বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
কিন্তু গড্ডলিকা প্রবাহের বাইরেও রয়েছে এক ফল্গুধারা। সম্প্রতি মালয়ালম অভিনেত্রী সাই পল্লবী ২ কোটি টাকার প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়েছেন, কারণ? ফর্সা হওয়ার পণ্যের প্রচার করবেন না তিনি। দক্ষিণী এই অভিনেত্রী সাই পল্লবী পরিষ্কার করেই ওই ফেয়ারনেস ক্রিম ব্র্যান্ডটিকে ‘না’ বলে দিয়েছেন।
২ কোটি টাকার প্রস্তাব সামান্য ছিল না মোটেও। সাই পল্লবীর বিশেষত্বই হল তিনি নিজে যৎসামান্য মেকআপ করেন এবং তাঁকে যেমন দেখতে তেমনভাবেই প্রকাশ্যে আসেন। এই কারণে সিনে প্রেমীদের মধ্যেও সাই পল্লবী খুবই জনপ্রিয়। যদিও সাই পল্লবী এর আগেও বহুবার জানিয়েছেন, তিনি কোনও প্রকারের সৌন্দর্য পণ্যের প্রচার করবেন না। তিনি আরও বলেছেন, প্রত্যেকেরই উচিত যেমন দেখতে, সেই অবস্থাতেই সুখী থাকা। সাই পল্লবী মালয়ালম চলচ্চিত্র ‘প্রেমম’ দিয়ে বিনোদন জগতে পা রাখেন এবং এই সিনেমার জন্য সাউথ ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি। এর পরে তাঁর মালয়ালম ছবি ‘কালি’ বেশ জনপ্রিয় হয়।