‘তোমা বিনে অনাথ আমি অতি হে’ এই বলেই রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল ‘দোসর’। বাঙালির হৃদয়ে যে মানুষটি বাসা বেধেছেন তাঁকে আরও বেশি করে ঘরে ঘরে পৌঁছে দিতে এই সংস্থার গানে গানে শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। সম্প্রতি রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল ‘যাত্রাপথের আনন্দগান’। সঙ্গীত পরিবেশনায় ছিলেন সায়ন্তনী চক্রবর্তী, রুমকি দাস, চন্দনকণা সরকার, চিত্রা চৌধুরী, চন্দন দাস, শুভেন্দু তালুকদার,সুদীপ রায়,সুস্মিতা দত্ত । গ্রন্থণায় ছিলেন শ্রবণা শীল, সুস্মিতা সরকার ভট্টাচার্য। রচনা ও আবৃত্তিতে আকাশ। অনুষ্ঠানের প্রথমার্ধে পরিবেশিত হয় ‘রবি রাগিনী’। অংশগ্রহণে অঞ্জলি সঙ্গীতায়ন এবং কল্পবিন্দু। ভাষ্য রচনা ও পাঠে ছিলেন সায়ন্বীতা সরকার।
দ্বিতীয়ার্ধে ‘যাত্রাপথের আনন্দগান’ পর্বে গানের সঙ্গে কিছু আনন্দ নৃত্যও পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ সৃষ্ট শান্তিনিকেতনী ধারাকেই তুলে ধরার চেষ্টা করা হয়। নৃত্যে ছিলেন অন্বেষা দত্ত, কোয়েনা ঘোষ, যশস্বী চৌধুরী