পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
ম্যাচে খুব একটা দাগল কাটতে না পারলেও, খেলা শেষে নেইমারকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো। প্রতিপক্ষ দলের ফুটবলাররা তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত থাকেন। এই প্রসঙ্গে ব্রাজিলিয়ান তারকা জানান, ‘২১ বছর বয়সে স্যান্টোস ছেড়েছিলাম। তারপর বিশ্বের যেই প্রান্তেই খেলেছি, সেরাটা উজাড় করে দিয়েছি। তার জন্যই ঘরে ফিরে এই সম্মান পাচ্ছি।’ একইসঙ্গে নিজের পারফরম্যান্স সম্পর্কে নেইমারের বিশ্লেষণ, ‘আমি এখনও পুরোপুরি ১০০ শতাংশ ফিট নই। অনুশীলনে আরও বেশি ঘাম ঝরাতে হবে। তবে ভাবিনি প্রথম দিনেই এতটা দৌড়তে পারব।’ উল্লেখ্য, স্যান্টোসের হয়ে প্রথম ইনিংসে ২২৫ ম্যাচে ১৩৮টি গোল রয়েছে নেইমারের ঝুলিতে।