বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
যোগ্যতা
ফিশারিজ সায়েন্স নিয়ে পড়তে হলে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তারপর ভর্তি হতে পারেন ফিশারি সায়েন্সের স্নাতক কোর্সে। বিজ্ঞান শাখায় ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিকে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিদ্যা বিষয় হিসেবে থাকতে হবে। তফসিলি জাতি ও ওবিসি প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর থাকলেও আবেদনের যোগ্য। আবেদনের সময় বয়স কমপক্ষে হতে হবে ১৭ বছর। তফসিলি এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
যে সব প্রতিষ্ঠানে এই বিষয় পড়ানো হয়—
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, বিবেক ভবন, ৬৮ ক্ষুদিরাম বোস সরণি, বেলগাছিয়া, কলকাতা ৩৭
কোর্সের মেয়াদ ৪ বছর। আসনসংখ্যা ৪৪টি। এখানে পড়ানো হয়— বিভিন্ন প্রজাতির মাছের শ্রেণীবিন্যাস, মিষ্টি জলের মাছ এবং সামুদ্রিক মাছের গঠনগত ও পুষ্টিগত বিভেদ ও বৈশিষ্ট, মৎস্য সংরক্ষণ পদ্ধতি, মাছ থেকে প্রসেসড খাবার তৈরি, ফুড প্যাকেজিং, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এবং মেরিন বায়োলজি। এই প্রতিষ্ঠানে ফিশারি সায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সও পড়ানো হয়। আরও জানতে দেখুন www.wbuafsce.org
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশদ জানতে দেখুন www.vidyasagar.ac.in
মহারাষ্ট্র অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। বিশদ জানতে দেখুন www.mafsu.in
সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিশারিজ এডুকেশন, মুম্বই। বিশদ জানতে দেখুন www.cife.edu.in
সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিশারিজ নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিশদ জানতে দেখুন www.cifnet.nic.in
আবেদন পদ্ধতি
নির্দিষ্ট ফি জমা করে অনলাইনে আবেদন করা যায়। নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়া যায়। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে জমা করার পর এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এই ই-রিসিপ্টের প্রিন্ট আউটের সঙ্গে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল, উচ্চমাধ্যমিকের মার্কশিটের প্রত্যয়িত নকল, আধার কার্ডের প্রত্যয়িত নকল ইত্যাদি।
কাজের সুযোগ
ফিশারি সায়েন্সের ডিগ্রিধারীদের ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (ন্যাবার্ড) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করে থাকে। চাকরির সুযোগ রয়েছে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, মাছ দিয়ে প্রক্রিয়াগত খাদ্য প্রস্তুতকারী সংস্থায় কোয়ালিটি কন্ট্রোল অফিসার ও ফিশারিজ বায়োলজিস্ট পদে। এছাড়াও বিভিন্ন ফিশারি এবং অ্যাকোয়াকালচার সোসাইটিতে ফিল্ড ম্যানেজার, অ্যাকোয়াকালচার টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে চাকরি মেলে।