Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

এআই নিয়ে পড়ার চাহিদা বাড়ছে 
সোহম কর

উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বেশিরভাগ পড়ুয়াই ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার এগনোর স্বপ্ন দেখেন। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র অনেক বড়। কোন শাখায় পড়াশোনা করবেন? এই নিয়ে চিন্তায় প্রায় নাওয়া-খাওয়া ভুলে যান পড়ুয়া থেকে পরিবারের লোকেরা। কারণ, পড়াশোনা করে চাকরি পেতে হবে। এমন পড়াশোনা করা হল, কিন্তু চাকরি অধরা থেকে গেল, এমনটা হলে তো মুশকিল। প্রতিনিয়ত পৃথিবী বদলাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের শাখা। এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন, কোর ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি তো আছেই। তার সঙ্গে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে চাকরির সুযোগ থাকে। এখন স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এই ক্ষেত্রের সবচেয়ে জনপ্রিয় শাখা। অনেকেই এই বিষয়গুলিকে পাখির চোখ করে এগতে চাইছেন। বলা হচ্ছে, পৃথিবীর ভবিষ্যত্ এই স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা। তাই এই বিষয় নিয়ে পড়াশোনা করার ঝোঁকও বাড়ছে। দেশ ও রাজ্যের সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলির প্রায় সমস্ত জায়গাতেই এখন এই বিষয়টি সিলেবাসের মধ্যে রাখা হচ্ছে। যদিও বিদেশে একেবারে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা নিয়েই অনেক প্রতিষ্ঠানে পড়ানো হয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ধীরে ধীরে সেরকম পাঠক্রম আসা শুরু হচ্ছে।
স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার প্রয়োগ আজকের দিনে সমস্ত জায়গায় ব্যবহার হওয়া শুরু করেছে। এই নতুন প্রযুক্তিকে প্রায় সমস্ত ক্ষেত্রই দ্রুত গ্রহণ করতে শুরু করেছে। হাল আমলে ভোট প্রচারে রাজনীতির ময়দানেও শুরু হয়েছে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার ব্যবহার। টেলিভিশন কিংবা খবরের কাগজের কাজকর্মেও ব্যবহার হচ্ছে এই এআই প্রযুক্তি। এআই দ্বারা নির্মিত সঞ্চালকের ব্যবহার ইতিমধ্যেই দেশের সংবাদমাধ্যমে দেখা গিয়েছে। এআই প্রযুক্তির ব্যবহার ইদানীংকালে নিত্যদিনের জীবনেও প্রবেশ করছে। ব্যাঙ্কিং, ট্রেডিং, ই-কমার্স, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থপ্রতীম বিশ্বাস বলছিলেন, ‘ইঞ্জিনিয়ারিংয়ের শাখা অনেক। তার মধ্যে এক ধরনের ক্ষেত্রে পরিকাঠামো ও পরিষেবা, আর একটি হল শুধু পরিষেবা। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এই ধরনের একটা শাখা রয়েছে। কোর গ্রুপের মধ্যে সিভিল, ইলেকট্রিকাল, মেকানিকাল এই ধরনের শাখা রয়েছে। কিছু শাখা রয়েছে যা পরিষেবা কিংবা উত্পাদন সব ক্ষেত্রেই যেতে পারে। কোন শাখায় যাবে, সেটা এরকমভাবে পড়ুয়ারা ভাবতে পারে।’ বিষয় হিসেবে তো সবটাই ভালো। কিন্তু কোন বিষয়ে গেলে বাজারের চাহিদা মেটানো যাবে? পার্থপ্রতীম বিশ্বাস বলছিলেন, ‘পাওয়ার, কনস্ট্রাকশন এই বিষয়গুলিতে চাকরির সুযোগ সীমিত। মাঝারি ধরনের প্রতিষ্ঠান থেকে এই বিষয়গুলি নিয়ে পাশ করলে সুযোগ সীমিত হয়ে যায়।’ এর পাশাপাশি এই অধ্যাপকের পরামর্শ, ‘ভালো বিষয়ের থেকেও প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। সবার আগে দেখা দরকার, ভালো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক চিন্ময় ঘড়াই বলছিলেন, ‘ইঞ্জিনিয়ারিংয়ের কোর বিভাগ নিয়ে তো পড়ুয়ারা সবসময়ই পড়তে চান। এই ক্ষেত্রে পড়াশোনা করে, চাকরি কিংবা গবেষণার সুযোগ মোটামুটি রয়েছে। এখন ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে জনপ্রিয় বিষয় হল কম্পিউটার সায়েন্স ও তার সমকক্ষ বিষয়গুলি। যেমন, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স প্রভৃতি।’ এই এআই নিয়ে পড়াশোনার চাহিদা বাড়লেও রাজ্যের বুকে কি সরকারি প্রতিষ্ঠানে এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে? পার্থপ্রতীমবাবু বলছিলেন, ‘এই মুহূর্তে রাজ্যস্তরে এআই মূল পাঠক্রমের মধ্যে বিষয় হিসেবে পড়ানো হয়। কিন্তু শাখা হিসেবে আসেনি। উত্তরের জলপাইগুড়ি থেকে দক্ষিণের যাদবপুর পর্যন্ত বলছি। তবে আইআইটিতে কিছু জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে। রোবোটিক্সের ক্ষেত্রেও একই কথা বলব।’ এই প্রসঙ্গে চিন্ময়বাবু বলছিলেন, ‘আসলে এআই বিষয়টি সেই কম্পিউটার সায়েন্সের মধ্যেই পড়ে। আমি যাদবপুরে পড়াই। প্রতি দু’বছর অন্তর এখানকার সিলেবাসে পরিবর্তন করা হয়। যে বিষয়গুলি নতুন করে আসছে, সেগুলিকে পাঠক্রমে যুক্ত করা হয়। ইদানীং  একটা ধারা লক্ষ্য করছি। অনেকের মধ্যে ধারণা হচ্ছে, সবটা জানব না, শুধুমাত্র নির্দিষ্ট বিষয়টি নিয়েই পড়াশোনা করব।’ দেখা যাচ্ছে, অনেক পড়ুয়ার মধ্যে এই মানসিকতা আসছে, যে কেউ হয়তো কনস্ট্রাকশন শিখতে চাইছেন। কিন্তু শুধুই বিল্ডিং কনস্ট্রাকশন শিখছেন। রোড কিংবা ব্রিজ কনস্ট্রাকশন শিখছেন না। এই ধারা বেশ কয়েক বছর ধরে লক্ষ করছেন শিক্ষাবিদরা। অনেক প্রতিষ্ঠান পড়ুয়াদের সেই চাহিদা অনুযায়ী সিলেবাস তৈরির কথা ভাবতেও শুরু করেছে। চিন্ময়বাবু বলছিলেন, ‘কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও এরকম চাহিদা আসছে। তাদের জন্য সেরকম মডিউল তৈরি হচ্ছে। যেমন, আমাদের এখানে ৮টা সেমেস্টারে ২টো বিষয় এআই বা মেশিন লার্নিং নিয়ে অফার করা হচ্ছে। ধীরে ধীরে ওটা বাড়তে থাকবে। হয়তো আগামী দিনে ৮টা সেমেস্টারে ৮টা বিষয় পাওয়া যাবে।’ শিক্ষাবিদরা বলছিলেন, আন্তর্জাতিক ক্ষেত্রের প্রতিষ্ঠান যেমন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি একদম নির্দিষ্টভাবে পড়ায়। যেটুকু একজন পড়ুয়া চাইছে, সেইটুকুই পড়ানো হয়। আমাদের দেশেও ধীরে ধীরে সেই পথেই হাঁটতে যাচ্ছে। 
চিন্ময়বাবু বলছিলেন, ‘আসলে এইভাবে পড়াশোনাটা এগলে ওই বিষয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারেন পড়ুয়ারা। আমাদের সময় এগুলো ছিল না। কিন্তু আমি তো এখন সেটাই পড়াচ্ছি। সরকারি প্রতিষ্ঠান বলতে আইআইটি, এনআইটি, আইআইআইটিতে সুযোগ হয়েছে এই বিষয় নিয়ে পড়ার। যাদবপুরে ফাইনাল ইয়ারে প্রজেক্টের সময় নির্দিষ্ট এই বিষয় রয়েছে।’ 
এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের বিষয়ে দেশের বুকে চাকরির সুযোগ অনেকটাই বাড়ছে। 
বিভিন্ন সমীক্ষা বলছে, ২০১৯ সালে এআই আসার পর থেকে চাকরির সুযোগ অনেকটাই বেড়েছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন, ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র ভারতেই প্রায় ৩ লক্ষ এআই কেন্দ্রিক চাকরি তৈরি হবে।  কারণ, এই ক্ষেত্রে যে হারে বিনিয়োগ বাড়ছে, তার ভিত্তিতেই অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনও একটি ক্ষেত্রে চাকরির সুযোগ কমতে থাকলেই আর একটা দরজা খুলে যায়। এক্ষেত্রে এআই সেই কাজ করেছে। সেই সূত্র ধরেই এআই ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা বাড়ছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতে এআইয়ের প্রভাব সবচেয়ে বেশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। এখানে প্রায় ২৬ শতাংশ ক্ষেত্রে ভাগ বসিয়েছে এআই। এর পরেই আসে শিক্ষা। সেখানেও ১৪ শতাংশ ভাগ বসিয়েছে এআই। দিনকয়েক আগেই লিঙ্কড ইনের চিফ প্রোডাক্ট অফিসার টোমের কোহেন বলেছেন, ‘আমাদের নিজেকে উন্নত করতে হবে। তথ্য বলছে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে অর্ধেকেরও বেশি চাকরি এআই দ্বারা প্রভাবিত হতে চলেছে।’ 
অর্থাৎ বোঝাই যাচ্ছে, এআই কেন্দ্রিক চাকরির সুযোগ সারা পৃথিবীর সঙ্গে দেশেও বৃদ্ধি পেতে চলেছে। কিন্তু এর জন্য দেশের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে দরকার সঠিক পরিকাঠামো। রোবোটিক্স, মেশিন লার্নিং পরবর্তী এআই কেন্দ্রিক বিষয়গুলি পড়াতে গেলে পরিকাঠামো অত্যন্ত জরুরি। তার পাশাপাশি যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরও দরকার।
14th  May, 2024
ফিশারিজ সায়েন্সে পর্যাপ্ত চাকরির সুযোগ

ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে। কোর্স শেষে রয়েছে পর্যাপ্ত চাকরির সুযোগ। রাজ্যের কোথায় কোথায় পড়ানো হয় ফিশারিজ সায়েন্স? খরচ কত? যোগ্যতাই বা কী? পরামর্শে দ্য নেওয়াটিয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিশারিজ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ সুমন কর্মকার।
বিশদ

04th  June, 2024
উজ্জ্বল ভবিষ্যৎ কৃষি বিজ্ঞানে
ধরণীধর পাত্র

অনেক ছাত্রছাত্রীই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আগে থেকেই স্থির করে রাখে তারা কী নিয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাবে। তবে কোনও একটা বিষয় নিয়ে পড়ার আগে তার গুরুত্বটা বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। বিশদ

14th  May, 2024
বিভিন্ন বোর্ডগুলির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আসন্ন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ মাসটা পেরলেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষার মরশুম। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আর সিআইএসসিই-র অধীন আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষার্থীরা অবশ্য কিছুটা বাড়তি সময় পাবে। বিশদ

10th  January, 2024
চাপমুক্ত থাকলেই আসবে সাফল্য

শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি কেমন হবে? কোন কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার, তা নিয়ে পরামর্শে বিশিষ্ট মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। বিশদ

10th  January, 2024
জাহাজের চাকরি যাদের লক্ষ্য

উচ্চমাধ্যমিক /আইএসসি/ সিবিএসসি ক্লাস টুয়েলভ বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত হতে হয় জীবনের এক মহা সন্ধিক্ষণে। বেছে নিতে হয় স্বপ্নপূরণের কোনও একটি বিশেষ পথকে—যে পথে আছে সুনিশ্চিত ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি। বিশদ

11th  July, 2023
জেনেটিক্স পড়লে কাজের সুযোগ

এখন আর শুধু প্রথাগত ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় নিয়ে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি বিষয় জেনেটিক্স। আজ আমরা এমন কিছু খাবার খাচ্ছি বা জামাকাপড় পরছি, অনেক ক্ষেত্রে তার পিছনে জেনেটিক্সের প্রয়োগ রয়েছে। বিশদ

11th  July, 2023
ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল
অর্পণ সেনগুপ্ত

ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় কোন শাখায় ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা কম নয়। বিশেষজ্ঞরা অন্তত একটি বিষয়ে একমত, বর্তমানে তো বটেই, অদূর ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখার উপর বাজি ধরা যেতে পারে। বিশদ

27th  June, 2023
হেলথকেয়ার কাউন্সিলরের চাহিদা বাড়ছে
বর্ণালী ঘোষ

ফ্রাসট্রেশন, ডিপ্রেশন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হন চিকিৎসকের। তবে এধরনের সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সিলিং­-এ অনেকটা সারিয়ে তোলা সম্ভব হয়। বিশদ

27th  June, 2023
স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ

হসপিটাল ম্যানেজমেন্টের গুরুত্ব বরাবরের। আগেকার সময়ে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সামলাতেন। তখন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকলেও সাধারণ হাসপাতাল, স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ধারণা ছিল না। বিশদ

27th  June, 2023
চিকিৎসা ক্ষেত্রে সফল কেরিয়ার
গড়তে প্যারামেডিক্যাল কোর্স

বর্তমান সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবায় চিকিৎসকের পরামর্শ ছাড়াও আমাদের নির্ভর করতে হয় প্যারামেডিক্যাল স্টাফদের উপর। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও বেশি। স্বাস্থ্য পরিষেবায় নিজকে যুক্ত করতে পড়ে নেওয়া যায় বেশ কিছু প্যারামেডিক্যাল বিষয়। বিশদ

13th  June, 2023
সামনে প্রচুর সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ
গড়তে পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং

রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এবার শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কেউ সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। আবার কেউ পাবেন না। তবে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি মিলবে না, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। বিশদ

30th  May, 2023
হোটেল ম্যানেজমেন্ট পড়লে
চাকরির সুবর্ণ সুযোগ

জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, তেমনি বাইরে ঘুরতে বা অফিসের কাজে গেলে হোটেল ছাড়া থাকা কার্যত অসম্ভব। আর সেখানে খাওয়াদাওয়া থেকে শুরু করে সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্যের যাবতীয় দায়িত্ব থাকে হোটেলের কর্মী-আধিকারিকদের উপর। বিশদ

30th  May, 2023
স্রেফ পঠনপাঠন নয়, খোঁজ নিন
স্কুলের সার্বিক পরিকাঠামোরও

 

স্রেফ মুখ গুঁজে পড়ে পুঁথিগত জ্ঞান আহরণ আধুনিক শিক্ষাব্যবস্থার শর্ত নয়। খেলাধুলা, গান, নাচ, কারাটে-জুডোর মতো আত্মরক্ষার কৌশল শেখার সুযোগও স্কুলে থাকা আবশ্যক। বিশদ

17th  February, 2023
কোন বোর্ড, বাছাইয়ের দায়িত্ব অভিভাবকেরই

অনেকটা রাম জন্মের আগেই রামায়ণ লেখার মত। বাচ্চা বড় হওয়ার আগে তাদের কোন পেশায় পাঠানো হবে তা ঠিক করে ফেলেন অনেক বাবা-মা। হাতেখড়ির আগে ঠিক হয়ে যায়, কোন বোর্ডে তাদের পড়ানো হবে। বিশদ

17th  February, 2023
একনজরে
জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ইতালির আপুলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। এবিষয়ে বিবৃতি দিয়ে বিদেশ ...

ভুয়ো চালান ব্যবহার করে নদী থেকে যেন বালি না ওঠে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ডেকে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এভাবেই সতর্ক করেছেন। বৃহস্পতিবার বন ও ভূমি দপ্তরের স্থায়ী সমিতির বৈঠক ছিল। ...

আইএসএলের সর্বাধিক গোলদাতা দিমিত্রিয়াস ডায়ামান্টোকোসকে সই করিয়ে দলবদলের বাজার জমিয়ে দিল ইস্ট বেঙ্গল। ...

বধূ নির্যাতনের অভিযোগ হামেশাই শোনা যায়। এবার স্বামীকে নির্যাতন করে খুনের ঘটনায় অভিযোগের কাঠগড়ায় স্ত্রী এবং তাঁর বাপের বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে বারাসত শহরের লঙ্কাবাগান ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সপরিবারে অদূরবর্তী স্থানে ভ্রমণে আনন্দলাভ। কাজকর্মে কমবেশি ভালো। সাহিত্যচর্চায় আনন্দ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বায়ু দিবস
১৭৫২: আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন
১৭৫৯: ঔরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন
১৮৪৮: বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে জার্মানির রাজধানী হিসাবে ঘোষণা করেন
১৮৫৪: কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়
১৮৫৫: ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর তুলে দেওয়া হয়
১৮৯৬: জাপানে সুনামিতে ২২ হাজার মানুষের মৃত্যু
১৮৯৯: ভারতীয় ভাস্কর,চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরীর জন্ম
১৯০৮: কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়
১৯৫০: শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম
১৯৫৩: চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের জন্ম
১৯৬০: বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়
১৯৬৯: জার্মানির গোলকিপার অলিভার কানের জন্ম
১৯৭৭: দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়
১৯৮৬: ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলের (R.S.P.) অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য তারাপদ লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭২ টাকা ৮৪.৪৬ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৩৪ টাকা
ইউরো ৮৮.২০ টাকা ৯১.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৫ জুন, ২০২৪। নবমী ৫৪/৩ রাত্রি ২/৩৩। উত্তরফাল্গুনী নক্ষত্র ৮/১৫ দিবা ৮/১৪। সূর্যোদয় ৪/৫৫/৩৮, সূর্যাস্ত ৬/১৮/১৬। অমৃতযোগ দিবা ৩/৩৮ গতে অস্তাবধি। রাত্রি ৭/১ গতে ৭/৪৩ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ১/২৪ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৪৯ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে। বারবেলা ৬/৩৬ মধ্যে পুনঃ ১/১৭ গতে ২/৫৭ মধ্যে পুনঃ ৪/৩৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৮ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে উদয়াবধি।   
৩২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৫ জুন, ২০২৪। নবমী রাত্রি ১/১২। উত্তরফাল্গুনী নক্ষত্র দিবা ৭/৫২। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২০। অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২০ মধ্যে এবং রাত্রি ৭/৫ গতে ৭/৪৭ মধ্যে ও ১১/২০ গতে ১/২৮ মধ্যে ও ২/৫৩ গতে ৪/৫৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৪ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৮ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৮ গতে ২/৫৯ মধ্যে ও ৪/৪০ গতে ৬/২০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৫ মধ্যে। 
৮ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
এখন কেমন আছেন সন্ধ্যা রায়
হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। বুক ধড়পড় ও ...বিশদ

07:14:26 PM

ইউরো কাপ ২০২৪: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারাল স্পেন

11:32:54 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ৩ : ক্রোয়েশিয়া ০ (হাফটাইম)

10:25:41 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ২ : ক্রোয়েশিয়া ০ (৩৩ মিনিট)

10:09:28 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ১ : ক্রোয়েশিয়া ০ (৩০ মিনিট)

10:07:05 PM

টি-২০ বিশ্বকাপ: মাঠ ভিজে থাকার কারণে ভারত বনাম কানাডার ম্যাচ বাতিল

09:13:01 PM