছার দেখা যায়। কিন্তু স্টেশন লাগোয়া রেল লাইনের উপর দিয়ে নিত্য যাতায়াত যেকোনও মুহূর্তে বড় বিপদ আনতে পারে। স্টেশনে ট্রেন ঢোকা কিংবা ছাড়ার প্রাক মুহূর্তে স্থানীয় বাসিন্দারা দেদার লাইন পারাপার করছেন। শুধু হাঁটা পথে নয়, অনেকেই সাইকেলও পারাপার করছে। স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস, সুজাতা দত্ত বলেন, মাঝেমধ্যে ট্রেনের পাতে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাসত্ত্বেও সাধারণ মানুষের কোনও ভ্রুক্ষেপ নেই। রেল পুলিস বা স্থানীয় থানার তরফে কোনও নিরাপত্তা কর্মী রাখা হয়না। অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
 রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ লাইনের বিভিন্ন জায়গায় এইভাবে যাতায়াতের জন্য দুর্ঘটনার পাশাপাশি ট্রেনের গতিও কমছে। স্টেশনের অদূরে পাঁচ নম্বর রেল গেট রয়েছে। রেল পুলিসকে বিষয়টি দেখার কথা বলা হবে।
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা