উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
গল্পটা অন্যরমক ভাবে শুরু করেছেন লেখক। প্রথমেই একটা ঘটনার বিবরণ। ১৯৯২ সালের ২৩ এপ্রিলের ঘটনা। রোজকার মতোই সেদিনও খবরের কাগজটা কিনে হেডলাইনের ওপর স্রেফ চোখ বোলাচ্ছিলেন আগরওয়াল মশাই। চোখটা আটকে গেল একটা খবরে—‘দ্য বিগ বুল কট ইন ক্রসহেয়ারস’। হর্ষদ মেহতা স্ক্যামের ওপর খবর। তিনি বিনিয়োগ ব্যবসায় যুক্ত। বিগ বুল স্ক্যামের সঙ্গে যে তাঁরও ভাগ্য জড়িয়ে। তিনি তাঁর প্রায় সব টাকাই সেখানে বিনিয়োগ করে রেখেছেন যে। বরুণ অপেক্ষায় বসে আছে বাবা ফিলরে জন্মদিনের কেক কাটা হবে। রাত ক্রমশ বাড়ছে। আগরওয়াল মশাই বাড়ি ফিরছেন না। শেষ পর্যন্ত কি বাড়ি ফিরলেন? পরের ঘটনার নায়ক রাজেশ রেড্ডি। তেল কলের মালিক। হঠাৎ বড়লোক রাজেশের কপালেও চিন্তার ভাঁজ। অয়েল স্ক্যামের চক্করে শেষে পথে বসতে হবে কি তাকে? এমনই বিভিন্ন ঘটনা সাজানো হয়েছে দালাল স্ট্রিট উপন্যাসে। গল্পের মোড়কে ঘোরতর বাস্তব। লেখক অনুরাগ ত্রিপাঠি খুবই সুদক্ষ হাতে শেয়ার মার্কেট ও স্টক এক্সচেঞ্জ দুনিয়ার বিভিন্ন ঘটনার বিবরণ দিয়েছেন এই বইটিতে। স্টক মার্কেটের দুনিয়ায় ও বিনিয়োগ ব্যবসায় কীভাবে ও কতটা দুর্নীতি প্রবেশ করেছে সে কথা তুলে ধরেছেন।
দালাল স্ট্রিট বইটি বিষয়ের দিক দিয়ে বেশ অভিনব। ভাষার দিক দিয়ে তো অনুরাগ অনবদ্য। কঠিন বিষয় সহজ ইংরেজিতে লিখেছেন তিনি। আর একের পর এক ঘটনা সাজিয়েছেন বলেই বিষয়টিও প্রাঞ্জল হয়ে উঠেছে। নিয়োগী বুকস প্রকাশনার এই বইটির দাম ৩৫০ টাকা।
ডিলিরিয়াস সিটি
বইটির বিষয় থেকে লেআউট সর্বত্রই নতুনত্ব। এটাকে ঠিক গল্প বলা চলে না। আবার বাস্তব ঘটনাও এটা নয়। বরং বলা যায় লেখকের ভাবনা। ভারতের বিভিন্ন শহর ঘুরে তাঁর যা মনে হয়েছে, তা-ই বর্ণনা করেছেন গোটা বই জুড়ে। এই যেমন দিল্লি বিষয়ে বলতে গিয়ে লেখক বলেছেন একটা ছোট গ্রাম থেকে মফস্সল আর তার থেকে একটা বড় শহর। দেশের রাজধানী। এই নাকি দিল্লি। একইভাবে দেশের সব শহরের বাসিন্দারাই নিজেদের শহরের বিবর্তন দেখলে থমকে যায়। গৌতম মানসিক ভাবনাগুলোকেই লিখেছেন তাঁর বইতে। হাতে আঁকা ইলাস্ট্রেশন যেমন পাবেন তেমনই কোথাও বা হাতের লেখাকেই ইলাস্ট্রেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে। শহরের কথা প্রসঙ্গে তার সংস্কৃতি ও শিল্প সবই উঠে এসেছে এই বইতে। নিয়োগী বুকসের এই বইটি সংগ্রহে রাখার মতো। দাম ৯৯৫ টাকা।