চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার পাকা সোনার ১০ গ্রামের দর যায় ৭৭ হাজার ৩৫০ টাকা। বুধবার তা ছিল ৭৮ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে ১০ গ্রাম পিছু সোনার দাম কমেছে ১ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেট বিশুদ্ধতার হলমার্কযুক্ত গয়না সোনার দাম ছিল ৭৩ হাজার ৫৫০ টাকা। অথচ একদিন আগেই সেই দার যায় ৭৫ হাজার ৫০ টাকা। দাম কমেছে রুপোরও। এদিন কলকাতায় কিলো পিছু খুচরো রুপোর দাম ছিল ৯১ হাজার ২৫০ টাকা। বুধবার সেই দাম ছিল ৯৩ হাজার ৭৫০ টাকা।
বিশেষজ্ঞরা মোট তিনটি কারণকে সোনার দাম কমার জন্য সামনে এনেছেন। প্রথমত, ট্রাম্পের বিপুল জয়ে শেয়ার বাজার এবং বিটকয়েনে বিনিয়োগ অনেকটাই বেড়েছে। বিনিয়োগকারীরা বাড়তি লাভের আশায় সোনা ছেড়ে ঝুঁকিপূর্ণ লগ্নি করছেন। দ্বিতীয়ত, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ সুদের হার আরও কমাবে বলে মনে আশা করা হচ্ছে। সেটা কমতে পারে ০.২৫ শতাংশ। এই অনুমান সোনার দর নীচের দিকে নামাচ্ছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড বৃহস্পতিবারই সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। তৃতীয় কারণ হিসেবে দেশীয় চাহিদাকে সামনে এনেছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এখানে সোনার দাম অনেকটা বেড়ে থাকায় তা দেশীয় বাজারে ধনতেরাসের পরে চাহিদা কমিয়েছিল। চাহিদা কমার কারণে দামে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সোনার দাম নীচের দিকে নামায় খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই। তাঁদের আশা, আসন্ন বিয়ের মরশুমে তা দু’পক্ষকেই লাভবান করবে।