আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম পুরসভার ১৮টি ওয়ার্ডে ১১টি জায়গায় চালু হচ্ছে এই সহায়তা কেন্দ্র। ১নম্বর ওয়ার্ডে কদমকানন উপ স্বাস্থ্যকেন্দ্র, ২ ও ৩নম্বর ওয়ার্ড মিলিয়ে বাছুরডোবা টাউন হল, ৪নম্বর ওয়ার্ডে শক্তিনগর উপস্বাস্থ্য কেন্দ্র, ৫ ও ৬নম্বর ওয়ার্ড মিলিয়ে উত্তর বামদা কমিউনিটি হল, ৭নম্বর ওয়ার্ডে ঝাড়গ্রাম পুরসভা, ৮ ও ৯নম্বর ওয়ার্ড মিলিয়ে নতুন কমিউনিটি হল, ১০ ও ১২নম্বর ওয়ার্ড নিয়ে ঘোড়াধরা কমিউনিটি হল, ১১ নম্বর ওয়ার্ডে লাইভলিহুড সেন্টার, ১৩, ১৪, ১৮ নম্বর ওয়ার্ড মিলিয়ে নতুন বাসস্ট্যান্ড মার্কেট কমপ্লেক্স, ১৬ নম্বর ওয়ার্ডে বেনেগেড়িয়া কমিউনিটি হল, ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে নুননুনগেড়িয়া কমিউনিটি হলে সহায়তা কেন্দ্র চালু হল।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকে ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর পুরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন মহকুমা শাসক। পুরসভা কর্তৃপক্ষের বক্তব্য, শহরের ১৮টি ওয়ার্ডের মানুষজন কোনও সমস্যায় পড়লে বা কোনও সার্টিফিকেট বা পরামর্শের প্রয়োজন হলে আগে স্থানীয় কাউন্সিলারদের কাছে যেতেন। কিন্তু, কাউন্সিলারদের মেয়াদ শেষ হওয়ার পর এখন তাঁদের সেই পুরসভায় ছুটতে হচ্ছে। যার ফলে মানুষজনদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রতি সপ্তাহের বুধবার ও শুক্রবার বিকেল ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সহায়তা কেন্দ্রগুলি খোলা থাকবে। প্রতিটি সহায়তা কেন্দ্রে অভিযোগ জানানোর জন্য ‘কমপ্লেন বক্স’ ও রেজিস্টার খাতা থাকবে। কমপ্লেন বক্সে মানুষ তাঁর বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি সহায়তা কেন্দ্রে দু’জন কর্মী থাকবেন।
এবিষয়ে সুবর্ণবাবু বলেন, মানুষের সুবিধার জন্য এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। সহায়তা কেন্দ্রের কমপ্লেন বক্সে কেউ অভিযোগ জমা দিলে তা সরাসরি আমার কাছে আসবে।