সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবন শুরু করেন রাজু। পাশাপাশি নাটকেও অভিনয় করতেন। তারপর সিনেমায় প্রবেশ। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ধারাবাহিকে। নয়ের দশকে একাধিক বাংলা বাণিজ্যিক ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় আসেন তিনি। অঞ্জন চৌধুরীর ‘মহান’ ছবিতে অভিনয় করে সমাদৃত হন। বাংলার পাশাপাশি বলিউডেও ‘অনর্থ’, ‘ইন্ডিয়ান বাবু’, ‘জিন্দা দিল’ সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। খলনায়কের চরিত্রে বহু ছবিতে কাজ করেছেন তিনি। তবে অমিতাভ বচ্চন অভিনীত ও রামগোপাল ভার্মা পরিচালিত ‘সরকার’ ছবিটি এর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া অঞ্জন দত্তের হিন্দি ছবি ‘বড়দিন’-এ ছোট্ট চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। রাজুর স্ত্রী ও এক কন্যা বর্তমান।