চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
সিয়ামের হিসেব, গত অক্টোবরে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৯৩ হাজার। গত বছর, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবরে সেই সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৯০ হাজার। সার্বিকভাবে বিক্রি বেড়েছে দু’চাকা গাড়ির। যেখানে ২০২৩ সালের অক্টোবরে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল প্রায় ১৮ লক্ষ ৯৬ হাজার, সেখানে গত মাসে তা দাঁড়ায় প্রায় ২১ লক্ষ ৬৪ হাজারে। গত বছর অক্টোবর মাসে যেখানে স্কুটার বা ওই জাতীয় যান বিক্রি হয়েছিল ৫ লক্ষ ৯০ হাজার, সেখানে গত মাসে বিক্রি হয়েছে প্রায় ৭ লক্ষ ২১ হাজার। গত মাসে মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ১৩ লক্ষ ৯১ হাজার।
সিয়াম জানাচ্ছে, গত অক্টোবরে যে পরিমাণ যাত্রীবাহী গাড়ি এবং দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে, সাম্প্রতিককালে তা এতটা হয়নি। চলতি বছরের গোড়ায়, অর্থাৎ জানুয়ারিতে যাত্রীবাহী গাড়ির বিক্রি ৩ লক্ষ ৯০ হাজারে পৌঁছয়। তারপর থেকে বিক্রিবাটা কিছুটা কমতির দিকে ছিল। উৎসবের মাস থাকায় অক্টোবরে সাফল্য পেয়েছে গাড়ির বাজার। সিয়ামের দাবি, গাড়ির বিক্রি যে বেড়েছে, তা বলছে কেন্দ্রীয় তথ্যও। কারণ, সার্বিকভাবে গাড়ির রেজিস্ট্রেশন গত বছরের অক্টোবরের তুলনায় এবার ৩০ শতাংশ বেড়েছে গোটা দেশে। তিন চাকা গাড়ির বিক্রি গত বছরের তুলনায় সামান্য কমেছে বলে জানিয়েছে সিয়াম।