পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
অবসর নিয়ে স্টোইনিস সমাজ মাধ্যমে লেখেন, “অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলা প্রতিবারই আমার জন্য অভূতপূর্ব মুহূর্ত ছিল। এর জন্য আমি কৃতজ্ঞ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা একটি গর্বের বিষয়। সারা জীবন আমি এটি মনে রাখব। তবে এই সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু আমি বিশ্বাস একদিনের ক্রিকেট থেকে সরে আসার এটিই আমার আদর্শ সময়। আমি আমার জীবনের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোনিবেশ করতে চাই।”
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্টোইনিস। অস্ট্রেলিয়ার হয়ে তিনি মোট ৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। ব্যাট হাতে তিনি করেছেন ১৪৯৫ রান। তাঁর ঝুলিতে সেঞ্চুরির সংখ্যা ১টি এবং হাফ সেঞ্চুরি করেছেন মোট ৬টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৪৬ (অপরাজিত)। বল হাতে স্টোইনিস নিয়েছেন মোট ৪৮টি উইকেট।