Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বেকারত্ব, উৎপাদন, মুদ্রাস্ফীতি, গরিব উপেক্ষিত
পি চিদম্বরম

সরকারের দেওয়া শুকনো প্রতিশ্রুতি সম্পর্কে আমি সাধারণত সন্দেহ পোষণ করে থাকি। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি সময়সূচি মেনটেন করতে পছন্দ করি। আর চাই কাজের শেষে একটি পারফর্ম্যান্স রিপোর্ট থাকবে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি বা তাঁর সরকারের তরফে দেওয়া কিছু প্রতিশ্রুতির উদাহরণ দিচ্ছি। বলা বাহুল্য, এগুলির কোনোটিই রক্ষা করা হয়নি।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, ২০২২ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ হয়ে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। —‘দ্য হিন্দু’, ২০ সেপ্টেম্বর, ২০১৪।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, ২০২২ সালে ভারতের প্রতিটি বাড়িতে সর্বক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ থাকবে। —সংবাদ সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে লিখেছিল ‘বিজনেস স্ট্যান্ডার্ড’, ৪ সেপ্টেম্বর, ২০১৫।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, ২০২২ সালের মধ্যে প্রতিটি ভারতবাসীর নিজস্ব বাড়ি হবে। —‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
• ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। —‘দ্য হিন্দু’, ২০ জুন, ২০১৮।
• ২০২২ সালের মধ্যে ভারতে বুলেট ট্রেন বাস্তব রূপ পাবে। ওমানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। —ইনফো.কম, ছবি, ‘গত বছর, মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’।
আমি ভেবে পাচ্ছি না ২০২২ সালটা আমরা ফেলে এসেছি নাকি সেটি সামনের দিকে! 
অর্থের নির্দিষ্ট পরিমাণ 
২০২৫-২৬ সালের বাজেটে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ৭টি প্রকল্প, ৮টি মিশন এবং ৪টি তহবিল। এইসব প্রকল্প এবং মিশনের অনেকের জন্যই কিন্তু কোনও অর্থ এখনও বরাদ্দ করা হয়নি। স্বভাবতই, বাজেট বিতর্কের সময় অনেক সাংসদই মাননীয় অর্থমন্ত্রীকে বাজেটের সংশ্লিষ্ট অঙ্ক সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন।
বাজেট হল টাকাকড়ি সম্পর্কিত একটি বিষয়। বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ এবং ব্যয় করা হয় নির্দিষ্ট সংখ্যায়। অর্থমন্ত্রী বাজেটে নির্দিষ্ট অঙ্ক বা সংখ্যার পরিবর্তে ‘অনুপাত’-এর আশ্রয় নিয়েছেন। উদাহরণ হিসেবে জানানো যায়, তিনি স্বীকার করেছেন যে ঘোষিত ১ লক্ষ কোটি টাকার আয়কর ছাড়ের ফলে লাভবানদের মধ্যে আছেন ‘ধনী’ (যাঁদের বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি), ‘ভেরি রিচ’ (যাঁদের বার্ষিক আয় ১০০ কোটি টাকার বেশি) এবং ‘সুপার রিচ’ (যাঁদের বার্ষিক আয় ৫০০ কোটি টাকার অধিক) আয়করদাতারাও। অথচ অর্থমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন যে, তিনি আনুপাতিকভাবে ধনীদের সামান্যই সুবিধা দিয়েছেন! তিনি যে প্রশ্নের উত্তর দেননি তা হল, ‘যাঁদের বার্ষিক আয় ১ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা—তাঁদের কি আদৌ কোনও রিলিফ বা সুবিধা পাওয়া উচিত?’ প্রতিটি অর্থনৈতিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকে ন্যায্যতা এবং নৈতিকতার নীতি। মোদি সরকার অনেক আগেই ‘প্রিন্সিপল অফ ইকুইটি অ্যান্ড মরালিটি’ পরিত্যাগ করেছে। ‘কর ছাড়’ দেওয়ার সময়, একইসঙ্গে অর্থমন্ত্রী কর্তব্যপরায়ণভাবে তাঁর নেতাকেই অনুসরণ করেছেন।
মূলধনী ব্যয় ছাঁটাইয়ের ব্যাখ্যা দিতে নেমে 
অর্থমন্ত্রী একই কৌশল নিয়েছিলেন। বাস্তবে ‘ছাঁটাইগুলি’ নিম্নরূপ:
 নিঃসন্দেহে, ২০২৪-২৫ সালে কেন্দ্রীয় সরকারের মূলধনী ব্যয় ছাঁটা গিয়েছে ৯২,৬৮২ কোটি টাকা। আর মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে প্রদত্ত অনুদান ৯০,৮৮৭ কোটি টাকা কমানো হয়েছিল।
মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) অনুপাতে কোনোরকম ব্যয় সংকোচনের কথা অর্থমন্ত্রী অস্বীকার করেছেন। বরং তিনি জোরের সঙ্গেই বলেছেন যে, ২০২৫-২৬ সালের বাজেট এস্টিমেট বেশিই ধরা হয়েছে। বেশ, ধরে নেওয়া গেল যে ২০২৫-২৬ সালের এস্টিমেট যথার্থই হয়েছে। তবু ২০২৫-২৬ সালেও ব্যয়ের উপর কোপ পড়বে না, তার কী এমন গ্যারান্টি রয়েছে? সংগত প্রশ্ন জাগে, ২০২৫-২৬ সালে মূলধনী বা স্থায়ী সম্পদ সৃষ্টির জন্য রাজ্যগুলিকে প্রতিশ্রুত অনুদানের পরিমাণ ২০২৪-২৫ সালের মতোই কমিয়ে দেওয়া হবে না তো?
খারিজ সমতা, নৈতিকতা
কাটছাঁট কোথায় করা হয়েছে? মূলধনী এবং রাজস্ব ব্যয়—দুটি দিকই বিবেচনার প্রেক্ষিতে বলতে হয় যে ২০২৪-২৫ সালে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রেই কাটছাঁটগুলি করা হয়েছিল:
উপর্যুক্ত ক্ষেত্রগুলিতে ব্যয় হ্রাসের ফলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? গরিব লোকজন। অর্থমন্ত্রীর ‘উদারনৈতিক’ আয়কর ছাড়ের ফলে উপকৃত হচ্ছেন কারা? দরিদ্ররা নন।
অর্থমন্ত্রী সত্যিই যদি ন্যায়বিচার এবং নীতি বজায় রাখতে চাইতেন, তাহলে তিনি পণ্য ও পরিষেবা কর (জিএসটি) হার কমিয়ে দিতে পারতেন। তিনি এছাড়াও পারতেন পেট্রল ও ডিজেলের উপর কর হ্রাস করতে। অথবা তিনি ১০০ দিনের কাজের গ্যারান্টি স্কিমের (মনরেগা) দৈনিক মজুরি বাড়াতে পারতেন, অথবা সকল ধরনের কর্মসংস্থানে আইনিভাবেই বাড়িয়ে দিতে পারতেন ন্যূনতম মজুরি। তাহলে গরিব মানুষজন খরচের জন্য তাঁদের হাতে একটু বেশি টাকা পেতে পারতেন। 
হাস্যকর জবাব
বিকাল ৪টায় রাজ্যসভায় অর্থমন্ত্রী তাঁর 
জবাব দেওয়া শুরু করেন। সাংসদরা তাঁর 
বিতর্কের ধরন সম্পর্কে অবগত এবং তিনি তাঁদের হতাশও করেননি। বিকেল ৫টা ২০ মিনিটে তিনি মনমোহন সিংয়ের প্রজ্ঞা এবং ১৯৯১ সালের দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করে ওঠেন। নির্মলা সীতারামন এই সিদ্ধান্তে উপনীত হন যে, প্রধানমন্ত্রী 
মনমোহন সিংয়ের এক দশকের জমানা সংস্কারের ক্ষেত্রে ‘ঘুম পাড়ানি গান’ হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে। বিকেল সাড়ে ৫টায় তিনি দরিদ্রদের উপহাস করে বলেন, ‘কোনও গরিব জয়া (বচ্চন) নেই! আপনারা সবাই গরিব; গরিব আমিও।’ কয়েক মিনিট পরে আপ সাংসদ রাঘব চাড্ডাকে উপহাস করে নির্মলা সীতারামন বলেন, ‘আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি এটা কি ঠিক ভাবছি?’ সন্ধ্যা ৬টার মিনিটখানেক বাদে অর্থমন্ত্রী তাঁর জবাবে ইতি টানেন। 
ক্রমবর্ধমান বেকারত্বের হার বা সঙ্কুচিত ম্যানুফ্যাকচারিং সেক্টর সম্পর্কে অর্থমন্ত্রী একটিও 
কথা বলেননি। মুদ্রাস্ফীতি, থমকে যাওয়া মজুরি 
কিংবা ক্রমবর্ধমান পারিবারিক ঋণ সম্পর্কে 
কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা খাতে অব্যবহৃত বাজেট বরাদ্দ অর্থ সম্পর্কেও অর্থমন্ত্রী স্পিকটি নট! তফসিলি জাতি (এসসি) অথবা তফসিলি জনজাতির (এসটি) অবস্থা সম্পর্কে একটিও কথা বলেননি নির্মলা সীতারামন। ভারতের জনসংখ্যার নীচের দিকের ৫০ শতাংশ সম্পর্কে একটিও কথা শোনা গেল না তাঁর জবাবি ভাষণে। গরিবদের মধ্যে সবচেয়ে গরিব সম্পর্কে একটিও কথা বলেননি তিনি। রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি অনুসারে, তারা ভারতের জনসংখ্যার ১৪.৯৬ শতাংশ বা ২১ কোটি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে ভারতে গরিব মানুষের কোনও অস্তিত্বই নেই!
উপদেবতাগণ তাঁদের ক্ষমা করুন।
লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
রাজনীতির ওঠাপড়া

এই রাজ্যের দুই প্রধান বিরোধী দলের গ্রহণযোগ্যতা শূন্যে উড়ে বেড়ানো দিশাহীন বেলুনের মতো! আসলে আসন্ন নির্বাচনে সিপিএম, বিজেপি কেউ ক্ষমতা দখলের জন্য লড়াই করছে না। সিপিএম লড়ছে শূন্যের গ্লানি মোচনের লক্ষ্যে। যদিও তাও খুব সহজ হবে না। আর বিজেপি লড়ছে, গতবারের ৭৭টি আসনের অন্তত অর্ধেক আসনে মানরক্ষার টার্গেট হাতে নিয়ে।
বিশদ

23rd  February, 2025
ছেঁড়া কাঁথা, তবুও লাখপতি হতে চায় বিজেপি

বঙ্গ বিজেপির অবস্থা যত করুণই হোক না কেন, ‘ভোট পুজো’র ঢাকে কাঠি পড়লেই দিল্লির নেতাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। ফের বাড়বে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা। কিন্তু তাতে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলাবে না। কারণ বিজেপি আছে টিভিতে, বামেরা আছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মমতা আছেন মাঠে, ময়দানে, মানুষের পাশে। তাই মাটি দখলের লড়াইয়ে তিনিই এগিয়ে যান অনায়াসে।
  বিশদ

22nd  February, 2025
ব্যর্থ নবরত্নসভা এবং দিল্লির নারী মুখ্যমন্ত্রী 
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদির আমলে মনোনীত বিজেপি’র প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তাকে কি দৃষ্টান্তমূলক এক সফল শাসক হয়ে ওঠার সুযোগ আদৌ তাঁর দল দেবে? এটা কিন্তু এক বড়সড় সুযোগ বিজেপির কাছে। প্রমাণ করা যে, তারা নারী ক্ষমতায়নের একটি জোরদার উদাহরণ স্থাপন করে যাচ্ছেন। নাকি দিল্লির মুখ্যমন্ত্রী আর একজন পুতুল হবেন?
বিশদ

21st  February, 2025
‘আত্মঘাতী বাঙালি’র মুখের ভাষা আজ বিপন্ন
তাপসী দাস

সাহেবদের ভাষা বিহনে এখন উচ্চশিক্ষার জগৎ অন্ধকার। শৈশব থেকে তাই ইংরেজি শিখতে হবে। কিন্তু তার সঙ্গে মাতৃভাষা বাংলা ভুলতে হবে কেন? তাকিয়ে দেখুন, দক্ষিণ ভারতের দিকে। ইংরেজি সেখানেও স্বমহিমায় বিরাজমান। তবে কখনওই মাতৃভাষাকে বিসর্জন দিয়ে নয়। আজ দক্ষিণ ভারতের ছেলেমেয়েরা দেশ-বিদেশ সর্বত্রই উচ্চ পদমর্যাদার চাকরিতে বহাল। অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যদি ভাষাকে যুক্ত করা না যায়, তবে সেই ভাষা একদিন হারিয়ে যেতে বাধ্য।
বিশদ

21st  February, 2025
মিস্টার কো-প্রেসিডেন্ট!
মৃণালকান্তি দাস

মাস্ক এমনভাবে মার্কিন কংগ্রেসের উপরও ছড়ি ঘোরাতে শুরু করেছেন, যেখানে বিভ্রান্ত রিপাবলিকান পার্টির মাথারাও। মাস্ক একেবারে ট্রাম্প সুলভ। প্রতিদিনই কার্যত উল্টোপাল্টা কিছু না কিছু বলেই চলেছেন। সারাক্ষণ সংবাদমাধ্যমের চর্চায় থাকতে ভালোবাসেন। ফলে রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের প্রশাসনে মাস্কের প্রভাব বাড়ছে দিন-দিন। ‘মাস্কম্যানিয়া’ নামে একটা শব্দই তৈরি হয়ে গিয়েছে আমেরিকায়।
বিশদ

20th  February, 2025
নতুন লড়াইয়ে দৃপ্ত হবে একুশের ময়দান
সন্দীপন বিশ্বাস

বাংলাদেশে উন্মত্ত এই নতুন প্রজন্ম কি চেনে আব্দুল গাফফার চৌধুরীকে? এই মুহূর্তে যারা দাপাদাপি করে দেশটাকে আর একটা পাকিস্তান বানাতে চাইছে, তারা কি চেনে আব্দুল লতিফ কিংবা আলতাফ মামুদকে? এই আত্মঘাতী প্রজন্ম চেনে না রফিক, আজাদ, জব্বারকেও।
বিশদ

19th  February, 2025
সমাজে আলোর দিশারি দুই চিরজাগ্রত আলোকবর্তিকা
অতূণ বন্দ্যোপাধ্যায়

শীতের শেষ বসন্তের আগমন। বসন্ত যেন নতুনের শুরু। প্রকৃতি এই সময় শীতের রুক্ষতা ত্যাগ করে নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে। শীত বিদায়ের সঙ্গে সঙ্গে গাছে গাছে গজিয়ে ওঠা নতুন কচি কচি পাতায় প্রকৃতি তার অপরূপ রূপে সেজে ওঠে। ফুল ফোটে।
বিশদ

18th  February, 2025
তথ্য গোপনে প্রাপ্তিটা কী?
শান্তনু দত্তগুপ্ত

কুম্ভ থেকে দিল্লি
কিছুই তো হয়নি! পদপিষ্ট? না না, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। এটাই প্রাথমিক বয়ান। প্রয়াগের কুম্ভ থেকে দিল্লি স্টেশন পর্যন্ত। চারদিকে পড়ে আছে মৃতদেহের স্তূপ।
বিশদ

18th  February, 2025
বাজেটে পরিত্যক্ত উপদেবতারা 
পি চিদম্বরম

 

তামিল ভাষায় একটি প্রবাদ আছে এইরকম: ‘পেটে টান পড়লে দশটার মধ্যে দশটাই উড়ে যাবে’। দশটি হল সম্মান, বংশ, শিক্ষা, উদারতা, জ্ঞান, দান, তপস্যা, প্রচেষ্টা, অধ্যবসায় এবং আকাঙ্ক্ষা। আধুনিক যুগে, নির্বাচনের সময় দশটি—এবং আরও—অনেক গুণ অদৃশ্য হয়ে যায় বলে মনে হয়।
বিশদ

17th  February, 2025
বিকশিত গেরুয়া, দেশ ও মানুষ সেই তিমিরেই?

বিকশিত ভারত, না বিকশিত বিজেপি। গেরুয়া নেতামন্ত্রীদের লাফিয়ে সম্পদ বৃদ্ধি, না গরিবের ঘরে দু’মুঠো খাবার? ‘মেক ইন্ডিয়া গ্রেট’ যেন শেষে ‘মেক বিজেপি গ্রেট’-এ পর্যবসিত না হয়। তাহলে ইতিহাস কিন্তু দেশের স্বঘোষিত ‘বিশ্ব কাঁপানো সেবক’কে ক্ষমা করবে না।
বিশদ

16th  February, 2025
বাংলা যে দিল্লি নয় জানে বিজেপিও
তন্ময় মল্লিক

২৭ বছর পর দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল হারায় বঙ্গ বিজেপি প্রচণ্ড উত্তেজিত। তাই একুশে সংখ্যাগরিষ্ঠতার অর্ধেক পুঁজি জোগাড়ে ব্যর্থ হয়েও বাংলায় সরকার গড়ার হুঙ্কার দিচ্ছে। 
বিশদ

15th  February, 2025
ভারতের ডিপসিক মোমেন্ট
সুদীপ্ত রায়চৌধুরী

‘সবার মুখে একটা কথা প্রায়ই শুনি... কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আমেরিকা ও চীনের মধ্যে কমপক্ষে এক-দু’বছরের ব্যবধান থাকবেই। কিন্তু বাস্তবে ব্যবধান সময়ের নয়। আসল ব্যবধান হল নিজস্বতা ও অনুকরণের মধ্যে। যদি সেখানে পরিবর্তন না আসে, তাহলে চীনকে আজীবন অনুগামী হয়েই থেকে যেতে হবে।’
বিশদ

15th  February, 2025
একনজরে
একগাল হাসি মুখে। চোখে-মুখে পরিতৃপ্তি! বিরাট কোহলি যখন জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন টিম ইন্ডিয়াকে, ড্রেসিং-রুমে এই মেজাজেই দেখা গিয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ছক্কা ...

চলতি অর্থবর্ষ শেষ হতে আর এক মাসের কিছু বেশি সময় বাকি। তার আগে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ সংক্রান্ত পর্যালোচনা করতে গিয়ে চক্ষু চড়কগাছ পঞ্চায়েত দপ্তরের। বিভিন্ন জেলা থেকে যে তথ্য তাদের কাছে এসেছে, তাতে দেখা যাচ্ছে, প্রায় ১০০টি গ্রাম ...

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার একটি খুনের মামলার অভিযুক্ত গ্রেপ্তারি এড়াতে দীর্ঘ ১৬ বছর দুবাইতে আত্মগোপন করেছিল। তারই মধ্যে সে পুলিসের নজর এড়িয়ে ১২ থেকে ১৪ বার ভারতে আসে। বাড়িতে না ঢুকে সে থাকত রা঩জ্যের বিভিন্ন প্রান্তে। ...

ফটো, ফটোকপি, ক্যুরিয়র সার্ভিস, আঙুলের ছাপ সহ ১৭টি কাজের খরচ দিতে হবে বিদেশ যেতে চাওয়া গরিব শ্রমিকদেরই। পাসপোর্ট, ভিসা সহ কনস্যুলার সার্ভিস পেতে গেলে আবেদনকারী শ্রমিককেই দিতে হবে যাবতীয় খরচ। সরকার কোনও খরচ করবে না। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

কেন্দ্রীয় শুল্ক দিবস
১৩০৪ - বিখ্যাত পরিব্রাজক ইবন বতুতার জন্ম
১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়
১৯২৪ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী তালাত মাহমুদের জন্ম
১৯৩১- বিশিষ্ট অভিনেতা তরুণকুমারের জন্ম
১৯৩৯-বিশিষ্ট অভিনেতা জয় মুখার্জির জন্ম
১৯৪৮- তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন
১৯৫২- ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়, কয়েক দিন পরেই এটি পুলিস ধ্বংস করে দেয়
১৯৫৫- অ্যাপল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম
১৯৫৯ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির জন্মদিন
১৯৬৩- চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনসালির জন্মদিন
১৯৭২- অভিনেত্রী পূজা ভাটের জন্মদিন
১৯৮২- আর্জেন্টাইন ফুটবলার ইমানুয়েল ভিলার জন্ম
১৯৮৩- দাবারু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জন্মদিন
১৯৯৩- ইংরেজ ফুটবলার ববি মুরের মৃত্যু
১৯৯৮- অভিনেত্রী ললিতা পাওয়ারের মৃত্যুদিন
২০১১- কমিক্স বইয়ের জনক অনন্ত পাইয়ের মৃত্যুদিন
২০১৮- দুবাইয়ের হোটেলে মৃত্যু অভিনেত্রী শ্রীদেবীর



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  February, 2025
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  February, 2025

দিন পঞ্জিকা

১২ ফাল্গুন, ১৪৩১, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫। একাদশী 
১৯/৮ দিবা ১/৪৫। পূর্বাষাঢ়া নক্ষত্র ৩২/১৩ রাত্রি ৬/৫৯। সূর্যোদয় ৬/৬/৪, সূর্যাস্ত ৫/৩৩/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৫ মধ্যে। বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে।
১১ ফাল্গুন, ১৪৩১, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫। একাদশী দিবা ১০/৪৩। পূর্বাষাঢ়া নক্ষত্র অপরাহ্ন ৪/৩৯। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৫/৩৩। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ১০/৩৫ গতে ১২/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২১ গতে ২/৩৬ মধ্যে কালবেলা ৭/৩৪ গতে ৯/০ মধ্যে ও ২/৪২ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/১৬ গতে ১১/৫১ মধ্যে।
২৫ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগান, পরপর দু’বার এই খেতাব জিতল সবুজ-মেরুন শিবির

23-02-2025 - 11:55:09 PM

এক্সিট পোলের হিসেব অনুযায়ী জার্মানির জাতীয় নির্বাচনে জয়ী ফ্রেডরিচ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট

23-02-2025 - 11:13:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি

23-02-2025 - 10:21:00 PM

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন কোহলি

23-02-2025 - 10:14:41 PM

মুর্শিদাবাদের বেলডাঙায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক মহিলা ও শিশু

23-02-2025 - 10:01:00 PM

দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে বাইকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু

23-02-2025 - 10:01:00 PM