নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
দাঁতন-১ ব্লকের কাঠ ব্যবসায়ীদের নবম সম্মেলন আয়োজিত হল। রবিবার দাঁতনের চাউলিয়ায় ওই সম্মেলনের উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। সেখানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস, দাঁতন-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবল মাইতি, জেলা সভাপতি অশোক জানা সহ অন্যরা উপস্থিত ছিলেন।সম্মেলনে কাঠ ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার নিত্যদিনের সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসা করতে গিয়ে তাঁদের প্রশাসনের তরফে কী কী সমস্যার মুখে পড়তে হয়, কী কী সহযোগিতা মেলে-সেসবও তাঁরা বিধায়কের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পাশাপাশি শতাধিক মানুষের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।সংগঠনের দাঁতন জোনের সম্পাদক অদ্বৈত বারিক বলেন, সাধারণ মানুষের কিছু সুবিধার জন্য আমরা এই পেশায় রয়েছি। কিন্তু আমরা এটা জানি যে, বৃক্ষচ্ছেদন পরিবেশের পক্ষে ক্ষতিকর। তাই আমরা সমস্ত কাঠ ব্যবসায়ীকে বার্তা দিয়েছি, ‘একটি গাছ, একটি প্রাণ। একটি গাছ কাটুন, দু’টি গাছ লাগান।’ প্রশাসনের পাশাপাশি কাঠ ব্যবসায়ীদেরও পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে হবে। তাই আগামী আষাঢ় মাসে আমাদের এলাকায় দু’হাজার গাছ লাগানো ব্যবস্থা করেছি। যাতে এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বিধায়ক বিক্রমবাবু বলেন, কাঠ ব্যবসায়ীদের সংগঠনের তরফে যেভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে স্বাগত জানাই। তবে আমার অনুরোধ, তাঁরা যেন আম, জাম, শিরীষ, ছাতিম প্রভৃতি দেশীয় গাছ লাগাতে উদ্যোগী হন।-নিজস্ব চিত্র