সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
নতুন জুটির বাস্তব জীবনের রসায়ন কেমন জমল? প্রশ্নের উত্তরে ইয়ামি এবং সানি হেসে বলেন, ‘আমরা আলাদা করে কথা বলার সময় পাইনি। অবসরের অবকাশ ছিল না। কাজের মধ্যে থাকতে হয়েছে প্রতি মুহূর্তে। গল্পটা খুব ঘটনাবহুল। তাই সেটেও সবসময় কিছু না কিছু ঘটত।’
এর আগে ভিকি কৌশলের সঙ্গে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়ামি। এবার তাঁর ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি বলেন, ‘সানি ও ভিকি দু’জনেই খুব ভালো। বুদ্ধিমান ও সিরিয়াস অভিনেতা। একজন ভালো সহঅভিনেতার থেকে যা কিছু আশা করা যায়, দু’জনের মধ্যে সব বৈশিষ্ট্যই রয়েছে। একজন ভালো অভিনেতা বিপরীতে থাকা মানুষটির জন্য কাজটা অনেক সহজ করে দেয়। সানি ও ভিকি দু’জনেই সেটা করেছে। পাঞ্জাবি গানের প্রতি ওদের প্রচণ্ড আগ্রহ।’ আবার ইয়ামির সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুশি সানিও। তাঁর কথায়, ‘ইয়ামি খুব স্পোর্টি। আমার জন্মদিনের দিন ছবির চিত্রনাট্য পড়া হয়েছিল। ইয়ামি প্রতি মুহূর্তে কিছু না কিছু ইনপুট দিচ্ছিল। আমি সবই নোট করে রেখেছিলাম।’
প্রেক্ষাগৃহে ছবি মুক্তির উচ্ছ্বাসটাই যে আলাদা তা স্বীকার করে নিয়েছেন দুই শিল্পীই। তাঁরা বলেন, ‘বড়পর্দায় ছবি মুক্তি পাওয়া সব অভিনেতার কাছেই স্বপ্ন। তবে এখন সময় বদলেছে। প্রযোজক যেমন চাইবেন তেমনই হবে। বাজেটের কথা ভাবতে হয়। কেউই ছবির ব্যাপারে ঝুঁকি নিতে চান না।’