সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
দেব আসায় শোয়ের বিচারকের আসনেও রদবদল ঘটতে চলেছে। আগের সিজনে বিচারকের আসনে ছিলেন টলিউডের হিট জুটি—সোহম ও শ্রাবন্তী। সোহম এই মুহূর্তে অন্য একটি চ্যানেলে কমেডি শো নিয়ে ব্যস্ত। ওদিকে শ্রাবন্তী ‘সুপারস্টার পরিবার’ এর নতুন সিজনের শ্যুটিং করছেন। তাই নির্মাতারা খুঁজছিলেন এমন কাউকে যিনি একার কাঁধেই শো টেনে নিয়ে যেতে পারেন। তখনই অফার যায় দেবের কাছে। এর আগে চ্যানেলের একাধিক অনুষ্ঠানে অতিথি হিসেবে দেবকে দেখা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি ফের ছোটপর্দায় কোনও নন ফিকশনের অংশ হতে পারেন। অবশেষে সেই খবরে সিলমোহর পড়ল। কয়েক বছর আগে অন্য একটি চ্যানেলে নাচের রিয়েলিটি শো-এ এই মিঠুন চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছিলেন দেব। এবার সেই মিঠুনের সঙ্গেই বিচারভার সামলাবেন তিনি। এই দুই নক্ষত্রের সহ বিচারক হিসেবে থাকবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। তিনি নিজে নৃত্যশিল্পী। নাচটা তাঁর প্যাশন। এই চ্যানেলেরই একটি জনপ্রিয় ধারাবাহিকে মনামী অভিনয় করেছেন বলে তাঁকে বিচারক হিসেবে পাওয়াটা চ্যানেলের কাছেও সহজ হয়ে যায়।
এর আগে ‘হিরোগিরি’ ছবিতে মিঠুন ও দেব একসঙ্গে অভিনয় করেছিলেন। সেসময় দু’জনের কেমিস্ট্রিও দর্শকদের নজর কেড়েছিল। তারপর ব্যক্তিগত কারণেই মিঠুন বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। দীর্ঘদিন পর নন ফিকশনের ক্ষেত্রে এই জুটি যে ফের কামাল করবে, এ বিষয়ে আশাবাদী চ্যানেল কর্তারাও।