চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে’র কথায়, আমরা আগেই জানিয়েছিলাম, সোনার দাম বাড়লেও, তা আতঙ্কিত করতে পারবে না ক্রেতাদের। আমাদের কথাই সত্যি হল। এদিনের সন্ধ্যায় তাঁর বক্তব্য, যেটুকু বিক্রিবাটা হচ্ছে বা ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে, তাতে ব্যবসা গতবারের তুলনায় আরও ভালো হবে।
একই কথা শোনা গেল অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ উত্তীয় চৌধুরীর থেকেও। তিনি জানান, রাত শেষে বিক্রি কেমন হবে, তার হিসেব পরে হবে। কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে, তাতে গতবারের তুলনায় অন্তত ১৫ শতাংশ ব্যবসা বাড়বে। আসলে, সোনার দামই সোনাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলছে ক্রেতাদের কাছে। সেই কারণেই দাম বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের চাহিদা। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার মঙ্গলবার সন্ধ্যায় বলেন, গত কয়েকদিন ধরেই বিক্রিবাটা বেড়েছে। যেহেতু সোনার দাম চড়া, তাই ক্রেতারা পরিমাণে কিছুটা কম কিনছেন ঠিকই। কিন্তু বিক্রিবাটার সার্বিক ছবি যথেষ্ট উজ্জ্বল। ধনতেরস উৎসব শেষে গতবারের তুলনায় ব্যবসা অনেকটাই বাড়বে বলে মনে করছেন টগরবাবু। তিনি বলেন, হাল্কা গয়নার চাহিদা বেশি। পুরনো গয়না ভেঙে নতুন ডিজাইনের গয়না গড়ানোর প্রবণতাও তুলনামূলকভাবে বেশি এবার।
এদিকে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়ার হিসেব, ধনতেরস উপলক্ষ্যে এবার দেশে প্রায় ২০ হাজার কোটি টাকার সোনার গয়নার ব্যবসা হতে চলেছে। পাশাপাশি অন্তত আড়াই হাজার কোটি টাকার রুপোর গয়না বা অন্যান্য সামগ্রীর ব্যবসা হবে।