Bartaman Patrika
সম্পাদকীয়
 

হম্বিতম্বিই সার!

ভ্রাতৃভাব ভাবি মনে, দেখ দেশবাসিগণে,/ প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।/ কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি,/ বিদেশের ঠাকুর ফেলিয়া।।’ লিখেছিলেন উনিশ শতকের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাঁর এই সাহসী স্বদেশ চেতনার প্রশংসা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘মাতৃসম মাতৃভাষা’র কথাও উত্থাপন করেন। তাঁর আক্ষেপ, ঈশ্বর গুপ্তের পরের প্রজন্মও এই জরুরি সত্য উপলব্ধি করেনি, বরং উল্টো দিকেই মুখ করে ছিল। তাঁর এই আক্ষেপের কথা এখন বারবার মনে আসে অনেকের। তা ফের এল আর জি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিসের নীরব ভূমিকার পাশে ভারিক্কি নামের সিবিআইয়ের লম্ফঝম্প দেখে। আর জি করে তরুণী ডাক্তারকে নির্যাতনের ঘটনা নিয়ে গোটা রাজ্য তো বটেই, সারা দেশ, এমনকী বিশ্বজুড়ে বঙ্গসন্তানদের মধ্যে তোলপাড় চলে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে কলকাতা পুলিস। মূল সন্দেহভাজনকে অতিদ্রুত গ্রেপ্তার করে এবং পুরো অপরাধের কিনারাও তাড়াতাড়ি করে ফেলার আশায় ছিল তারা। কিন্তু নাগরিক সমাজকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর অনাস্থা দেখায়। মমতা বাংলার মুখ্যমন্ত্রী। পুলিস ও স্বাস্থ্যের গুরুত্ব বুঝে ওই দপ্তর দুটিও তিনি নিজের হাতে রেখেছেন। এই তদন্তে দপ্তর দুটির ভূমিকাই সবচেয়ে বড়। তাই বিরোধীরা সরাসরি এই অভিযোগই তুলল যে, মুখ্যমন্ত্রী প্রকৃত দোষীদের বাঁচাবার চেষ্টা করছেন। কলকাতা পুলিসকে দিয়ে এই ঘটনার তদন্ত কোনোভাবেই নিরপেক্ষ হবে না। চিহ্নিত হবে না আসল দোষীরা এবং তারা শাস্তি পাওয়া তো দূর। দাবি উঠল—অতএব, তদন্তের দায়িত্ব দিতে হবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই’কে। এই দাবিতে তীব্র ‘গণআন্দোলন’ গড়ে উঠল—‘রাতদখল’, ‘জাস্টিস ফর আর জি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘উই ডিমান্ড জাস্টিস’ প্রভৃতি নানা নামে। উত্তাল হয়ে উঠল বাংলার নানা প্রান্ত। মৃতের পরিবারও প্রভাবিত হল তাতে। সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট এবং কলকাতা পুলিসকে বলল, কেন্দ্রীয় সংস্থাকে সবরকমে সহযোগিতা সহায়তা করতে। স্পর্শকাতর বিষয়টিতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল শীর্ষ আদালতও।
আদালতের নির্দেশ মতোই যাবতীয় তদন্ত চলা সত্ত্বেও আর জি কর ইস্যুতে আন্দোলনে ভাটা পড়েনি। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং রাজ্যের মুখ্যসচিবও বার বার সুবিচারের আশ্বাস দিয়েছেন। এমনকী দোষীর সর্বোচ্চ সাজা দিতে বিচার প্রক্রিয়া দ্রুততম করার জন্য মমতার সরকার কিছুদিন আগে রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা’ নামে নতুন একটি বিলও পাস করিয়েছে। কিন্তু ভবি ভুলবার নয়। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতি চলেছে দীর্ঘদিন। সঙ্গে ছিল সিনিয়র ডাক্তারদেরও সমর্থন। সম্প্রতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে গেলেও তাঁদের একাংশ ধর্মতলায় রাস্তার উপরেই শুরু করেছেন নতুন করে ‘অনশন’ আন্দোলন। দাবি একাধিক হলেও, বলা হচ্ছে মূল দাবি—অভয়া বা তিলোত্তমার ‘বিচার চাই’। তাঁদের মুহুর্মুহু স্লোগান চলছে, ‘অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ... ইত্যাদি।
অবশেষে সোমবার কী দেখলাম আমরা—আর জি কর ধর্ষণ-খুন মামলায় মাত্র ২৪ ঘণ্টায় লালবাজার যা করেছিল, ৫৫ দিন পর তদন্তের সেই অঙ্কেই চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদহ আদালতে মস্ত চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিল, খুন-ধর্ষণ করেছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। ধর্ষণ-খুনের তদন্তে নতুন কোনও নাম উঠে আসেনি। আর তারই প্রাথমিক সিলমোহর পড়েছে চার্জশিটে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৬ নম্বর ধারায় চার্জশিট দেওয়ায় এটা স্পষ্ট যে, তরুণী গণধর্ষণের শিকার হননি। কেন এই ঘটনা ঘটাল সে? ব্যাখ্যায় বলা হয়েছে, মত্ত থাকাতেই এই নৃশংস অপরাধ ঘটিয়ে ফেলেছিল সঞ্জয়। একই তথ্য প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল কলকাতা পুলিসও। ‘আজিও নাকি কলিকাতায় এমন অনেক কৃতবিদ্য নরাধম আছে, যাহারা মাতৃভাষাকে ঘৃণা করে, যে তাহার অনুশীলন করে, তাহাকেও ঘৃণা করে, এবং আপনাকে মাতৃভাষা অনুশীলনে পরাঙ্মুখ ইংরেজিনবীশ বলিয়া পরিচয় দিয়া, আপনার গৌরব বৃদ্ধির চেষ্টা পায়। যখন এই মহাত্মারা সমাজে আদৃত, তখন এ সমাজ ঈশ্বর গুপ্তের সমকক্ষ হইবার অনেক বিলম্ব আছে।’ বঙ্কিমচন্দ্রের মৃত্যুর ১৩০ বছর পরেও বঙ্গসন্তান দাঁড়িয়ে আছে যেন একই জায়গায়। বাংলার কোনোকিছুই তার কাছে উঁচু দরের বা খাঁটি বলে মনে হয় না। আমাদের জন্য যা-কিছু ভালো সবই বহির্বঙ্গে, বিদেশি হলে তো কথাই নেই। যেখানে নিদেন পক্ষে বিদেশ ছুঁয়ে দেখার সুযোগ নেই, সেখানে অন্তত দিল্লি, বম্বের জিনিসই বাঙালির কাছে ‘বেটার’। হবে নাই-বা কেন? ১৯১১ সাল অব্দি কলকাতাই যে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। কেবল বিলিতি জিনিসেই স্বর্গসুখ অনুভবের সেই হ্যাংওভার আজও নিশ্চয় কাটিয়ে উঠতে পারিনি আমরা। সুন্দরভাবে উল্টে নিয়েছি ঈশ্বরবাক্য—‘বিদেশের কুকুর ধরি/ দেশের ঠাকুর ফেলিয়া’।
09th  October, 2024
সবার ভালোথাকার উৎসব

‘ভারতবর্ষে হিন্দুদিগের দুর্গাপূজা সকল পূজা অপেক্ষা শ্রেষ্ঠ। এই পূজাকে হিন্দুমাত্রেই অতিশয় শ্রদ্ধার চোখে দেখেন। ইহাকে হিন্দুদের জাতীয় উৎসব বলা যাইতে পারে।’ মনে করতেন স্বামী অভেদানন্দ। ভারতের বিভিন্ন রাজ্যে এবং পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশে জগন্মাতা শ্রীশ্রীদুর্গাদেবী নানা নামে পুজো পান। বিশদ

প্রতিশ্রুতি ও কঠিন বাস্তব

এই আগুন নেভার নয়! কাঁচা আনাজ থেকে রান্না করা খাবার— আগুনে দামের হাত থেকে রেহাই নেই আম জনতার। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কখনও প্রশাসনের অপদার্থতায় আকাশ ছুঁয়ে ফেলা পণ্যসামগ্রীর দাম যেন বারো মাসে তেরো পার্বণের মতো অনিবার্য, অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। বিশদ

08th  October, 2024
কীসের ‘সাফল্য’?

মাওবাদী খতম অভিযানে একের পর এক ‘সাফল্য’ পাচ্ছে যৌথ বাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য সাম্প্রতিক তিনটি ‘অপারেশন’। খতমের ‘উজ্জ্বল’ তালিকার কোনোটিতে সংখ্যা ৩, কোনোটিতে ২৯, তো কোনোটিতে ৩১!
বিশদ

07th  October, 2024
পাক সফরে ভারতের অবস্থান স্পষ্ট

ভারত-পাকিস্তানের মধ্যে অচলায়তন কি কাটতে চলেছে? সেই প্রশ্ন তুলেই আগামী ১৫-১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই প্রতিবেশী দেশের কয়েক যুগের পাথরচাপা সম্পর্ক কি টলবে জয়শঙ্করের এই সফরে? বিশদ

06th  October, 2024
এবার নাম হোক ‘বাংলা’

আরও একটা লড়াই জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দাবি ‘ছিনিয়ে নেওয়া’ গেল। ‘মোদের গরব মোদের আশা’ বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র। দেবীপক্ষের সূচনালগ্নে বঙ্গবাসী ও বঙ্গভাষীর জন্য এই প্রাপ্তি আহ্লাদিত হওয়ার মতোই। বিশদ

05th  October, 2024
মোদি অর্থনীতির বদল চাই

ডিজেল, পেট্রলসহ কোনও পেট্রপণ্যের আন্তর্জাতিক বাজার দরের সুবিধা জনগণকে দেয় না কেন্দ্র। এই পণ্যগুলি বস্তুত একতরফা এবং দীর্ঘদিন যাবৎ অগ্নিমূল্য করে রেখেছে মোদি সরকার। এই নীতিতে অন্যায় হারে রাজস্ব লুটে যাচ্ছে তারা। পাশাপাশি কৃষক এবং গরিব ও মধ্যবিত্তের প্রাপ্য সরকারি ভর্তুকিতে কোপ বেড়ে চলেছে। বিশদ

04th  October, 2024
সঙ্কীর্ণতার শিকার বিজেপি

সম্প্রতি দু’দফায় বিধ্বংসী বন্যার কবলে পড়েছে বাংলা। প্রথম দফায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের ১২টি জেলা। দ্বিতীয় দফায় বানভাসি হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার আরও কয়েক লক্ষ মানুষ। সব মিলিয়ে হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন হয়েছে। তলিয়েও গিয়েছে কিছু বসতবাড়ি।
বিশদ

03rd  October, 2024
মূল দাবি গুরুত্ব হারিয়েছে

জরুরি বিভাগসহ হাসপাতালের যাবতীয় চিকিৎসা পরিষেবায় ডাক্তারদের অবিলম্বে যোগ দিতে হবে। আর জি কর সমস্যায় স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার পরিষ্কার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কড়া নির্দেশ, ‘আইপিডি) এবং ওপিডি-সহ যাবতীয় চিকিৎসা পরিষেবায় ডাক্তারদের যোগ দিতে হবে।’ বিশদ

02nd  October, 2024
গোড়ায় গলদ

নিত্যদিনের জীবনধারণের ক্ষেত্রে সবচেয়ে দামি কী? যে কোনও পরীক্ষায় এই প্রশ্নের উত্তর হবে একটাই, চিকিৎসা খরচ। এবং, এই নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। একদিকে ওষুধের দাম বছরে তিন-চার বার বাড়ছে, এবং কিছু নামী-দামি কোম্পানির ততোধিক জনপ্রিয় ওষুধ গুণমানের পরীক্ষায় ‘পাশ’ করতে পারছে না, বাজার ছেয়ে যাচ্ছে ‘জাল’ ওষুধে! বিশদ

01st  October, 2024
নির্বাচনী বন্ডে দায়ী মোদিও

নির্বাচনী বন্ডকে ঢাল করে চলেছিল হাজার হাজার কোটি টাকার ‘তোলাবাজি’! আর এমনই এক ভয়াবহ ‘ফৌজদারি ষড়যন্ত্রে’ ব্যবহৃত হয়েছিল ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি!
বিশদ

30th  September, 2024
‘ধর্মের’ আশ্রয়ে কুসংস্কার

চার বছর আগে সেটাও ছিল এক সেপ্টেম্বরের ঘটনা। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাতরাস জেলায় চারজন উচ্চবর্ণের পুরুষ ধানখেতের মধ্যে এক ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ করে পৈশাচিক শারীরিক অত্যাচার চালায়। ঘটনার দু’সপ্তাহ পর দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় সেই কন্যার। বিশদ

29th  September, 2024
ত্র্যহস্পর্শে জেরবার

সকলের জন্য শিক্ষা, শিক্ষান্তে কাজ, অথবা লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে—বাল্য বয়সে শেখা এসব স্বপ্ন দেখা মোদি জমানায় ভুলতে বসেছে যুব সমাজ। নতুন কাজ তো দূর অস্ত, এখন আজকে কাজ থাকলেও কালকের গ্যারান্টি নেই। বিশদ

28th  September, 2024
যুগপৎ উদ্বেগ ও অভয়

সম্প্রতি ড্রাগ টেস্ট বা ওষুধের গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছে বহুল ব্যবহৃত ৫৩টি ব্র্যান্ড। এগুলির কোনওটি অ্যান্টাসিড, কোনওটি-বা ক্যালশিয়াম সাপ্লিমেন্ট হিসেবে পরিচিত এবং রীতিমতো জনপ্রিয়। বিশদ

27th  September, 2024
সংস্কার ও পুনর্গঠন

রাজ্য বন্যার কবলে। প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের ১২টি জেলা। তার ফলে হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন হয়েছে। তলিয়েও গিয়েছে কিছু বসতবাড়ি। সব মিলিয়ে দুর্গত মানুষের সংখ্যা ৪০-৫০ লক্ষ! মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ২৮ জনের মৃত্যুও হয়েছে। বিশদ

26th  September, 2024
অভূতপূর্ব সুযোগ

‘মার্কিন সেমিকন্ডাক্টর হাব কলকাতায়, বাইডেনের পাশে দাঁড়িয়ে ঘোষণা মোদির’—সোমবার সংবাদপত্রের প্রথম পাতা দখল করল এমনই একটি শিরোনাম। পরদিন কাগজে পাওয়া গেল আর একটি শিরোনাম, ‘কলকাতায় সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর’। বিশদ

25th  September, 2024
দাম নিয়ন্ত্রণে পথে প্রশাসন

আর জি কর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালানোয় মাসাধিক কাল ধরে সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা কার্যত লাটে উঠেছিল। সেই অচল অবস্থা কাটলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি এবং তার কারণে খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী। বিশদ

24th  September, 2024
একনজরে
একের পর এক ইজরায়েলি বোমার আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রাণ বাঁচতে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ। তার মধ্যেই ফের ত্রাণ শিবিরে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। ...

কল্যাণীর রাস্তায় সন্ধ্যার পর কার্যত জনস্রোত চলছে। দর্শনার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে পথে নেমেছে টোটো। ফলে অবধারিত হয়েছে যানজট। এর মধ্যে টোটো চালকদের একাংশের বিরুদ্ধে বাড়তি ভাড়া ও জোরজুলুমের অভিযোগ উঠেছে। ...

নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি আটকাতে লোকসভা ভোটের আগে রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে মোদি সরকার। ভোট মিটতেই নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া হয়েছে। ফলে বাড়ছে সমস্ত খাদ্যের দাম। রপ্তানি সংক্রান্ত নিষোধাজ্ঞা উঠে যাওয়ার পর দাম বেড়েছে চাল ও পেঁয়াজের। ...

বন্যা পরিস্থিতি কাটিয়ে পুজোর আনন্দে মাতলেন ভূতনিবাসী। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় শেষ মুহূর্তে পুজো প্রস্তুতি শেষ করে পুজোতে মাতলেন দুর্গতরা। প্রশাসনিক সহায়তা ও উদ্যোক্তাদের তৎপরতায় ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
আন্তর্জাতিক মৃত্যুদন্ড বিরোধী দিবস
১৭৫৬: লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে
১৭৩৩: রাজা নবকৃষ্ণ দেবের জন্ম (শোভাবাজার রাজপরিবারের প্রতিষ্ঠাতা)
১৯৪২: কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি)
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: সঙ্গীতশিল্পী  জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৫ টাকা ৮৪.৮৯ টাকা
পাউন্ড ১০৮.২৫ টাকা ১১১.৮০ টাকা
ইউরো ৯০.৭১ টাকা ৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৪ আশ্বিন, ১৪৩১, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪। সপ্তমী ১৭/২৩ দিবা ১২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/৩৪/৪৭, সূর্যাস্ত ৫/১২/৩৫। অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২০ গতে ২/৫২ মধ্যে। রাত্রি ৬/১ গতে ৯/১৯ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৬ গতে উদয়াবধি। বারবেলা ২/১৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২৩ আশ্বিন, ১৪৩১, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪। সপ্তমী দিবা ৭/২৫। পূর্বাষাঢ়া নক্ষত্র রাত্রি ১/৫১। সূর্যোদয় ৫/৩৫, সূর্যাস্ত ৫/১৪। অমৃতযোগ দিবা ৭/১৫ মধ্যে ও ১/১২ গতে ২/৪১ মধ্যে এবং রাত্রি ৫/৪৬ গতে ৯/১২ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১২ মধ্যে ও ৪/৩ গতে ৫/৩৫ মধ্যে। কালবেলা ২/১৯ গতে ৫/১৪ মধ্যে। কালরাত্রি ১১/২৫ গতে ১২/৫৭ মধ্যে। 
৬ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি
দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষ্যে বর্তমান-এর সকল পাঠক-পাঠিকা, ...বিশদ

03:55:00 AM

মুখ্যমন্ত্রীর শারদীয়ার শুভেচ্ছা
আনন্দময়ীর আগমনে ধরণী আজ প্রাণময়ী। আলোকময় হোক বিশ্ব চরাচর। দশপ্রহরণধারিণীর ...বিশদ

03:50:00 AM

রতন টাটার প্রয়াণে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

09-10-2024 - 11:57:00 PM

প্রয়াত রতন টাটা
না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের রত্ন রতন টাটা। বুধবার ...বিশদ

09-10-2024 - 11:45:00 PM

মহিলা টি২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানে জিতল ভারত

09-10-2024 - 10:46:00 PM

দ্বিতীয় টি২০: বাংলাদেশকে ৮৬ রানে হারাল ভারত

09-10-2024 - 10:24:00 PM