ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতের বিশিষ্ট মায়েস্ত্রোদের নিয়ে শুরু হচ্ছে ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০২০-২১’। গত ন’বছর ধরে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, তাঁর স্ত্রী মানসী মজুমদার এবং পুত্র ইন্দ্রায়ুধ মজুমদার কলকাতায় স্বরসম্রাট ফেস্টিভ্যাল আয়োজন করে আসছেন। কিন্তু এই বছর অতিমারী পরিস্থিতিকে মাথায় রেখেই অনলাইনে উৎসবের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার বললেন, ‘এই অতিমারী পরিস্থিতিতে শিল্পীদের বিভিন্ন শহরে যাওয়াটা খুবই কষ্টকর। তাই কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং পুনেতে আমরা শ্যুট করেছি। দেশের সেরা ১৮ জন শিল্পীর পারফরম্যান্সের পাশাপাশি আমরা ১৮ জন তরুণ শিল্পীর পারফরম্যান্সও এবারের উৎসবে তুলে ধরব।’ গত ছ’মাস লকডাউনের জন্য দেশের অগণিত শিল্পীর হাতে কার্যত কোনও কাজ নেই। তাই এবারের উৎবের মাধ্যমে দুঃস্থ শিল্পীদের জন্য অর্থ সংগ্রহ করা হবে।
এবারে ৩৬টি আকর্ষণীয় পারফরম্যান্স নিয়ে উৎসবের ডালি সাজানো হয়েছে। শিল্পীদের মধ্যে থাকছেন কৌশিকী চক্রবর্তী, বিক্রম ঘোষ, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, কুশল দাস, তন্ময় বসু, উল্লাস কাসলকর, এন রাজাম, রাজেন্দ্র গঙ্গানী, মাইসোর মঞ্জুনাথ এবং মাইসোর নাগরাজ, জয়ন্তী কুমারেশ, রুক্মিণী বিজয়কুমার প্রমুখ।