পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
উইকেট পতন: ৭৫-১, ৭৭-২, ৭৭-৩, ১১১-৪, ১৭০-৫, ১৮৩-৬, ২০৬-৭, ২২০-৮, ২৪১-৯, ২৪৮-১০।
বোলিং: সামি ৮-১-৩৮-১, হর্ষিত ৭-১-৫৩-৩, অক্ষর ৭-০-৩৮-১, পান্ডিয়া ৭-১-৩৭-০, কুলদীপ ৯.৪-০-৫৩-১, জাদেজা ৯-১-২৬-৩।
ভারত: যশস্বী ক সল্ট বো আর্চার ১৫, রোহিত ক লিভিংস্টোন বো মাহমুদ ২, গিল ক বাটলার বো মাহমুদ ৮৭, শ্রেয়স এলবিডব্লু বো বেথেল ৫৯, অক্ষর বো রশিদ ৫২, লোকেশ ক অ্যান্ড বো রশিদ ২, হার্দিক অপরাজিত ৯, জাদেজা অপরাজিত ১২, অতিরিক্ত ১৩, মোট ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২৫১। উইকেট পতন: ১৯-১, ১৯-২, ১১৩-৩, ২২১-৪, ২২৫-৫, ২৩৫-৬।
বোলিং:আর্চার ৭-১-৩৯-১, মাহমুদ ৬.৪-০-৪৭-২, কার্স ৫-০-৫২-০, রশিদ ১০-১-৪৯-২, বেথেল ৩-০-১৮-১, লিভিংস্টোন ৫-০-২৮-০, রুট ২-০-১০-০।
ভারত জয়ী ৪ উইকেটে।
ম্যাচের সেরা: শুভমান গিল।
তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে ১-০ ব্যবধানে।