প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
কৃষি পরিকাঠামোর উন্নয়নে ১ লক্ষ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, তহবিলের অর্থ চার বছর ধরে খরচ করা হবে। তৈরি হবে হিমঘর, গুদামঘর, প্যাকেজিং কেন্দ্র। একইসঙ্গে সরকার পাঁচ বছরের মধ্যে ১ কোটি হেক্টর কৃষি জমি ক্ষুদ্র সেচ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও করেছে। এ ব্যাপারে নাবার্ডের সঙ্গে ৫ হাজার কোটি টাকার ক্ষুদ্র সেচ তহবিলও গঠন করা হয়েছে। সুযোগ পেয়ে নতুন কৃষিপণ্য এবং কৃষক সংক্রান্ত বিল নিয়েও প্রচার করেছেন মন্ত্রী।
ওই বিতর্কিত বিল নিয়ে বিরোধীরা যেমন প্রতিবাদ জারি রেখেছে, একইভাবে সোচ্চার হয়েছে সারা ভারত রেশন দোকানদারদের সংগঠনও। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সোমবার কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন রাষ্ট্রমন্ত্রী আর ডি দানভের সঙ্গে সাক্ষাতও করেছেন। তাঁর প্রশ্ন, এই বিলের ফলে কৃষকের কাছ থেকে বেসরকারি ব্যবসায়ীরা খাদ্যশস্য কিনে নিলে সরকার আর চাল, গম সংগ্রহ করবে কীভাবে? ফলে ধাক্কা খাবে গণবন্টন ব্যবস্থা।