গৃহে শুভ অনুষ্ঠান উপলক্ষে কর্মব্যস্ততা। অর্থকরী আয়ের ক্ষেত্রটি অনুকূল। ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে। বিদ্যায় ... বিশদ
অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনও তুলোধোনা করেছেন ক্যাপ্টেন কামিন্সকে। তিনি বলেছেন, ‘একজন ব্যাটসম্যান যখন ফর্মে থাকে না, তখন তাঁকে শুরুতেই আউট করার চেষ্টা করতে হয়। সেই প্রয়াস কিংবা পরিকল্পনা আমি দেখতে পায়নি। তাছাড়া ভারতের ওপেনিং জুটির বিরুদ্ধে শর্ট বলের স্ট্র্যাটেজি ব্যর্থ। বরং যশস্বী এই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে দিয়েছে। কামিন্স ভুল থেকে শিক্ষা নিলে ভালো। না হলে সিরিজের বাকি ম্যাচগুলিতে আরও সমস্যায় পড়বে।’
বিরাট কোহলি ফর্মে ফেরায় ক্যাঙারু বাহিনীর সিঁদূরে মেঘ দেখা স্বাভাবিক। পরিসংখ্যান বলছেন, ডনের দেশে এই নিয়ে কোহলি সাতটি টেস্ট সেঞ্চুরি হাঁকালেন। টপকে গেলেন শচীন তেন্ডুলকরকে। পরের টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে দিন-রাতের খেলা। এই মাঠে কোহলির রেকর্ড দুর্দান্ত। এখনও পর্যন্ত অ্যাডিলেড ওভালে খেলেছেন চারটি টেস্ট। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। খুব সম্ভবত এটাই বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। তাই পয়মন্ত মাঠে আরও একবার তিনি জ্বলে ওঠার চেষ্টা করবেন।