ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ
স্টার জলসার ধারাবাহিক ‘দুই শালিক’-এ অভিনেতা একেবারে অ্যাংরি ইয়াং ম্যানের মুখোশে রয়েছেন। চরিত্রের নাম দেবা। রাগী, প্রতিবাদী চরিত্র। এমন একজন ‘হিরো’র কাছে স্ট্রাগলের প্রকৃত রূপ কী? অর্কপ্রভর উত্তর, ‘যে মানুষটি মরুভূমিতে হেঁটে চলেছে। জল নেই। সেখান থেকে বেঁচে ফেরাটা স্ট্রাগল বলতে পারি।’ নিজের এই জার্নিকে ‘রঙিন’ বলতেই বেশি স্বচ্ছন্দ অর্কপ্রভ। কীরকম? অভিনেতার বর্ণনায়, ‘প্রথমে জুনিয়র আর্টিস্ট, তারপর পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি। মনে হয়েছিল ফোটোগ্রাফি শিখব। স্ট্রিট ফোটোগ্রাফি এখনও ভালো লাগে। সম্পাদনাও শিখেছি। মনে হয়েছে আমি পরিচালনা করব। তার জন্য দিল্লি, মুম্বই ছুটে গিয়েছি। এই এতগুলো রং আমি ইতিমধ্যেই জীবনে দেখে নিয়েছি।’
আপাতত ধারাবাহিকের চরিত্র ‘দেবা’য় ডুবে আছেন অর্কপ্রভ। বাস্তবকে মেনে নিয়ে ভালোর দিকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তর।