বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

১৫ মাস হল স্থায়ী গোয়েন্দা প্রধান নেই লালবাজারে, প্রশ্ন উঠছে শীর্ষকর্তাদের সদিচ্ছা নিয়েই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পদমর্যদা এবং গুরুত্বের বিচারে পুলিস কমিশনারের পর লালবাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল জয়েন্ট সিপি ক্রাইম বা গোয়েন্দা প্রধান। গোটা কলকাতা শহরের অপরাধ দমনের ভার এই পদের ওপর রয়েছে। কিন্তু নাই নাই করে প্রায় ১৫ মাস পেরিয়ে গেছে। এখনও  হাইপ্রোফাইল এই পদের জন্য নাকি ডিআইজি পদমর্যাদার উপযুক্ত আইপিএস অফিসার খুঁজে বার করতে পারেনি লালবাজার!
যারফলে অস্থায়ী ভিত্তিতে পার্ট  টাইম গোয়েন্দা প্রধান দিয়ে কাজ চালাচ্ছে কলকাতা পুলিস। পূর্ণ সময়ের গোয়েন্দা প্রধান না থাকায়, নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে গোয়েন্দাদের। প্রশ্ন উঠছে কলকাতা পুলিসের শীর্ষকর্তাদের সদিচ্ছা নিয়েই।
এই সমস্যার সূত্রপাত ২০২৩ সালে ১০ নভেম্বর। তৎকালীন  গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী সিআইডিতে বদলি হওয়ার পর  পার্ট টাইম জয়েন্ট সিপি ক্রাইম পায় কলকাতা পুলিস। এরপর কিছুদিন তৎকালীন অতিরিক্ত পুলিস কমিশনার-১ মুরলীধর শর্মা অস্থায়ী ভাবে এই পদের দায়িত্ব সামাল দেন। মাঝে অবশ্য ওয়াকার রাজাকে জয়েন্ট সিপি ক্রাইম পদে স্থায়ীভাবে নিয়োগ করা হয়। কিন্তু লোকসভা ভোটের মুখে হঠাৎ করে আইপিএস অফিসার ওয়াকার রাজকে মুর্শিদবাদ রেঞ্জের ডিআইজি করে পাঠায় নির্বাচন কমিশন।
লোকসভা ভোটের মুখে ফের অস্থায়ী গোয়েন্দা প্রধান হিসেবে কাজ চালাতে বলা হয় অতিরিক্ত পুলিস কমিশনার -১ মুরলীধর শর্মাকে। ভোট মিটতে না মিটতে আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় কলকাতার নাগরিক সমাজ। আর জি কর বিতর্কের জেরে বদলি হতে হয় তৎকালীন পুলিস কমিশনার বিনীত গোয়েলকে।
এরপর ২০২৪ সালের ১৯ নভেম্বর কলকাতার অতিরিক্ত পুলিস কমিশনার -১ মুরলীধর শর্মাকে রাজ্য পুলিসে বদলি করে সরকার। ফলে ২৩ নভেম্বর থেকে ফের অস্থায়ী গোয়েন্দা প্রধান হিসেবে কাজ চালাতে বলা হয় জয়েন্ট সিপি (ট্রাফিক) রূপেশ কুমারকে। তারপর থেকে রূপেশ কুমারই পার্ট টাইম গোয়েন্দা প্রধান হিসেবে কাজ চালাচ্ছেন।
স্থায়ী গোয়েন্দা প্রধান নিয়োগে কেন এই অনীহা শীর্ষকর্তাদের? তা ভেবে পাচ্ছেন না ডি ডি বিল্ডিংয়ের গোয়েন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, অতীতে কখনও দেড়শ বছরের প্রাচীন কলকাতা পুলিসের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এমন নয় কলকাতা পুলিসের এই গোয়েন্দা প্রধান পদে কেউ আসতে চাইছেন না। ডিআইজি পদমর্যদার একাধিক আইপিএস এই পদে কাজ করতে আগ্রহী। আইপিএস অফিসার রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া, ওয়াকার রাজা মতো একাধিক আইপিএস অফিসারের নাম ঘিরে জল্পনা চলছে লালবাজারে। তবে কি এবার স্থায়ী গোয়েন্দা প্রধান পাবে লালবাজার?
 
13h 13m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা