ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ
‘লোখন্ডওয়ালা দুর্গোৎসব’ এবার ৩০ বছরে পা দিল। মুম্বইয়ের আন্ধেরিতে প্রতি বছর একই ঠিকানায় আমাদের পুজোর আসর বসে। তবে ৩০ বছর বলে এবার কিছু বিশেষ করছি না। কারণ প্রথম বছর থেকেই আমার পুজো বিশেষ এবং সেরা। প্রতি বছরের মতো এবারও একইরকম আয়োজন করেছি। দুর্গাপুজোর শুরুর দিন থেকে যাঁরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তাঁরাও রয়েছেন। চতুর্থী থেকেই প্রতিমা দর্শন করতে আসছেন সাধারণ মানুষ। প্রতিবারের মতো এবারও ভোগ খাওয়ার আয়োজন করা হয়েছে। তবে এই বছর প্রথম আমি দু’টো শো করতে বাইরে যাব। আগামী বছর থেকে একটা করে শো করব বলে ঠিক করেছি। আমাদের এখানে সকলের জন্য অবারিত দ্বার। সকলে মিলে আমরা পুজোর কয়েক দিন আনন্দে মেতে উঠি। সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও রয়েছে। সবমিলিয়ে এবারের পুজোও জমজমাট হবে।