ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ
দলীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সম্মেলন মঞ্চে দলের পক্ষ থেকে অনুব্রতকে বরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওইদিন প্রায় ৫০হাজার মানুষ জমায়েতের টাগের্ট নেওয়া হয়েছে। গোটা এলাকা অনুব্রতর ছবি সহ ফ্লেক্সে মুড়ে ফেলা হবে। যেহেতু দুপুর ১টায় কর্মসূচি তাই আগত সকলের জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, গোরু পাচার মামলায় ২০২২সালের আগস্টে গ্রেপ্তার হন অনুব্রত। পরে আর্থিক তছরুপের মামলায় ইডি তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গত ২৪সেপ্টেম্বর তিহার জেল থেকে মুক্তি পেয়ে মেয়েকে নিয়ে বোলপুরের বাড়ি ফেরেন অনুব্রত। নিয়মিত তিনি বোলপুরের পার্টি অফিসে এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করছেন। তিনি জানিয়েছিলেন, কালীপুজো মিটলে তাঁকে সক্রিয়ভাবে দেখা যাবে। ব্লকে ব্লকে যাবেন। সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছিলেন। কিন্তু তার আগেই তিনি স্বমহিমায় ময়দানে নামছেন। এক তৃণমূল নেতা জানান, রাজ্য থেকে ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলনী করতে নির্দেশ এসেছে। তাই ১৭অক্টোবর মুরারই দিয়েই কর্মসূচি শুরু করছেন জেলা সভাপতি। দলের এক নেতা বলেন, মুরারইয়ে দলের গোষ্ঠীকোন্দল চরমে। যার সবটাই কানে এসেছে জেলা সভাপতির। ফলে সম্মেলন মঞ্চ থেকে তিনি কী বলবেন সেটাই এখন স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দু’বছর পর জেলা সভাপতির এলাকায় আসার খবর জানতে পারায় সাধারণ কর্মীদের মধ্যেও বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে। - ফাইল চিত্র