কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
বরোদায় টস হেরে ব্যাট করতে নেমে হরিয়ানার শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার অর্শ রাঙ্গা (২৩) ও হিমাংশু রানা (১৪) বড় রান পাননি। ক্যাপ্টেন অঙ্কিত কুমারের সংগ্রহ ১৮। তবে মিডল অর্ডারে হাল ধরেন পার্থ ভাত্স (৬২) ও নিশান্ত সান্ধু (৬৪)। তাঁদের কাঁধে ভর করেই তিনশোর কাছাকাছি পৌঁছয় হরিয়ানা। বাংলার হয়ে বল হাতে মহম্মদ সামি তিনটি উইকেট নিলেও অনেক রান খরচ করেছেন। এছাড়া মুকেশ কুমারের শিকার সংখ্যা দুই। জবাবে ব্যাট করতে নেমে বাংলার শুরুটা ভালোই হয়েছিল। ওপেনার অভিষেক পোড়েল ৫৭ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন সুদীপ ঘরামির সংগ্রহ ৩৬। তবে অভিমন্যু ঈশ্বরণ (১০) চূড়ান্ত ব্যর্থ। অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকেও ৩৬ রানের বেশি আসেনি। সুদীপ চ্যাটার্জি (১০) চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।