সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল তাঁর আলাপচারিতায় স্কলারদের গবেষণার বিষয়গুলোর সমষ্টিগত কাজকে উৎসাহ দেন। মেগান ছাড়াও রাজ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও দেবায়নের আলাপ হয়। এইদিন কমনওয়েলথ এর সদর দপ্তর মার্লবোরো হাউসে আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন পাঁচটি দেশের মাত্র পাঁচজন স্কলার। দেবায়ন ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।