বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
প্রণালী: চিকেনের টুকরোয় নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কেওড়া জল, শাহী বিরিয়ানি মশলা ও টক দই মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। বাসমতী চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। তারপর হাঁড়িতে ৬ কাপ জল ফোটান। তাতে নুন দিন। সাদা কাপড়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জৈত্রী গুঁড়ো পুঁটলির মতো করে বেঁধে হাঁড়িতে ফেলে দিন। জল ফুটলে চাল দিন। ৮০ শতাংশ সেদ্ধ করে নামান। বাড়তি জল ঝরিয়ে নিন। পুঁটুলির মশলাটা রেখে দিন। গরম দুধে জাফরান গুলে রাখুন। ম্যারিনেট করা মাংস কষান। হঁড়িতে ঘি গরম করে নিন। একটা বাটিতে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর মিশিয়ে নিন। হাঁড়ির তলার দিকে তেজপাতা বিছিয়ে দিন। স্তরে স্তরে আলু, মাংস, ভাত, বেরেস্তা, একটু শাহী বিরিয়ানি মশলা সাজান। কেওড়া জলের মিশ্রণ দিন। শেষে জাফরান দিন। হাঁড়ি দমে ৩০ মিনিট রাখুন। আঁচ বন্ধ করে ১০ মিনিট বাদে ঢাকা খুলে সার্ভ করুন।