চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
বিএসএনএল কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশচন্দ্র টিকাদার বলেন, ফোর জি পরিষেবা দিতে যে যন্ত্রাংশ প্রয়োজন, তার সবটুকুই এসে গিয়েছে। সেগুলি সবই দেশীয় প্রযুক্তিতে তৈরি। আমারও যত দ্রুত সম্ভব গোটা এলাকায় সেই পরিকাঠামো তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। একদিকে বেসরকারি সংস্থাগুলির মোবাইল খরচ বৃদ্ধি এবং অন্যদিকে ফোর জি পরিকাঠামো বেড়ে যাওয়ায় কলকাতা সার্কেলে মোবাইল গ্রাহকও অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন সিজিএম। তাঁর কথায়, গত তিনমাসে আমরা চার লক্ষ গ্রাহক বাড়াতে সক্ষম হয়েছি। খরচ না-বাড়ানোর পাশাপাশি উৎসব কেন্দ্রিক কিছু প্রকল্পে সাময়িকভাবে গ্রাহকের ব্যয় কমিয়েওছি আমরা। যেমন ৬০০ জিবি ডেটা, ও সীমাহীন কথার যে একবছরের অফার আছে, তার খরচ ১০০ টাকা কমেছে।
বিএসএনএল কর্তা আরও বলেন, আমরা দ্রুত ও উচ্চ গুণমানের ইন্টারনেট পরিষেবা দিতে বিএসএলের পরিকাঠামোর খোলনলচে বদলেছি। প্রায় ৭০ হাজার বাড়িতে ফাইবার সংযোগ (এফটিটিএইচ) দেওয়া হয়েছে। তার জন্য যে দামি মোডেম দরকার, তা আমরা গ্রাহককে এখন বিনামূল্যে দিচ্ছি। মাসিক ৪৪৯ টাকার প্যাকেজেও ৫০ টাকা ছাড় দিচ্ছি আমরা। গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে চালু হয়েছে সেলফ কেয়ার অ্যাপ, যেখানে ২ শতাংশ ছাড়ের সুযোগ পাবেন গ্রাহক। ৪ জি পরিষেবা চালু হওয়ায় গ্রাহকের ডেটা ব্যবহারও লাফিয়ে বেড়েছে বলে দাবি করেছেন সিজিএম। তাঁর তথ্য, যেখানে জুনে ১,৭৫৬ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন গ্রাহক, তা এখন ৩,৪৪৭ টেরাবাইটে পৌঁছেছে।