পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
অভিনয়ের পরিবেশে বেড়ে ওঠাই কি অনুষার অভিনেত্রী হওয়ার কারণ? তাঁর উত্তর, ‘বাবা-মা (মধুমন্তী মৈত্র) শিল্প জগতে আছেন মানেই যে আমি তাঁদের পাশে পেয়েছি এমনটা নয়। ওদের প্রত্যক্ষ ভাবে না থাকার কারণ আমি বুঝি। আর সেই কারণেই আমার সন্তান হলে সে অভিনয় জগতে আসুক, তা চাইব না। মা হিসেবে আমার সন্তান প্রত্যাখ্যান, অপমানের মুখোমুখি হোক সেটা ভালো লাগবে না। তার মধ্যে অভিনয়ের প্রতি ভালবাসা আর জেদ যদি না থাকে, তাহলে পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারবে না। এই নিরীক্ষণ আমার মা-বাবা করেছিলেন বলেই আমি টিকে আছি।’
নতুনের অন্বেষণে নিজেকে ব্যস্ত রাখেন অনুষা। সে কারণেই টেলিভিশনে অভিনয়ে আগ্রহী ছিলেন। কিন্তু শুরুর কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় তাঁর প্রথম ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’। নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল? অভিনেত্রী বলেন, ‘নিরাপত্তাহীনতা বা হতাশার চেয়েও বেশি কষ্ট হয়েছিল। উপার্জনের কথা ধরলে এই প্রোজেক্ট যথেষ্ট লাভের মুখ দেখেছিল। ওই কাজটা থেকে একটা জিনিস উপলব্ধি করেছি, কোনও ভালো কাজ অযথা টেনে বড় করা হচ্ছে মনে হওয়ার আগেই শেষ করা উচিত। এই ধারাবাহিকে আমার মনে হয় এই বিষয়টা কিছুটা হলেও রক্ষা পেয়েছে।’ স্বল্প সময়ের মধ্যে ধারাবাহিকের সমাপ্তি এখন ট্রেন্ড। এর কারণ ব্যাখ্যা করে অনুষার দাবি, ‘আমার মতে ইদানীং ধারাবাহিক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া কম টিআরপির থেকেও দর্শকের কমে আসা ‘অ্যাটেনশন স্প্যান’-এর উপর বেশি নির্ভর করে।’