কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ। ... বিশদ
জেড্ডা: বার্সেলোনার তরুণ ঝড়ে ধরাশায়ী অ্যাথলেটিক বিলবাও। বুধবার সৌদি আরবের জেড্ডায় ইনাকি উইলিয়ামসদের ২-০ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছল কাতালন ক্লাবটি। ম্যাচের দুই গোলদাতা গাবি ও লামিনে ইয়ামাল। উল্লেখ্য, খেতাবি লড়াইয়ে বার্সা খেলবে রিয়াল মাদ্রিদ অথবা মায়োরকার বিরুদ্ধে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে নেমেছিল বিলবাও। তবে বুধবার জেড্ডায় প্রথম মিনিট থেকেই অধিপত্য বিস্তার করে বার্সা। পঞ্চম মিনিটেই লিড নিতে পারত তারা। কৌন্ডের ঠিকানা লেখা ক্রসে বক্সে পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ রাফিনহা। তবে ১৭ মিনিটে কোনও ভুল করেননি গাবি। বাঁ দিক থেকে কাট করে ঢোকা আলেজান্দ্রেো বালদের পাস থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি তরুণ মিডিওর (১-০)। এরপর ৫২ মিনিটে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল (২-০)। শেষদিকে চাপ বাড়িয়ে অবশ্য অ্যাথলেতিক বিলবাও দু’বার জাল কাঁপিয়েছিল। তবে সঙ্গত কারণেই তা বাতিল হয়।