নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩৮তম জাতীয় গেমসে সোনা জিতলেন বাংলার জুয়েল সরকার। তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে বৃহস্পতিবার শুরু থেকেই দাপট দেখান জুয়েল। ঝাড়গ্রামে রাজ্য সরকারের তিরন্দাজি অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান। মাত্র ১২ বছর বয়সে সেখানে যোগ দেন মালদার জুয়েল। জাতীয় গেমসের সাফল্যে রাতারাতি পাদপ্রদীপের আলোয় তিনি। উচ্ছ্বসিত ক্রীড়ামহল। সোনার ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তাঁর মন্তব্য, ‘বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। ওকে আন্তরিক অভিনন্দন জানাই।’ পাশাপাশি শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে ঝাড়খণ্ডের হয়ে তিরন্দাজির মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতলেন দীপিকা কুমারী।
মহিলাদের ফুটবলে পদক জিতল বাংলার মহিলা দল। টাই-ব্রেকারে দিল্লিকে ৫-৩ ব্যবধানে হারায় তারা। উল্লেখ্য, শেষ চারের লড়াইয়ে হরিয়ানার কাছে পরাস্ত হয় বাংলার মেয়েরা। তবে পদক আসায় স্বস্তি বঙ্গ ফুটবল সংস্থায়। এছাড়া মহিলা হকিতে বাংলা ২-০ গোলে হারাল হরিয়ানাকে।