Bartaman Patrika
সম্পাদকীয়
 

জেদ ধরে মুখ পুড়ল পেগাসাসে

তাদের ‘কারবার শুধু সরকারগুলির সঙ্গে’। স্পাইওয়্যার পেগাসাস-এর নির্মাতা এনএসও গ্রুপের লিখিত বিবৃতিতে এমনই দাবি করা হয়েছিল। ভারতের রাজনৈতিক নেতা (বিরোধী সদস্য এবং মন্ত্রীরা), বিচারপতি, আমলা, ছাত্র, নাগরিক আন্দোলনের কর্মী, সাংবাদিক এবং ব্যবসায়ীদের উপর গোপন নজরদারির অভিযোগ জোরালো হওয়ার পর বিতর্কটা এই প্রশ্নেই দানা বাঁধে। এনএসও গ্রুপ আগে একটি বিবৃতিতে বলেছিল, ‘এনএসও তার প্রযুক্তি বিক্রি করে কেবলমাত্র বিশ্বস্ত বলে গণ্য সরকারের তরফে আইন প্রয়োগে নিযুক্ত এবং গোয়েন্দা সংস্থাগুলিকে।’ তারপরেই নতুন এই বিবৃতিটি তারা দেয়। একইসঙ্গে এনএসও তার ক্লায়েন্ট বা সরকারের তরফে স্পাইওয়্যারের প্রকৃত ব্যবহার থেকে দূরত্ব বজায় রেখেছে। কারণ, কিছু ক্লায়েন্ট-গভর্নমেন্ট এই স্পাইওয়্যারের অপব্যবহার করে থাকতে পারে। এই প্রসঙ্গেই ভারতের পরিপ্রেক্ষিতে কিছু স্বাভাবিক প্রশ্ন উঠেছে: ভারত সরকার অথবা তার কোনও এজেন্সি কি এনএসও গ্রুপের ক্লায়েন্ট? এই সোজা-সাপ্টা প্রশ্নের উত্তর দুটি—হ্যাঁ অথবা না। কিন্তু বিরোধীদের কাছে এবং সংসদকে সরকার সরাসরি এর উত্তর দেয়নি। তাই সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বেড়েছে। দি ওয়্যার-এর এক তদন্ত রিপোর্টে দাবি করা হয়, ‘এনএসও গ্রুপের একটি ভারতীয় ক্লায়েন্ট’ ছিল।
অতএব সঙ্গত প্রশ্ন, এই ক্লায়েন্ট কে? ভারত সরকার নয় কি? সরকার যদি অস্বীকার করতে চায় তবে পরিষ্কার করে দিক সেই রহস্যময় চরিত্রটির নাম। অনুমান করা যায় যে, পাল্টা একগুচ্ছ প্রশ্নবাণে জর্জরিত হওয়ার ভয়েই মোদি সরকার রহস্যের ঘেরা টোপ নির্মাণে সচেষ্ট হয়েছিল। কয়েকজন মন্ত্রীর ফোনেও আড়িপাতা হয় বলে গুঞ্জন রয়েছে। অপকর্মটিতে সরকারের কোনও হাত না-থাকলে সংশ্লিষ্ট ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষার ব্যবস্থা করা হয়নি কেন? এই ভয়ানক কাণ্ডটি নিয়ে সরকার স্বাভাবিক উদ্বেগটুকুও প্রকাশ করেনি। সরকারের এই বিস্ময়কর নির্লিপ্তি থেকে এই সন্দেহই জাগে যে, তবে কি নিজের কিছু মন্ত্রীকেও এই সরকার বিশ্বাস করতে ভয় পায়! ভারত সরকার যে অবস্থানই নিক না কেন, পেগাসাস বিষয়ে প্রচারিত পুরো অভিযোগটিকেই, যথেষ্ট গুরুত্ব দিয়েছে ফ্রান্স এবং ইজরায়েল। ভারতের ওই দুই বিশিষ্ট বন্ধু দেশের রাষ্ট্রপ্রধানরা পরস্পর কথা বলেছেন। এই বিষয়ে তদন্তও করাচ্ছেন তাঁরা। সঙ্গত কারণে তদন্তের দাবি ওঠে ভারতেও। কিন্তু মোদি সরকার এই ধরনের তদন্তের ঘোর বিরোধী। এমনকী, নস্যাৎ করে দিয়েছিল সংসদেও বিতর্কের দাবি। দাবিটি প্রথমদিকে সীমাবদ্ধ ছিল নাগরিক সমাজ এবং বিরোধীদের মধ্যে। পরে বিমুখ করা হয় সংসদকেও। দুটি ক্ষেত্রেই তারা পার পেয়ে গিয়েছে বলে মনে করেছিল সরকার। তাই সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে সরকার পরে সর্বোচ্চ আদালতকেও জবাব দিতে অস্বীকার করে। সুপ্রিম কোর্টের সঙ্গেও টালবাহানা করতে কুণ্ঠিত বোধ করেনি সরকার। ১৬ আগস্ট তারা কোর্টে তিনপাতার সংক্ষিপ্ত এক হলফনামা দিয়েছিল। সরকার জেদ ধরেছিল, এর বাইরে আর কিছু জানাবে না বলে। এতে বিস্ময় প্রকাশ করেন এই মামলার আবেদনকারীরা। স্বভাবতই ভয়ানক ক্ষুব্ধ হয় শীর্ষ আদালত। সরকারের এই অন্যায্য ভূমিকায় আদালত কতটা বিরক্ত ১৩ সেপ্টেম্বর প্রধান বিচারপতি এন ভি রামনার বেঞ্চ রায়দান স্থগিত রেখেই তা বুঝিয়ে দিয়েছিল।
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে মোদি সরকার সংসদ, শীর্ষ আদালত-সহ পুরো দেশকে বোকা বানাবার কৌশল নিয়েও শেষরক্ষা করতে পারল না। অবশেষে যথেষ্ট কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। অথচ মুখরক্ষার অনেক সুযোগই সরকার পেয়েছিল। সুযোগ সুপ্রিম কোর্টও দিয়েছিল। কিন্তু সেসব হেলায় হারিয়েছে। সরকার অতি চালাকি করার চেষ্টা করেছিল। অতি চালাকের পরিণাম যা হয়, নিয়মমতো হয়েছে ঠিক সেটাই। নরেন্দ্র মোদি, অমিত শাহ অ্যান্ড কোম্পানির মুখ পুড়েছে। জাতীয় নিরাপত্তার অজুহাতকে নস্যাৎ করে দিয়ে পেগাসাস ইস্যুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল সর্বোচ্চ আদালত। কোর্ট পরিষ্কার করে দিয়েছে, সরকার ইচ্ছাকৃতভাবে দায় এড়িয়ে গেলেও আদালত নির্বাক দর্শক হয়ে থাকবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির কাজে সুপ্রিম কোর্টেরও যে সদা-সতর্ক নজর থাকবে তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। সরকারের মুখরক্ষার কিছুটা উপায় এখনও আছে—এই কমিটির কাজে সুপ্রিম কোর্টের নির্দেশমতো আন্তরিকভাবে সহযোগিতা করা। ছলচাতুরির বদভ্যাস ছেড়ে সরকার এটুকু যেন করে। তাহলে পেগাসাস রহস্যের কিনারা হওয়া শুধু সময়ের অপেক্ষা।
অসহ্য চমকের অর্থনীতি

২০১৯ সালের মে। দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ক’দিন পরেই নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে তাঁর সরকারের লক্ষ্য, ভারতকে পরবর্তী পাঁচ বছরের ভিতরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীত করা। অর্থাৎ আমাদের হাতে বাকি আছে আর বছর দুইয়ের কিছু বেশি সময়। বিশদ

28th  October, 2021
পড়ুয়াদের টিকাকরণ জরুরি

মহামারীতে ভারত-সহ পৃথিবী বারবার আহত হয়েছে। কিন্তু ব্যাপকতার দিক থেকে কোভিড-১৯ বা করোনা নিশ্চিতভাবেই আগেরগুলিকে ছাপিয়ে গিয়েছে। করোনা ভাইরাস চীন দেশে প্রাণঘাতী রূপ নেয় ২০১৯ সালের শেষদিকে। চীন রাশ টানতে ব্যর্থ হতেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, ভারত প্রভৃতি নানা স্থানে। বিশদ

27th  October, 2021
কেঁচো খুঁড়তে সাপ!

সিবিআই, আইবির মতো আরও একটি কেন্দ্রীয় এজেন্সি গুরুতর অভিযোগের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। আমাদের দেশের আইন অনুযায়ী যেকোনও ধরনের মাদক সেবন, সংরক্ষণ ও পাচার করা বেআইনি কাজ বলে গণ্য হয়। মাদক নিষিদ্ধ নেশার দ্রব্য। বিশদ

26th  October, 2021
খাদ্যদপ্তরের প্রশংসনীয় দৃঢ়তা  

গত মাসে রাজ্যে দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়। তখন এর আওতায় আনা হয় ১৫ শতাংশ ডিলারকে। চলতি মাসের লক্ষ্য ৫০ শতাংশ।
বিশদ

25th  October, 2021
মুষল পর্ব

শরীর থেকে একে একে বসন ভূষণ খসে পড়ছে। বেরিয়ে আসছে ভিতরের কদর্য চেহারা। ভোটে হারার মাত্র ছ’মাসের মধ্যে বিজেপির হালহকিকত তাই। অনায়াসেই বলা যায় রাজা তোর কাপড় কোথায়? খবরে প্রকাশ, বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটে গেরুয়া শিবিরের কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন।
বিশদ

24th  October, 2021
অর্ধসত্য

ওজন ১৪০০ কেজি। হেমন্তের হিমেল হাওয়ায় এমন বিশালাকার ত্রিবর্ণ পতাকা লালকেল্লার প্রাচীর ঘিরে যেন ডানা মেলেছে। দিল্লির লালকেল্লা, কুতবমিনার থেকে বাংলার হাওড়া ব্রিজ, মেটকাফ হল, কারেন্সি বিল্ডিংয়ের মতো দেশের একশো সৌধ সেজে উঠেছে বাহারি আলোয়। বিশদ

23rd  October, 2021
যোগীর অমানবিক সরকার

মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব ভারতের কৃষক শ্রেণি। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রতিবাদকে গুরুত্ব দিতে নারাজ সরকার। তাতেও হাল ছেড়ে দেননি কৃষকরা। তাঁরা এখনও লক্ষ্যে অবিচল। বিশদ

22nd  October, 2021
তৃতীয় চাহিদা 

রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই) বা মানব উন্নয়ন সূচকও চালু হয়। একটি দেশের উন্নয়নের মাপকাঠি স্থির করাই ছিল এই সূচকের উদ্দেশ্য। এইচডিআইতে এটাই জোর দিয়ে বলা হল যে, শুধু আর্থিক উন্নতিই একটি দেশের উন্নয়নের সব নয়।
বিশদ

21st  October, 2021
ভারতের সতর্ক পদক্ষেপ জরুরি

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের এটা চতুর্থ দফা। বাংলাদেশের জাতির পিতা প্রয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা ১৯৯৬ সালে প্রথম সে-দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামি লিগ সুপ্রিমো হাসিনা পাঁচ বৎসরাধিকাল ওই দায়িত্ব পালন করার পর বিরোধী আসনে গিয়ে বসেন। বিশদ

20th  October, 2021
অশান্ত ভূস্বর্গ

১২ জন সাধারণ নাগরিক, ৯ জন সেনা জওয়ান, ১৩ জন জঙ্গি। এটা নরেন্দ্র মোদি, অমিত শাহের ‘তৈরি’ কাশ্মীরে গত দু’সপ্তাহে ৩৪ জনের খুন বা মৃত্যুর হিসেব। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক প্রমাণ করতে মোদি-শাহরা চেষ্টার ত্রুটি রাখেননি। বিশদ

19th  October, 2021
ফের হানা রাজ্যের এক্তিয়ারে
 

নরেন্দ্র মোদি বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী। বিজেপি হল আরএসএসের রাজনৈতিক শাখা। অর্থাৎ এই দলটিই সঙ্ঘের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের হাতিয়ার। গান্ধীহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত ছিল আরএসএস। বিশদ

18th  October, 2021
বিধি ভাঙা উচ্ছ্বাস

মনে হতে পারে এক বছর ধরে বন্ধ থাকা কোনও গুহার মুখ খুলে দেওয়া হয়েছে। গত বছর এক ব্যতিক্রমী শারদোৎসবের সাক্ষী ছিল বাংলা। করোনার দাপট ছিল সেই সময় বেশি। বেশি ছিল সংক্রমণ ও মৃত্যুর হারও। ফলে প্রশাসন ও পুলিসের তৎপরতাও ছিল তুঙ্গে। বিশদ

17th  October, 2021
শারদ শুভেচ্ছা

আশ্বিনের শারদ প্রাতে নীল-সাদা আকাশ, পুঞ্জীভূত মেঘের আনাগোনা, শিউলির হালকা গন্ধ, কাশফুলের দোলা। প্রকৃতির ‘এই অমোঘ’ রূপকে সাক্ষী রেখে ষষ্ঠীর বোধনের সকাল জানান দিল মা এসেছেন ঘরে। বিশদ

12th  October, 2021
অগ্নিমূল্য তেল ও সিঁদুরে মেঘ

বোধহয় একেই বলে, সর্ষের মধ্যে ভূত! নামেই সর্ষের তেল, অথচ তাতে সর্ষে নামক বস্তুটির নামগন্ধ নেই। সর্ষের তেলের রং, গন্ধ ও ঝাঁঝের সঙ্গে আমরা পরিচিত। আর সর্ষের তেল বাঙালির বড় প্রিয়।
বিশদ

11th  October, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

একটা চালু রসিকতা ইদানীং খুব শোনা যাচ্ছে। সরকারের মাথায় যখন নরেন্দ্র মোদি তখন জিনিসপত্রের দাম বাড়বে না তাই কখনও হয়! ঘটনা হল, এটা আর আদৌ রসিকতার পর্যায়ে নেই। বিশদ

10th  October, 2021
আনন্দ করুন বিধি মেনে

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল মাস দুই আগেই। অবশেষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর উচ্চারণে ‘আশ্বিনের শারদপ্রাতে’র মন ভালো করা চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বিশদ

09th  October, 2021
একনজরে
বার্সেলোনার খারাপ সময় যেন কিছুতেই কাটছে না। লা লিগায় এল ক্লাসিকোর পর বুধবার রায়ো ভায়াকেনোর কাছেও হারল কাতালন ক্লাবটি। অ্যাওয়ে ম্যাচে ০-১ ব্যবধানে পরাজিত হয়েছেন সের্গিও বুস্কেতসরা। ...

বীরভূমে কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব রুখতে দু’-একদিনের মধ্যে তল্লাশি শুরু করছে পুলিস। বিশেষ তল্লাশি চালানো হবে বীরভূম-ঝাড়খণ্ড সীমানায়ও। ...

তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল বসিরহাটে। মাটিয়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হরিদাস হালদার (২৬) বসিরহাট থানায় সিভিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত ছিলেন। ...

ফের মালদহে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে চোরাই মোবাইল সেট উদ্ধার হল। বুধবার রাতে ইংলিশবাজার থানার মহদিপুর স্থলবন্দরের বড় পার্কিং এলাকা থেকে ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইংলিশবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বদমেজাজ ও কঠিন ব্যবহারে ঘরে-বাইরে অশান্তি ও শত্রুতা। পেট ও বুকের সংক্রমণে দেহসুখের অভাব। কর্মে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী ২১/৭ দিবা ২/১০। পুষ্যা নক্ষত্র ১৪/৪৮ দিবা ১১/৩৮। সূর্যোদয় ৫/৪৩/৮, সূর্যাস্ত ৪/৫৭/৪৪।  অমৃতযোগ দিবা ৬/২৮ মধ্যে পুনঃ ৭/১৩ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩১ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
১১ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী দিবা ৯/১৬। পুষ্যা নক্ষত্র  দিবা ৮/১০। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৪/৫৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৫ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১০ গতে ৯/৪৬ মধ্যে। 
২২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পাকিস্তানের

11:42:00 PM

টি২০ বিশ্বকাপ ২০২১ : পাকিস্তান : ১২২/৪ (১৭ ওভার)

10:55:43 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৭৫/১ (১১ ওভার)

10:21:48 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৩১/১ (৫ ওভার)

09:49:25 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৪৮ রান

09:45:03 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তান ৯৩/৬ (১৫ ওভার)

08:49:51 PM