চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
গ্রুপ পর্বের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-৩ ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগিজ শিবির। শুক্রবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য রোনাল্ডোদের। পক্ষান্তরে, চার ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে পোলিশরা। নক-আউটের আশা জিইয়ে রাখতে শুক্রবার তাদের সামনে জয় ছাড়া কোনও বিকল্প পথ নেই। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে সেরা ভরসা রবার্ট লিওয়ানডস্কিকে পাবে না পোল্যান্ড। খুব একটা স্বস্তিতে নেই পর্তুগালও। চোট সমস্যায় জর্জরিত দলের একাধিক ফুটবলার। বিশেষত রক্ষণ সাজাতে রীতিমতো কালঘাম ছুটছে কোচ মার্তিনেজের। দুই নিয়মিত সেন্টার ব্যাক রুবেন ডিয়াজ ও ইনাসিও আগেই ছিটকে গিয়েছেন। এছাড়া চোটের তালিকায় নাম লিখিয়েছেন ডিয়েগো জোতা, গনসালো র্যামোস,রুবেন নেভেস, ম্যাথুস নুনেজ ও পেড্রো গঞ্জালভেস। তবে ক্লাব ফুটবলে নিয়মিত গোলের মধ্যে রয়েছেন দলের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে সামনে রেখেই শুক্রবার জয়ের জন্য ঝাঁপাতে তৈরি মার্তিনেজ ব্রিগেড।
দিনের অপর ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে লড়াইয়ে নামছে স্পেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ড্রয়ের পর টানা তিনটিতে জয় পেয়েছে লুইস ডেলা ফুয়েন্তের ছেলেরা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ আটের টিকিট নিশ্চিত করেছে তারা। শেষ ম্যাচে ঘরের মাঠে সার্বিয়াকে ৩-০ গোলে হারায় তারা। ড্যানিশদের বিরুদ্ধেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ইউরো চ্যাম্পিয়নদের। তবে চোটের কারণে এই ম্যাচে লামিলে ইয়ামাল, ড্যানি কার্ভাহাল, রড্রি, গাভি ও উনাই সিমোনকে পাবে না স্পেন।
ম্যাচ শুরু রাত ১-১৫ মিনিটে।
সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।