গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
জানা গিয়েছে, নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের কানাইনগর বটতলা মোড় থেকে ভালুকা, শান্তিপুর সহ আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ এবং স্কুল পড়ুয়া যাতায়াত করেন। আশপাশের পঞ্চায়েতের বাসিন্দারা এই রাস্তা দিয়ে চিকিৎসার জন্য বিষ্ণুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। অনেকেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে কৃষ্ণনগর রোড স্টেশন যাওয়ার রাজ্য সড়কের মাঝে ভালুকা বটতলার মোড় যেতে এই রাস্তা ব্যবহার করেন। মাজদিয়া-পানশিলা এলাকার গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে যেতে হয় নবদ্বীপ বিডিও অফিসে। প্রতিদিন এই রাস্তায় চলাচলকারীদের মারাত্মক সমস্যায় পড়তে হয়।
কানাইনগর বটতলার বাসিন্দা, ৭৫ বছরের বৃদ্ধ জ্ঞানেন্দ্র রায় বলেন, কানাইনগর বটতলার মোড় থেকে অটোগুলো ভালুকা, শান্তিপুর যায়। এখানে যানজটের কারণে এই রাস্তা দিয়ে অন্য কোনও গাড়ি চলাচল করতে পারে না। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করানো নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হচ্ছে। কানাইনগর দক্ষিণপাড়ার বাসিন্দা গৃহবধূ স্বপ্না বিশ্বাস বলেন, এখানে তো ড্রেনেজ সিস্টেমও নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যায় হাঁটু পর্যন্ত। কানাইনগরের বাসিন্দা অটো স্টার্টার শ্যামল সরকার বলেন, সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় পঞ্চাশটির মতো অটো চলাচল করে। তেমন একটা সমস্যা নেই। তবে একটা স্ট্যান্ড হলে তো ভালোই হয়। • নিজস্ব চিত্র