Bartaman Patrika
আমরা মেয়েরা
 

রাধারানিদেবীর আত্মাহুতিই
এগিয়ে দিয়েছিল শিল্পী রামকিঙ্করকে 

শিল্পী রামকিঙ্করের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। তিনি রাধারানি। তাঁর জন্ম বর্ধমানের আউশগ্রামের গুসকরার কাছে। জানা যায় গ্রামটির নাম ছিল সাহেব বাগান। তাঁর বাবার নাম চন্দ্র আর মা দুর্গাদেবী। তাঁরা ছিলেন তিন বোন। মেজ বোন মারা যায় কম বয়সে। বাবা চাকরি করতে যেতেন শ্রীরামপুরে। বাবা কী চাকরি করতেন তা জানতেন না রাধারানি, কারণ তখন তাঁর বয়স কম। চাকরির কারণেই তাঁর বাবা কিছুদিন বোলপুরে ছিলেন। বাবার কাছে শান্তিনিকেতনে যখন আসেন তখন রবীন্দ্রনাথকে দেখেছিলেন। কিঙ্করবাবুর কাছে আসার সময় দেখেন রথীন্দ্রনাথকে।
বাবা বোলপুরে থাকার সময়, বাবারই পছন্দের বোলপুরের এক মুদি দোকানের মালিক, বছর তিরিশের চণ্ডী গড়াইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল রাধারানির। তখন তিনি ন’বছরের বালিকা। একটি ছেলেও হয়েছিল তাঁর।  পরে মারা যায়। ভেদিয়ার গ্রাম থেকে বোলপুরে গিয়ে জীবন কাটছিল। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। বিয়ের কয়েক মাস পরেই সাংসারিক অশান্তি শুরু হয়। দিনে দিনে তা চরমে ওঠে। এ অশান্তির মাঝে বাবার কাছে ফিরে যাবেন এমন অবস্থাও ছিল না রাধারানির। কারণ, সে পরিবারেও অভাব ছিল নিত্যসঙ্গী। শ্বশুর চাষবাস করতেন। স্বামীও চাষের কাজে তার বাবাকে সাহায্য করতেন। শ্বশুরবাড়িতে রাধারানিকে নিয়ে খুব গণ্ডগোল শুরু হয়। রাধারানির স্বামী একটি মেয়ে রেখেছিল। মেয়েটার স্বামীর সঙ্গে রাধারানির স্বামীর বন্ধুত্ব ছিল। গঙ্গাজল পাতিয়েছিল। মেয়েটি রাধারানির স্বামীর দোকানে জিনিস কিনতে আসত। এই ভাবেই তাদের সম্পর্ক ঘন হয়ে ওঠে। সে কথা জানতে পেরে রাধারানি বলেছিলেন, ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখলে তিনি স্বামীর সঙ্গে সম্পর্ক রাখবেন না। এদিকে মেয়েটির স্বামীও সবকিছু জেনে, রাধারানিকে তাঁর ঘরে নিয়ে যেতে চাইলেন। এই নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। বাড়ি ছাড়তে হয় রাধারানিকে। ঠাকুমা গিয়ে নিয়ে আসেন রাধারানিকে। সেই বাপ মেয়েতে দ্বন্দ্ব! 
সমস্যা মেটাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে বোলপুরে কাজের খোঁজে এলেন রাধারানি। অনেক খোঁজাখুঁজির পরে, রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠা কন্যা মীরাদেবীর বাড়িতে মাসমাইনে ও থাকা-খাওয়ার শর্তে কাজে বহাল হলেন। এখানেই প্রতিমাদেবীর সঙ্গে আলাপ হয় রাধারানির। একবার রাধারানিকে তিনি সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, মীরাদেবী রাজি হননি।
মীরাদেবীর বাড়িতেই অনেক গুণী মানুষের সঙ্গে আলাপ হয় রাধারানির। সেখানেই প্রথম দেখা, ধুতির ওপর ফতুয়া পরা অগোছালো চেহারার মানুষটিকে। কালো, ঝাঁকড়া চুল উজ্জ্বল চোখের মানুষটি। প্রথম দেখাতেই আষাঢ় নামে দু’চোখে। তিনি রামকিঙ্কর বেইজ। তত দিনে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন। মীরাদেবীর কাছে এসে রাধারানিকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রামকিঙ্কর। তারও মন টেনেছিল। একবার নয় বারবার। অবশেষে রাজি হন মীরাদেবী।
তবে সংসার সামলানোর পাশাপাশি, তাঁর শিল্পকর্মের সঙ্গেও জড়িয়ে গেলেন রাধারানি। রাধারানিকে নিয়ে নানা শৈল্পিক কাজ করেছেন রামকিঙ্কর। তাঁকে মডেল হিসেবে ব্যবহার করে অনেক ছবি এঁকেছেন, ভাস্কর্যের কাজও করেছেন। সেই সময়ে দু’জনের সম্পর্ক নিয়ে শান্তিনিকেতনে আপত্তিও উঠেছিল। এই খবর পৌঁছে গিয়েছিল রাধারানির বাপেরবাড়ি পর্যন্ত। তবু রামকিঙ্করের মৃত্যুদিন পর্যন্ত রাধারানি কিঙ্করের সঙ্গ ছাড়েননি। বিশ্বভারতীর কর্মকর্তারা আপত্তি জানালেন এই নিয়ে! কিন্তু রামকিঙ্কর অনড়। তাদের বিয়ে হয়নি। তবে কিঙ্কর তাঁকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। দেশিকোত্তম পেয়েছেন রামকিঙ্কর। ছাত্ররা গিয়ে জানালেন, তাঁকে সংবর্ধনা দেবেন। উপাচার্যও থাকবেন সেই অনুষ্ঠানে। রামকিঙ্কর জানালেন, মঞ্চে উপাচার্য এবং তাঁর পাশে সম-মর্যাদায় রাধারানিকে আসন দিলে তবেই তিনি যাবেন। পরে সারা জীবনের সম্বলের কিছু দিয়ে ভুবনডাঙায় একটি খড়ের চালের বাড়ি রাধারানিদেবীর নামে কিনেছিলেন রামকিঙ্কর। সেটাই পরে দোতলা হয়। অনেক ভাস্কর্য সৃষ্টির সাক্ষী এই বাড়িটি এখনও রয়েছে। বাড়িটি রাধারানি তাঁর জীবিত কালে পালিত কন্যা অলকা অধিকারী ও জামাতা অবণী অধিকারীকে দানপত্র করে দিয়ে যান। 
রামকিঙ্করের জীবনের নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছেন রাধারানি। দিল্লিতে রিজার্ভ ব্যাঙ্কের সামনে আজও আছে ২১ ফুটের সেই যক্ষ-যক্ষীর মূর্তি। যার প্রেরণা ছিলেন রাধারানি। ১৯৫৪ সালে রামকিঙ্কর কুলু যাওয়ার পথে দেখলেন তাঁর পছন্দসই পাথর। ভাকড়া-নাঙাল ড্যামের বিশেষজ্ঞদের দিয়ে ব্লাস্ট করিয়ে পাওয়া গেল পাথরের টুকরো। ন্যারোগেজ লাইনের ট্রেনে সেই পাথর আনা ঝকমারি। বদলানো হল ওয়াগনের চেহারা। পাঠানকোটে এসে ব্রডগেজ ট্রেনে সেই পাথর আনা হল দিল্লিতে। ১৯৬৭-তে শেষ হল কাজ। রামকিঙ্কর চিঠিতে রাধারানিকে জানালেন, ‘যক্ষীটা তোমার আদলে। তোমার জন্য অনেকগুলি টাকা পেয়েছি। আমাদের বাড়ি ছেড়ে কখনও যাবে না।’ 
রামকিঙ্করের জীবনের বড় ভরসা হয়ে উঠেছিলেন রাধারানি। প্রতক্ষ্যদর্শীর বিবরণে পাওয়া যায়, চিকিৎসার জন্য শিল্পীকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সে সময়েও রামকিঙ্কর শিশুর মতো কাকুতি মিনতি করেছিলেন রাধারানির কাছে! মৃত্যুকালেও, সে কথা বলে চোখের জল ফেলতেন রাধারানি। ১৯৭৩-৭৪ সালে জন্মদিনে কলাভবন রামকিঙ্করকে অভিনন্দিত করার ব্যবস্থা করেন। রামকিঙ্কর সেদিন সেজেগুজে হাজির, সঙ্গে রাধারানিকে নিয়ে। কলাভবনে রাধারানিকে সসম্মানে আসন দেওয়া হয়েছিল। দিল্লিতে এক ছাত্রের বাড়িতে নিয়ে গিয়েছিলেন স্বামী স্ত্রী’র মতো। কোনও বন্ধু বা ছাত্র ছাত্রী এলে রাধারানিকে দেখিয়ে বলতেন, ‘ওর ফিগার দারুণ ছিল!’ রাধারানি ছিলেন সাধারণ ঘরের মেয়ে, তাঁর মধ্যে যে অসাধারণত্ব লুকিয়ে আছে নিজেই জানতেন না। জেনেছিলেন রামকিঙ্কর। সাধারণ ঘরের মেয়ে অসাধারণ শিল্পীর ছোঁয়াতে অমর হয়ে রইলেন শিল্পে, যক্ষ যক্ষীতে। 
যক্ষীর জন্য রামকিঙ্কর রাধারানির দেহকে অবলম্বন করেছিলেন। আর যক্ষের জন্য নিজের দেহকে। রামকিঙ্কর যক্ষ যক্ষীর আরাধ্য রূপ অন্বেষণ করেছেন। রোমন্থন করছিলেন।
রাধারানি রাতের পর রাত, সংস্কার সরিয়ে রেখে, নারীর স্বাভাবিক লজ্জা দূর করে, নিজের শারীরিক গঠনকে রামকিঙ্করের সামনে তুলে ধরলেন। ধ্যানমগ্ন রামকিঙ্কর বেইজ রাধারানির স্থূল দেহকে স্টাডি করেন। সে নির্মাণ আজ জগৎ বিখ্যাত হয়ে আছে। 
রামকিঙ্কর বেইজের মৃত্যুর পরে তাঁর শিল্পকর্ম বিক্রির অর্থের একটা অংশ পেয়েছিলেন রাধারানি। সে টাকায় তিনি শান্তিনিকেতনের বেশ কয়েকজনকে সাহায্য করেছিলেন। শেষ জীবনে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। ১৯৭৮, ১৮ নভেম্বর রাধারানি ভুবনডাঙার বাড়িতেই শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী রামকিঙ্কর আর রাধারানি প্রায়ই আসতেন অজয়ের কোলে বর্ধমানের ভেদিয়াতে। সেই স্মৃতি আজও আঁকড়ে আছে বর্ধমানের নাম। 
রাধামাধব মণ্ডল  
03rd  August, 2019
ভগিনী নিবেদিতা ও ভারতের স্বাধীনতা সংগ্রাম

ভগিনী নিবেদিতা ভারতের মাটিতে বিপ্লববাদের ভিত গড়ে তুলেছিলেন। নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোব্‌ল। তৎকালীন সমাজের বিদগ্ধ, স্বনামধন্য লেখক, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদদের সঙ্গে মার্গারেটের স্বতঃস্ফূর্ত মেলামেশা, নিত্য ওঠাবসা ছিল। কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনের বুদ্ধিজীবী মহলে এক স্থান দখল করে নেন।
বিশদ

10th  August, 2019
স্বাধীনতার ইতিহাসে দুই জাপানি মহিলা ও রাসবিহারী বসু

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক মহিলা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের মধ্যে দুই বিদেশি মহিলা যাঁরা ভারতীয় না হয়েও ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাঁদের কথা আজ বলি। ভারতীয় মহান বিপ্লবী রাসবিহারী বসুর জীবন রক্ষার্থেই সেই কাহিনী শুরু হয়েছিল।
বিশদ

10th  August, 2019
 মহাত্মা গান্ধীর জীবনে মহিলাদের প্রভাব

জাতির জনক মহাত্মা গান্ধীর (১৮৬৯-১৯৪৮) জীবনে একাধিক নারীর উপস্থিতি লক্ষ করা যায়। গান্ধীর জীবনে এঁরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপস্থিত থেকে গভীর প্রভাব বিস্তার করেছেন। তাঁদের সম্পর্ক কখনও পারিবারিক, কখনও আশ্রমিক, আবার কখনও স্বাধীনতা আন্দোলনকেন্দ্রিক— এমনভাবে বহু স্তর বিভাজিত ছিল।
বিশদ

10th  August, 2019
গৌড়ীয় নৃত্যশিল্পী
মহুয়া মুখোপাধ্যায় 

বঙ্গীয় ধ্রুপদী নৃত্যের বিশেষ নৃত্যশৈলী গৌড়ীয় নৃত্য নিয়ে গবেষণা করেছেন নৃত্যশিল্পী মহুয়া মুখোপাধ্যায়। ছোট শহরে ওঁর জন্ম, কিন্তু অনেক বড় কীর্তির নজির সৃষ্টি করেছেন। সুদীর্ঘ কয়েক দশকের পথচলা।   বিশদ

03rd  August, 2019
প্রভা ও প্রেমের আলোকে কবি সৃষ্ট নারী চরিত্র 

কবিগুরু প্রভা ও প্রেমের আলোকে অতীন্দ্রিয় অনুভূতি দিয়ে সৃষ্টি করেছেন কতই না নারী চরিত্র। কঠোরতা ও কোমলতার সংমিশ্রণে তারা আজও উজ্জ্বল। ২২ শ্রাবণ, কবির মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে তাঁকে তাঁরই সৃষ্টির মাধ্যমে স্মরণ করার সামান্য চেষ্টা করব।  বিশদ

03rd  August, 2019
সমাজ সংস্কারক বিদ্যাসাগর
ও বিধবা বিবাহ প্রচলন

বাংলা সাহিত্যের প্রসার, সংস্কৃত সাহিত্যের সহজসরল অনুবাদ নারী শিক্ষা বিস্তারে বহু প্রবন্ধ লিখে সমাজে আলোড়ন তুলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর সম্মান ও আত্মমর্যাদা রক্ষার্থে সর্বদা সচেষ্ট ছিলেন তিনি। সমাজে বিধবা বিবাহ প্রচলন করে বিদ্যাসাগর বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। বিশদ

27th  July, 2019
২ কোটি টাকার প্রস্তাব
ফিরিয়ে দিলেন সাই পল্লবী

ফর্সা না হলে কপালে তো নানা দুর্ভোগ! পাত্রী পড়াশোনায় তুখোড় হলেও বিয়ে হবে না, ফর্সা না হলে যৌতুক দিতে হবে বেশি। এমনকী এই ফর্সা হওয়ার লড়াই পুরুষরাও চালিয়ে যাচ্ছেন। ফর্সা হওয়ার ক্রিম ও প্রসাধনী মাখলেই আপনি হয়ে উঠবেন অনন্য বা অনন্যা— একথা প্রচার করতে সবচেয়ে বেশি দেখা যায় চলচ্চিত্র তারকাদেরই।
বিশদ

27th  July, 2019
বিধায়কের উদ্যোগে গণবিবাহ

আবারও গণবিবাহের আয়োজন করলেন বিধায়ক পরেশ পাল। প্রতি বছরের মতো এ বছরও ৭ জুলাই ৪৮তম বর্ষে কাঁকুড়গাছি সিআইটি বিল্ডিং-এর সামনের রাস্তাটিতে তৈরি হয় বিশাল বড় বিবাহ আসর। মণ্ডপসজ্জা থেকে শুরু করে ছাদনাতলা সেজে উঠেছিল রজনীগন্ধা, জুঁইফুলে। বিশদ

27th  July, 2019
নারীর সমান অধিকার ৬টি দেশে

সারা পৃথিবীতে গড়ে পুরুষদের তিন ভাগের এক ভাগ মাত্র অধিকার ভোগ করেন নারীরা। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, মাত্র ছয়টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। বিশদ

27th  July, 2019
পুরাণের ধূসর পাতায় ঘুমিয়ে
থাকা এক অনামা নারী সুকন্যা

আমরা রামায়ণ, মহাভারত সহ নানা পুরাণ কথায় নারীর বীরত্বের পাশাপাশি ভয়ঙ্কর অবমাননা, কুৎসিত অপমান ও নিদারুণ অসম্মান লক্ষ করেছি। কোনও সময় দেখেছি দাঁতে দাঁত চেপে নারীর লড়াই। ক্রোধ, সন্দেহ, অশ্রু, আবেগ নিজের বুকে লুকিয়ে মাথা নিচু করে মেনে ও মানিয়ে নেওয়ার ইতিহাস পাতার পর পাতা জুড়ে ছড়িয়ে রয়েছে।
বিশদ

27th  July, 2019
পরিবর্তনের ঢেউ লেগেছে মুসলিম সমাজে 

একবিংশ শতাব্দীতে পদার্পণের আগে মুসলিম সমাজে নারী স্বাধীনতা প্রহসন ছিল বললে অত্যুক্তি হয় না। মাত্র কয়েক দশক আগেও মুসলিম নারী ছিল অন্তঃপুরবাসিনী। অবগুণ্ঠনের আড়াল থেকেই তাদের বিশ্বদর্শন হতো। কিন্তু সেই চিত্র আজ অনেকটাই বদলে গিয়েছে।  বিশদ

20th  July, 2019
মেয়েদের হার্টের পক্ষে
নাইট শিফট ক্ষতিকারক 

এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপাতদৃষ্টিতে নারীর সঙ্গে পুরুষের পার্থক্যের সীমারেখা প্রায় ঘুচেই গিয়েছে বলা যায়। এখন পুরুষদের সঙ্গে নারীরাও সমানতালে সবকিছুই করছে। সে কঠিন বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে টোটো চালানো পর্যন্ত প্রায় সবকিছুই। একসময় যে নাইট শিফটে কাজ শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এখন সেখানেও মেয়েদের মৌরুসিপাট্টা। বিশদ

20th  July, 2019
মহিলাদের সুস্থ রাখতে যোগাসন 

দেশের মতোই বিদেশেও এখন যোগাসনের দারুণ কদর। যোগাসনের দ্বারা মহিলাদের সুস্থ থাকার কয়েকটা উপায় জানালেন মার্কিন যোগ ফেডারেশনের কর্ণধার রাজশ্রী চৌধুরী। তাঁর মুখোমুখি কমলিনী চক্রবর্তী। 
বিশদ

20th  July, 2019
সিনেমা আমার প্রথম প্রেম: ঐন্দ্রিলা সাহা 

রাজা বিক্রমাদিত্যের রাজত্বকালে খনা নামে এক জ্যোতির্বিদ্যায় পারদর্শী এবং বিদুষী নারী ছিলেন। বরাহপুত্র মিহিরের সঙ্গে তাঁর বিবাহ হয়। খনা তাঁর বচন রচনার মাধ্যমেই সকলের কাছে পরিচিতি লাভ করেন। খনার ভবিষ্যৎ বাণীগুলি খনার বচন নামে পরিচিতি পায়। সেই খনার জীবন নিয়ে কালারস বাংলায় শুরু হয়েছে মেগা ধারাবাহিক ‘খনার বচন’। আজ আমরা খনা তথা ঐন্দ্রিলা সাহার মুখোমুখি। 
বিশদ

13th  July, 2019
একনজরে
সৌম্যজিৎ সাহা, কলকাতা: এবার গ্রামাঞ্চলের ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবরেটরির পুরনো পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। নতুন যন্ত্রপাতি কেনা এবং পরিকাঠামো তৈরি করতে তারা অনুদান দেবে বলে ঠিক করেছে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেদারে চুরি হচ্ছে জল। নির্বিকার প্রশাসন। বিধাননগর পুরসভার অন্তর্গত সুকান্তনগর সহ ৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডে এই সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। পুরসভা সূত্রের দাবি, এই অভিযোগ আরও কয়েকটি এলাকা থেকে মাঝেমধ্যে আসছে। তবে সুকান্তনগর এলাকা থেকে সর্বাধিক ...

সংবাদদাতা, গাজোল: সোমবার সকালে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়া গ্রামে অকেজো জলাধারটি সংস্কার করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এই পদক্ষেপে বাসিন্দারা খুবই খুশি হয়েছেন। এখন তাঁদের জলের আর সমস্যা হবে না।   ...

সংবাদদাতা, কাঁথি: খেজুরি থানার হেঁড়িয়ায় দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে এক দুর্ঘটনায় তিনটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ানজুলিতে গিয়ে পড়ে। এই ঘটনায় জখম হন চারজন পর্যটক। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,
১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম,
১৯৩৩- অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম,
১৯৪৬- ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু,
১৯৬৩- অভিনেত্রী শ্রীদেবীর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,১৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,১৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৭২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
12th  August, 2019

দিন পঞ্জিকা

২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/১৫ দিবা ১/৪৭। উত্তরাষাঢ়া অহোরাত্র। সূ উ ৫/১৬/২১, অ ৬/৭/৯, অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৭/৯ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১১/১৯ গতে ২/১৮ মধ্যে, বারবেলা ৬/৫২ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৪ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫৪ মধ্যে। 
২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/৩৩/১১ দিবা ১/৫২/৩৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/১৫/১৭, অ ৬/৯/২৫, অমৃতযোগ দিবা ৭/৫১ গতে ১০/২২ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩৪ মধ্যে ও ৩/২৪ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৬/৪০ মধ্যে ও ৮/৫৮ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩২ গতে ৩/৩ মধ্যে, বারবেলা ৬/৫২/৩ গতে ৮/২৮/৪৯ মধ্যে, কালবেলা ১/১৯/৭ গতে ২/৫৫/৫৩ মধ্যে, কালরাত্রি ৭/৩২/৩৯ গতে ৮/৫৫/৫৩ মধ্যে। 
মোসলেম: ১১ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। বৃষ: প্রেমে সার্থকতা আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ...বিশদ

07:03:20 PM

অপসারিত নদীয়ার জেলাশাসক পবন কাদিয়ান 
এক ডব্লুবিসিএস অফিসারকে ফোন করে হুমকি দেওয়ায় অভিযুক্ত নদীয়ার জেলাশাসক ...বিশদ

05:30:59 PM

বিধানসভার স্ট্যাঠন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন 
বিধানসভার মৎস্যা বিষয়ক স্ট্যাকন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। ...বিশদ

05:13:35 PM

টালিগঞ্জ থানায় হামলার ঘটনায় আটক ৪

04:48:00 PM

২৪ তারিখ থেকে ৩ দিন হাওড়ার বঙ্কিম সেতুতে যান নিয়ন্ত্রণ 
মেরামতির জন্য ২৩ আগস্ট সকাল ছ’টা থেকে ২৫ আগস্ট রাত ...বিশদ

04:15:05 PM