পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে ২-০ গোলে হারায় ইস্ট বেঙ্গল। ঘরের মাঠেও পুরো পয়েন্ট চান ব্রুজোঁ। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট লিগে টেবিলে দশম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। জিতলে পাঞ্জাব আর কেরল ব্লাস্টার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে মশালবাহিনী। কার্ড সমস্যায় শৌভিক চক্রবর্তী নেই। তবে জিকসন সিং ফিরছেন। এদিন তাঁকে আর সাউলকে মাঝমাঠে খেলিয়ে দেখে নেন স্প্যানিশ কোচ। সব ঠিকঠাক চললে প্রায় দু’মাস পর লাল-হলুদ জার্সিতে ফিরবেন সাউল। গত ৭ ডিসেম্বর এই চেন্নাইয়ানের বিরুদ্ধে চোট পান তিনি। ক্রেসপো ছন্দ পেয়ে গেলে মাঝমাঠের ভারসাম্য অনেকটাই বাড়বে।
এদিকে, মহিলা ফুটবলে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল। দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে হোপস এফসি’কে ১-০ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ইস্ট বেঙ্গল।