কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) কেন্দ্রীয় সরকারি সংস্থায় বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনবিসিএফডিসি) দক্ষতা বৃদ্ধির কোর্সগুলির অধীনে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্সগুলির মধ্যে রয়েছে চার মাসের এরাইজ রুম এয়ার কন্ডিশনার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস, তিন মাসের এরাইজ হ্যান্ড হেল্ড প্রোডাক্টস, তিন মাসের এরাইজ অডিও ভিডিও । এই কোর্সগুলি করার সুযোগ পাবেন ওবিসি, ডি-নোটিফায়েড সেমি নোমাডিক অ্যান্ড নোমাডিক ট্রাইবস, সিনিয়র সিটিজেন, ট্রান্সজেন্ডার, মেম্বার অব বেগারস কমিউনিটি, ভিক্টিম অব সাবস্ট্যান্স অ্যাবিউজ। বিস্তারিত জানতে সিটিটিসি-এর ট্রেনিং সেলে যোগাযোগ করতে পারেন বা এমএসএমই কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন। ঠিকানা –
এমএসএমই- টুল রুম কলকাতা (সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং)
মিনিস্ট্রি অব মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, গভঃ ইন্ডিয়া,
বনহুগলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলকাতা- ১০৮
www.msmetoolroomkolkata.com