Bartaman Patrika
কলকাতা
 

চিমনির কালো ধোঁয়া উধাও
জৌলুস হারানো বিশ্বকর্মা পুজোর স্মৃতি
আঁকড়ে হাওড়া-হুগলি শিল্পাঞ্চল

দীপ্তিমান মুখোপাধ্যায় ও অভিজিৎ চৌধুরী, হাওড়া ও হুগলি: মহানগরীর উল্টোপাড়ে গঙ্গার ধার ধরে একসময় সকালের আলো ফুটলেই চিমনির কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যেত। বহু দূর থেকেও শোনা যেত লোহার ভারী ভারী শব্দ। বছর ২০ আগেও হাওড়া শহরে দুর্গাপুজোর সঙ্গেই পাল্লা দিত বিশ্বকর্মা পুজো। রেমিংটন, বার্ন স্ট্যান্ডার্ড, ব্রিজ অ্যান্ড রুফ সহ বড় বড় কোম্পানিতে বিশ্বকর্মায় মাততেন হাজার হাজার কর্মী। শুধু তাঁরাই নন, তাঁদের পরিবার ও আত্মীয় স্বজনরাও এই পুজোয় শামিল হতেন। চলত খাওয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনই একের পর এক বন্ধ কারখানার যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বকর্মা পুজো আসে হুগলির শিল্পাঞ্চলেও। অতীত ঐতিহ্য ধুয়েমুছে গিয়েছে কবেই। ডানলপ আর হিন্দুস্থান মোটরস বন্ধ হয়ে গিয়ে হুগলির বিশ্বকর্মা পুজোর আকর্ষণটাই হারিয়ে গিয়েছে।
হাওড়ার বহু প্রসিদ্ধ টাইপ রাইটার তৈরির মেশিন রেমিংটন বন্ধ হয়ে সেখানে বহুতল গড়ে উঠেছে। অন্য কারখানাগুলিও ধুঁকছে। এক সময় জি টি রোডের ধারে ছিল অসংখ্য জুটমিল। তার অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে। যেগুলি চলছে, সেগুলিও বন্ধ হওয়ার মুখে। শিল্প বলতে এখন হাওড়ায় শুধু নির্মাণশিল্প। বিশ্বকর্মা পুজোয় নির্মাণ শিল্পের মালিকরাই আয়োজনে মেতে থাকেন।
কথা হচ্ছিল বার্ন স্ট্যান্ডার্ডের কর্মী নির্মলেন্দু ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, এক সময় বার্ন স্ট্যান্ডার্ডে প্রতিটি বিভাগে আলাদা আলাদা করে পুজো হত। পরে সব বিভাগ মিলে পুজোর আয়োজন করতে শুরু করে। কারখানা তো বটেই, তার আশপাশ এলাকাও আলোয় মুড়ে দেওয়া হত। চন্দননগরের আলোয় ঝলমল করত গোটা শহর। কিন্তু, নয়ের দশকের গোড়া থেকেই ধীরে ধীরে পুজোর জৌলুস কমতে শুরু করে। তখন দুর্গাপুজো শহরে হলেও এত জাঁকজমক ছিল না। একই কথা শোনালেন রেমিংটনে কাজ করা উচ্চপদস্থ অফিসার ভবানীপ্রসাদ রায়। পুজোর দিন সকাল থেকেই সকল কর্মী-পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কারখানায় হাজির হয়ে যেতেন। পুজোর পর প্রসাদ খাওয়া। দুপুরে জমিয়ে খাওয়াদাওয়া হত। সন্ধ্যায় হত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে যেমন কর্মীদের পরিবারের ছেলেমেয়েরা অংশ নিত, তেমনই বাইরে থেকে বড় শিল্পীদেরও আনা হত। অন্তত দু’দিন ধরে পুজোর আনন্দে আমরা মেতে থাকতাম। কিন্তু, ধীরে ধীরে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেই আনন্দ আর নেই।
ব্রিজ অ্যান্ড রুফের কর্মী প্রাণতোষ মজুমদার বলেন, এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। এখনও এই সংস্থা লাভজনক অবস্থায় আছে। কিন্তু, সরকার এই সংস্থা বন্ধ করে দিতে চাইছে। এই কারণে এখন আর পুজোয় সেভাবে জৌলুস নেই। কোনও রকমে পুজো হয়। আগের মতো আলো দিয়ে কারখানা সাজানো বা কর্মীদের পরিবারকে নিয়ে খাওয়াদাওয়া তা আর হয় না। কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে সাঁতরাগাছি রেল প্রেস। তা নিয়েও আন্দোলনে নেমেছে সেখানকার শ্রমিক সংগঠনগুলি। এক সময় এখানেও বিশ্বকর্মা পুজোয় জাঁকজমক ছিল।
শহরের বাসিন্দারাই বলছেন, বড় কিছু কারখানার জমিতে গড়ে উঠেছে বহুতল। আরও কিছু ফাঁকা জমিতে গড়ে উঠছে বড় বড় আবাসন। তাই একমাত্র নির্মাণশিল্পেই কিছুটা হলেও বিশ্বকর্মা পুজোয় জাঁকজমক হয়। কিন্তু, সেখানে কর্মী ও তাঁদের পরিবারের অংশগ্রহণ সেভাবে থাকে না।
হুগলি শিল্পাঞ্চলের ডানকুনি থেকে ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া এবং চুঁচুড়া, তারকেশ্বরের অংশবিশেষে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে। সময়ের সঙ্গে জৌলুস হারালেও বিশ্বকর্মা পুজোয় প্রবল হয়েছে রাজনীতি। সদ্য লোকসভা নির্বাচনোত্তর পরিস্থিতিতে শ্রমিক মহল্লার দখল নিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে টানোপোড়েনের প্রভাব জড়িয়ে গিয়েছে বিশ্বকর্মা পুজোতেও। তবে বিজেপি এখনও পা জমাতে না পারায় নানান শিল্প-কারখানায় তৃণমূল প্রভাবই বেশি।
যদিও শাসকদলের শ্রমিক শাখা আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিদ্যুৎ রাউত বলেন, আমাদের তত্ত্বাবধানে কোনও পুজো হুগলিতে হয় না। সাধারণ শ্রমিকদের পুজো, তারাই করে। এখানে দলাদলির বিষয় নেই। এখানে অনেক কারখানা বন্ধ হয়েছে এটা সত্য, কিন্তু গত পাঁচ-ছয় বছরে কোনও কারখানা বন্ধ হয়নি। বিজেপি’র শ্রমিক শাখা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, জেলার অনেকগুলি পুজোই আমাদের তত্ত্বাবধানে হচ্ছে। তবে এবার আমরা রাজনৈতিক কারণেই প্রকাশ্যে থাকছি না। আর জেলার শিল্পাঞ্চল মুখ থুবড়ে পড়ছে রাজ্য সরকারের দায়িত্বজ্ঞানহীনতার জন্যে। কোনও শিল্প খোলার জন্যে বা বন্ধ হয়ে যাওয়া রুখতে সরকার পদক্ষেপ করেনি। এরই মধ্যে বাস্তব পরিস্থিতির কথা বলেছেন তৃণমূলের শ্রমিক শাখার কোর কমিটির সদস্য অন্বয় চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিল্পের জমিতে এখানে আবাসন গড়ে উঠছে। এই হতশ্রী দশার মধ্যেও পুজো হচ্ছে, এটাই যা।
সেই বাম আমল থেকেই হুগলি শিল্পাঞ্চলে রাহুর দশা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতাতে আজও গোন্দলপাড়া জুটমিল বন্ধ হয়ে যায়। বঙ্গলক্ষ্মী কটনের জমিতে আবাসন গড়ে তোলা হয়েছে। এই মুহূর্তে জেলার বড় কারখানাগুলির অধিকাংশই বন্ধ। চালু ১০টি জুটমিলের মধ্যে ৭টি কোনওরকমে টিকে আছে। তিনটি পুরোপুরি বন্ধ। তার মধ্যেও শ্রীরামপুর, রিষড়া, ডানকুনি বিশেষ করে দিল্লি রোড, জি টি রোড আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্যান্ডেল আর মাইকের কলরব সেই উদ্যোগের চিহ্ন বহন করছে। তাতে জৌলুস তেমন না থাকলেও পরম্পরা বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। দেবশিল্পীর আরাধনার দিনে দীর্ঘদিন নিঝুম হয়ে পড়ে থাকা কারখানাগুলি কোনও এক সুদিনের অপেক্ষায় দিন গুনছে।

18th  September, 2019
বেলঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু,
বিশ্বকর্মা পুজোর দিন উত্তেজনা শিল্পতালুকে

 বিএনএ, বারাসত: বেলঘরিয়ার এমব্রয়ডারি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকর্মা পুজোর দিন উত্তেজনা তৈরি হয়। শ্রমিকরা শিল্পতালুকের গেট আটকে বিক্ষোভ শুরু করে। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃতের নাম রাজা সিংহ (২৪)।
বিশদ

19th  September, 2019
  সালকিয়া, ঘুষুড়ি, লিলুয়ায় জ্বরে আক্রান্ত অন্তত ৩০০, আতঙ্ক ডেঙ্গুর

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আশঙ্কা আগেই ছিল। বর্ষার মাঝামাঝি হতে হাওড়া শহরে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ ব্যাপক আকার নিয়েছে। মূলত উত্তর হাওড়া, লিলুয়া এলাকায় বাড়ি বাড়ি জ্বর দেখা দিচ্ছে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি দল ওই এলাকা ঘুরে বেশ কয়েকজনের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। বিশদ

19th  September, 2019
  নিখোঁজ বাঙালির খোঁজে চন্দননগরে ঝাড়খণ্ডের পুলিস

 বিএনএ, চুঁচুড়া: মধ্যবয়স্ক আংশিক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির পরিবারের খোঁজে চন্দননগর থেকে ঘুরে গেল ঝাড়খণ্ডের গন্ডে থানার পুলিস। গিরিডি জেলার ওই থানার পুলিসের একটি দল সুভাষ পাল নামে এক ব্যক্তির খোঁজ করতে আসে চন্দননগরে। বিশদ

19th  September, 2019
বারুইপুরে সিটিজেন সেলে অভিযোগ জমা পড়লেই উধাও, পাল্টা শাসানি

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুর পরিষেবা ছাড়াও নাগরিকদের নানা অভিযোগের নিষ্পত্তির জন্য বারুইপুর পুরসভা ‘সিটিজেন সেল’ তৈরি করেছিল। তাতে ওই সংক্রান্ত যে কোনও অভিযোগ পুরসভায় জমা হলে তা সরাসরি দেখবেন পুর চেয়ারম্যান।
বিশদ

19th  September, 2019
আরসালান-কাণ্ড
জাগুয়ার দুর্ঘটনায় মাত্র
৩৩ দিনে চার্জশিট পেশ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরসালান-কাণ্ডে তদন্ত শেষে মাত্র ৩৩ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিস। বুধবার দুপুরে ব্যাঙ্কশাল কোর্টে এই চার্জশিট পেশ করা হয়েছে। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এই খবর জানিয়েছেন।
বিশদ

19th  September, 2019
চিন্ময়ানন্দ গ্রেপ্তার না হলে আত্মহত্যার
হুমকি ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীর

 শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), ১৮ সেপ্টেম্বর (পিটিআই): অভিযুক্তকে এখনই গ্রেপ্তার করা না হলে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হবেন। বুধবার এই হুমকি দিলেন বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা আইনের ছাত্রী।
বিশদ

19th  September, 2019
  প্রেমের টোপে ফুসলে নিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার পুলিসের

 বিএনএ, চুঁচুড়া: প্রেমের টোপ দিয়ে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরকে ফুসলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দ্বিগুণ বয়সী এক মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হুগলির আদি সপ্তগ্রামে। মঙ্গলবার রাতে স্থানীয় থানার সাহায্য নিয়ে ভদ্রেশ্বর থানার পুলিস বছর আঠারোর ওই কিশোরকে উদ্ধার করে। বিশদ

19th  September, 2019
কাজের ফাঁকে চট, পাট দিয়ে বিশ্বকর্মা
গড়লেন সুতো কারখানার ফার্মাসিস্ট

 সংবাদদাতা, উলুবেড়িয়া: নিজের কর্মস্থলে যেসব জিনিস নিয়ে হাতেকলমে কাজ করেন, সেইসব জিনিস দিয়ে বিশ্বকর্মা প্রতিমা বানানোর ইচ্ছা অনেকদিন থেকেই ছিল ফুলেশ্বরের বৈকুণ্ঠপুরের রথতলার বাসিন্দা সুনীল কুণ্ডুর। বিশদ

19th  September, 2019
 টালিগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত অপর যুবকও

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডে এক গৃহস্থের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল অপর যুবকেরও। মঙ্গলবার রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে। টালিগঞ্জ থানার পুলিস জানিয়েছে, সঞ্জিত সাউ (২৮) ওরফে মুকেশ নামের ওই যুবকের শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। বিশদ

19th  September, 2019
হাসপাতালের দুই কর্মীকে মারধরের অভিযোগ, ধৃত ৪

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলা ইএসআই হাসপাতালের দুই কর্মীকে মারধরের অভিযোগে এক রোগীর সঙ্গে আসা চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। অভিযুক্তরা উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও ভাটপাড়ার বাসিন্দা। বুধবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক তাদের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বিশদ

19th  September, 2019
বনগাঁ, অশোকনগরে দু’টি বাড়িতে চুরি

 বিএনএ, বারাসত: বনগাঁ ও অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়। দুই পরিবারের সদস্যরা বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারেন। পুলিস জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
বিশদ

19th  September, 2019
সুড়ঙ্গ খননে স্থগিতাদেশ বহাল
বউবাজার কাণ্ডে হলফনামা দিন,
মেট্রোকে নির্দেশ উদ্বিগ্ন হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে মেট্রো রেল সুড়ঙ্গে বিপর্যয়ের জেরে বিপন্নদের উদ্ধার বা ক্ষতিপূরণ দেওয়ার মৌখিক দাবিতে মঙ্গলবার সন্তুষ্ট হল না কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মেট্রো রেল কর্তৃপক্ষকে হলফনামা সহ যাবতীয় তথ্য পেশ করতে বলল।
বিশদ

18th  September, 2019
বিশ্বকর্মা পুজোয় বউবাজারে নেই মাঞ্জার লড়াই, বিক্রি শিকেয়, শুনশান ‘ঘুড়িবাড়ি’

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছর এই সময় রাত জাগত পাড়ার গুটিকয়েক বাড়ি। রাতে ঘড়ির কাঁটা দশটার ডান দিকে যত হেলে পড়ত, দোকানটার সামনে তত বেশি হইচই হতো। সেই হই-হুল্লোড় বেশি করে কানে বাজত পাড়ার চক্রবর্তী, দত্ত আর বসাক পরিবারের।
বিশদ

18th  September, 2019
হাওড়ার হোম থেকে পলাতক
১৭ নাবালক, উদ্ধার ৭

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার রাতে পাঁচলার মালিপুকুরে একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোমের জানালার রড ভেঙে পালিয়ে গেল ১৭ জন নাবালক। পরে পুলিস তাদের সাতজনকে উদ্ধার করতে পারলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিস জানিয়েছে।
বিশদ

18th  September, 2019

Pages: 12345

একনজরে
 দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: যাদবপুর-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দেবে বঙ্গ বিজেপি। আজ এ কথা জানিয়েছেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের সহনেতা সুরেশ পূজারি। তিনি বলেছেন, ‘যে রাজ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রীরই কোনও নিরাপত্তা নেই, সেই ...

বিএনএ, রায়গঞ্জ: দুই শিক্ষাকর্মীর বদলির প্রতিবাদে ছাত্র আন্দোলনে শুক্রবার উত্তাল হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক ও কম্পিউটার অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স বিভাগের সামনে কয়েকশ’ ছাত্রছাত্রী ...

 ইন্দোনেশিয়া, ২০ সেপ্টেম্বর: দ্বিতীয় ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলেন জি সাথিয়ান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের টপ র‌্যাঙ্কিং সাথিয়ান ১১-৭, ১১-৮, ১১-৬ পয়েন্টে হারালেন উত্তর কোরিয়ার আন-জি সংকে। ...

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: চলতি ২০১৯-২০ আর্থিক বছরে দেশের মাইক্রো-ফিনান্স ইন্ডাস্ট্রি ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকার গণ্ডি অতিক্রম করবে। স্ব-ধন ‘ভারত মাইক্রো-ফিনান্স রিপোর্ট, ২০১৯’-এ প্রকাশ পেয়েছে এই তথ্য। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৮: চিত্রপরিচালক মহেশ ভাটের জন্ম
২০০৪: চিত্রপরিচালক সলিল দত্তের মৃত্যু

20th  September, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭২.৭০ টাকা
পাউন্ড ৮৬.৪৪ টাকা ৯১.১২ টাকা
ইউরো ৭৬.২৬ টাকা ৮০.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৭,৯৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,০৪৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৫৮৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ আশ্বিন ১৪২৬, ২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, সপ্তমী ৩৭/১২ রাত্রি ৮/২১। রোহিণী ১৪/৪৩ দিবা ১১/২২। সূ উ ৫/২৮/২৩, অ ৫/৩১/৪০, অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে অস্তাবধি। রাত্রি ১২/৪১ গতে ২/১৭ মধ্যে, বারবেলা ৬/৫৯ মধ্যে পুনঃ ১/০ গতে ২/৩০ মধ্যে পুনঃ ৪/০ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/১ মধ্যে পুনঃ ৩/৫৯ গতে উদয়াবধি।
৩ আশ্বিন ১৪২৬, ২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, সপ্তমী ২৫/২২/২১ দিবা ৩/৩৭/৫। রোহিণী ৭/১/২৪ দিবা ৮/১৬/৪৩, সূ উ ৫/২৮/৯, অ ৫/৩৩/২৯, অমৃতযোগ দিবা ৬/২০ মধ্যে ও ৭/৭ গতে ৯/২৯ মধ্যে ও ১১/৪৮ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৪২ গতে ৫/৩৩ মধ্যে এবং রাত্রি ১২/৩৮ গতে ২/১৭ মধ্যে, বারবেলা ১/১/২৯ গতে ২/৩২/৯ মধ্যে, কালবেলা ৬/৫৮/৪৯ মধ্যে ও ৪/২/৪৯ গতে ৫/৩৩/২৯ মধ্যে, কালরাত্রি ৭/২/৪৯ মধ্যে ও ৩/৫৮/৪৯ গতে ৫/২৮/২৮ মধ্যে।
২১ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: সন্তানের সাফল্যে মানসিক সন্তুষ্টি। বৃষ: ব্যবসায়িক সাফল্য। মিথুন: সৃষ্টিশীল কাজে প্রভূত উন্নতি। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
আন্তর্জাতিক শান্তি দিবস১৮৬৬: ব্রিটিশ সাংবাদিক, ঐতিহাসিক ও লেখক এইচ জি ...বিশদ

07:03:20 PM

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ
আজ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আলিপুর ...বিশদ

08:21:33 PM

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ
আরও একবার সিএবি-র প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধধ্যায়। আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ...বিশদ

07:39:27 PM

অস্কারে মনোনীত ছবি-গালি বয়

06:03:00 PM

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে মারধর
স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে লাঠি-রড দিয়ে ...বিশদ

05:22:00 PM