আরও একবার বিতর্কের মুখে ‘সড়ক ২’। লকডাউনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল আলিয়া ভাট, সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি। মহেশ ভাটের পরিচালনায় এই ছবিটিকে সেই সময় দাঁড়িয়ে স্বজনপোষণ ইস্যুতে দর্শকরা প্রত্যাখ্যান করেছিলেন। এতদিন পর আবারও সেই ছবি ঘিরেই বিতর্ক তৈরি হল। বিতর্কের সূত্রপাত একটি গান নিয়ে। এই ছবির ‘শুকরিয়া’ নামক একটি গান বৃহস্পতিবার সংশ্লিষ্ট মিউজিক লেবেলের তরফে ইউটিউবে পোস্ট করা হয়েছে। ভিডিওর টাইটেলে লেখা রয়েছে জুবিন নটিয়াল এবং কেকের সঙ্গে গানটিতে গলা মিলিয়েছেন অরিজিত্ সিং। কিন্তু সাড়ে চার মিনিটের ভিডিওতে কোথাও অরিজিতের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। এতেই বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকের বক্তব্য, অরিজিতের কণ্ঠস্বরই নেই, তবু কেন তাঁর নাম ব্যবহার করা হয়েছে? এর আগেও অরিজিতের এই গান নিয়েই বিতর্ক হয়েছিল। ছবির সম্পূর্ণ অ্যালবাম থেকে অরিজিতের গাওয়া গানটি মুক্তি পায়নি। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়েছিল।
গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জিত্ গঙ্গোপাধ্যায়। তাঁর দিকেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছোঁড়া হয়েছে। প্রশ্নের মুখে জিতের বক্তব্য হল, ‘অরিজিত্ আমাকে কথা দিয়েছিলেন, অতিমারী কেটে গেলে তিনি এই গানটি রেকর্ড করবেন। এই বিষয়ে আপনারা অরিজিতকেই জিজ্ঞেস করুন। আমরা সকলেই তাঁর গানের জন্য অপেক্ষা করছি। আমাকে বারবার একই প্রশ্ন করবেন না। অরিজিত্ রেকর্ডিং শেষ করলেই সংশ্লিষ্ট মিউজিক কোম্পানিকে গানটি আমি পাঠিয়ে দেব।’