কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
সকাল সন্ধে হাওয়ায় শিরশিরে ঠান্ডাভাব। তেমন জোরালো ঠান্ডা পড়েনি, কিন্তু শুধু শার্ট বা কটন ড্রেস পরলে যেন একটু অস্বস্তি হচ্ছে। এই সময় পরার জন্য নিটেড উলেন থ্রেডের পোশাকে হাত বাড়াতে পারেন। উজ্জ্বল রঙের কম্বিনেশনে নানা ধরনের নিটেড মেটিরিয়ালের ড্রেস এসেছে বাজারে। প্রায় সব নামী ব্র্যান্ডই এখন হালকা শীতের জন্য এই মেটিরিয়ালটি ব্যবহার করছে। কী কী ধরনের পোশাক হচ্ছে নিটেড মেটিরিয়ালে তা জানাই আপনাদের।
মেয়েদের জন্য
প্রতি বছর প্রত্যেকটা সিজনে মেয়েদের জন্য বেশ কিছু নতুন সম্ভার আসে বাজারে। প্রথম ছবিতে সৌরসেনী যে মালটিকালার্ড নি-লেন্থ নিটেড ড্রেসটি পরেছে সেটি ‘টু বি মি’ ব্র্যান্ডের। জানা গেল, এবারের উইন্টারওয়্যারে শীর্ষস্থান দখল করেছে এই নিটেড ফ্যাব্রিক ও সোয়েট মেটিরিয়াল। কারণ দুটি মেটিরিয়ালই খুব হেভি নয় এবং আরামদায়ক। নিটেড ফ্যাব্রিকে তৈরি হয়েছে নি-লেন্থ ড্রেস, অ্যাঙ্কেল লেন্থ গাউন, ফুলস্লিভ টপ, প্যারালাল প্যান্ট এবং অনেক ধরনের ফ্রন্টওপেন হুডি জ্যাকেট। কলেজ থেকে অফিস, আউটিং থেকে আড্ডা সেশন— সব জায়গাতেই মানিয়ে যায় নিটেড উইন্টার ওয়্যার।
ছেলেদের জন্য
কে বলেছে স্টাইল ফ্যাশন শুধু মেয়েদের জন্য? এখন পুরুষদের জন্যও প্রতি সিজনে নতুন লুকের পোশাক তৈরি করে ছোট থেকে বড় প্রায় সব ব্র্যান্ড। দ্বিতীয় ছবিতে আমাদের
মডেল রবি যে নিটেড পুলওভার স্টাইল পোশাকটি পরেছে সেটি ‘প্যান্টালুনস’ থেকে নেওয়া। এখানে ছেলেদের উইন্টার কালেকশনে প্রাধান্য পেয়েছে নিটেড ফ্যাব্রিকই। কারণ এখন এখানে যা ঠান্ডা পড়ে তাতে খুব ভারী উলেন পুলওভারের প্রয়োজন হয় না। তাই কমফর্টেবল নিটেড পুলওভার চাইছেন সকলেই। মালটিকালার্ড ডিজাইনার পুলওভার-টিশার্ট যেমন পাবেন তেমনই সিঙ্গল কালারেও পাবেন। রেড, ব্ল্যাক, গ্রে,লেমন ইয়ালো, স্কাই ব্লু, রাস্ট ইতযাদি রঙের খুব চাহিদা। জিনসের সঙ্গে বা কটন ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে বেশ মানিয়ে যায়।
নিটেড পুলওভার-টিশার্টের পাশাপাশি নিটেড জ্যাকেটেরও এবার চাহিদা রয়েছে। ফ্রন্টওপেন হুড দেওয়া নিটেড জ্যাকেট পছন্দ করছেন সব বয়সের স্টাইলিশ পুরুষই। জ্যাকেটে সোয়েট ফ্যাব্রিকও ভালো চলছে বলে জানা গেল। এখানেও রঙের ছড়াছড়ি।