উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন উপস্থিত চিকিৎসক দল। তাতে ছিলেন এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ তুফানকান্তি দলুই, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইনস্টিটিউট অব হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডাঃ মৈত্রেয়ী ভট্টাচার্য, ওড়িশার হেমাটোলজিস্ট ডাঃ রবীন্দ্রকুমার জেনা, এবং কলকাতা টাটা মেডিক্যাল সেন্টারের ল্যাবরেটরি হেমাটোলজি অ্যান্ড মোল জেনেটিকস-এর ডিরেক্টর ডাঃ দীপককুমার মিশ্র। ইতিমধ্যেই রক্তের রোগ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে কলকাতায় আয়োজিত হয়ে গেল ‘হোপ এশিয়া ২০১৯’ শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনের অর্গ্যানাইজিং সেক্রেটারি ডাঃ দলুই জানান, ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ, ইন্ডিয়ান সোসাইটি অব হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের তরফে মিলিতভাবে এই সম্মেলন আয়োজিত হয়।
এমনকী রক্তের রোগগুলি নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক পদযাত্রাও আয়োজিত হয়।