পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
বিরাটের ‘বাদ’ পড়ার কারণ নিয়ে জল্পনা অব্যাহত। অনেকে বলছেন, চোট কি অজুহাত? অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে একটা সেঞ্চুরি ভাঙিয়ে আর কতদিনই বা চলতে পারে। কেউ কেউ মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলি নিজেকে আড়াল করতে ব্যস্ত। তিনি জানেন, ব্যর্থ হলে সমালোচনা তীব্র হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফোকাস আরও নড়ে যাবে। এমনিতেই রনজি ট্রফিতে হতাশ করেছিলেন ভিকে। সবমিলিয়ে নাগপুরে কোহলির না খেলা নিয়ে অনেক সম্ভাবনাই উঁকি দিচ্ছে।
রয়েছে ক্রিকেটীয় যুক্তিও। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে কোচ গৌতম গম্ভীর হয়তো প্ল্যান বি তৈরি রাখতে চাইছেন। সেই কারণেই কোহলির অনুপস্থিতিতে রোহিতের সঙ্গে বাঁ হাতি ওপেনারকে জুড়ে দেওয়া হয়েছিল শুরুতে। তা ক্লিক করেনি ঠিকই, তবে গিলকে তিন নম্বরে নামিয়ে অন্য বার্তা দিল টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল, কোহলি ফিরলে কাকে বাদ দেওয়া হবে?