কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
সাইবার বিশেষজ্ঞ ও পুলিসের কথায়, টাকা ক্রেডিটের ভুয়ো মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনা বেশ কয়েকমাস ধরেই চলছে। কিন্তু এক্ষেত্রে প্রতারণার কৌশল একেবারে অভিনব। কারণ, এই জাম্পড ডিপোজিট স্ক্যামে প্রতারকরা সত্যিই গ্রাহকদের অ্যাকাউন্টে ১ থেকে ২ হাজার টাকা পাঠাচ্ছে। এখন সবার হাতে হাতে স্মার্টফোন। ডিজিটাল লেনদেনের সুবিধার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষ মোবাইল অ্যাপ ব্যাঙ্কিং ব্যবহার করেন। নিদেনপক্ষে অনেকে ইউপিআই অ্যাপ ডাউনলোড করেন। তাতে অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে।
প্রতারকরা ওই অল্প পরিমাণ টাকা পাঠানোর পর ‘উইথড্রল রিকোয়েস্ট’ পাঠিয়ে রাখছে। গ্রাহকরা যখন ক্রেডিট ব্যালেন্স চেক করতে যাবেন, তখন তাঁকে অ্যাপের পিন নম্বর দিতে হবে। কিন্তু, পিন দেওয়া মাত্র উইথড্রল রিকোয়েস্টের টাকা চলে যাবে প্রতারকদের কাছে। কারণ, আমরা যখন কোনও পেমেন্ট করি, তখন অ্যাপের পিন নম্বর দিতে হয়। এক্ষেত্রে আগে থেকেই উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে রাখায় গ্রাহকরা পিন দেওয়া মাত্র টাকা ‘সেন্ড’ হয়ে যাচ্ছে, যা সত্যিই বিপজ্জনক।
এই নতুন কায়দার প্রতারণা থেকে বাঁচার উপায়? পুলিস ও সাইবার বিশেষজ্ঞরা জনাচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিটও হয়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে ব্যালেন্স চেক করা চলবে না। বেশ কয়েক ঘণ্টা পর খোলা যেতে পারে। তাও নিজের অ্যাপের আসল পিন নম্বর দেওয়া চলবে না। প্রথমে ইচ্ছাকৃতভাবে ভুল পিন নম্বর দিতে হবে। তাহলে উইথড্রল রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে। তার কিছুক্ষণ পর আসল পিন নম্বর দিয়ে ব্যালেন্স দেখতে পারবেন। এতে প্রতারকরাই ‘প্রতারিত’ হবে! কারণ, আপনার অ্যাকাউন্টে থেকে যাবে তাদের পাঠানো টাকা!