বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
তাই সমাজে আইনের গুরুত্ব অনেকখানি। আর আইনজ্ঞদের সাহায্য সর্বত্র প্রয়োজন হয়। এজন্যই পড়ার বিষয় আইন হলে সমাজে প্রতিষ্ঠা পেতেও সুবিধা হয়।
এ রাজ্যের অনেকগুলি প্রতিষ্ঠান থেকে আইনের বিভিন্ন কোর্স পড়া যায়। প্রতিষ্ঠানগুলি বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন নিয়ে পড়িয়ে থাকে।
কোর্সগুলির মধ্যে রয়েছে
এলএলবি
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে কিছু বিশ্ববিদ্যালয় তিন বছরের এলএলবি পড়িয়ে থাকে। আবার কোনও কোনও বিশ্ববিদ্যালয় তিন বছরের এলএলবি পড়ার জন্য স্নাতক স্তরে ৪৫ শতাংশ নম্বর চেয়ে থাকে। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। রাজ্যের অনেকগুলি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়া যায়।
বিএ এলএলবি
বিএ এলএলবি পাঁচ বছরের কোর্স। উচ্চমাধ্যমিকের পর আইনের অনার্স কোর্সটি পড়ে নেওয়া যায়।
কোর্সের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, অর্থনীতি, ইংরেজি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের আইনের ধারণা দেওয়ার জন্য বিভিন্ন বিষয়।
মাস্টার অব ল
দু’বছরের মাস্টার অব ল বা এলএলএম পড়ার জন্য এলএলবি পাশ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এই কোর্সটির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রয়েছে ল অব কর্পোরেট, ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নন্যান্স, কম্পিটিশন অ্যান্ড কনজিউমার প্রটেকশন ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এর মতো বিষয়গুলি।
মাস্টার অব বিজনেস ল
ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ব্যবসা করতে চাইলে তার ফ্রেম ওয়ার্ক তৈরি, কী ধরনের আইন মেনে চতে হবে সবই শেখানো হয় মাস্টার অব বিজনেস ল-তে।
দু’বছরের কোর্সটি পড়তে পারে যে কোনও বিষয়ের স্নাতকরা। আন্ত্রেপ্রেনর, কনসালট্যান্ট, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ল-ইয়ার এবং বিজনেস প্রফেশনালদের ক্ষেত্রে এই কোর্সটি বিশেষভাবে উপযোগী।
এলএলএম
এই কোর্সটি এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স হিসাবে পড়ানো হয়। শিক্ষকতা বা পড়াশোনার জগতে থাকার জন্য বা আইনের পেশায় প্রবেশের আগে এই কোর্সটি করে নিলে সুবিধা পাওয়া যায়।
পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স অন কনজিউমার ল
ডিস্ট্যানস মোডে আইন নিয়ে পড়তে চাইলে পড়ে নেওয়া যায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স অন কনজিউমার ল। এর মধ্যে রয়েছে কনজিউমার ল, কমন ল, বিভিন্ন ধরনের স্ট্যাটুটারি ল, কনজিউমার প্রোটেকশন ল সহ বিভিন্ন বিষয়। এক বছরের এই কোর্সটি যে কোনও বিষয়ের স্নাতকরা পড়তে পারে। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়।
এম ফিল
আইন নিয়ে যারা রিসার্চ করতে চান বা শিক্ষকতা করতে চান তাদের জন্য তিন বছরের মধ্যে এই কোর্সটি শেষ করে নিতে পারেন।
পিএইচডি
এ রাজ্য থেকে আইনের উপর পিএইচডি করার সুযোগও রয়েছে।
এছাড়াও বেশ কয়েকটি ডিপ্লোমা কোর্সও রয়েছে-পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এয়ার স্পেস, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন নিউক্লিয়ার ল, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ল, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রাইটস, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ কেয়ার অ্যান্ড মেডিক্যাল ল, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ল
আবার সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে সার্টিফিকেট কোর্স ইন কনজিউমার ল। এই কোর্সগুলি করা যায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস থেকে।
আইনের পড়া শেষ করে হওয়া যায় লিগাল জার্নালিস্ট,লিগাল অ্যাডভাইজার, জজ, গভর্নমেন্ট ল ইয়ার, ডকুমেন্ট ড্রাফ্টিং ল ইয়ার, সিভিল লিটিগেশন ল ইয়ার, লিগাল অ্যানালিস্ট, ক্রিমিনাল ল ইয়ার। এছাড়া অন্যান্য সরকারি চাকরির জন্যও আবেদন করা যায়।